অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

মিশ্র মাছ চাষ : প্রশ্নাবলি ১

মিশ্র মাছ চাষ : প্রশ্নাবলি ১

কোন কোন জাতের মাছের জন্য কী কী ধরনের পুকুর সব চাইতে উপযোগী?

  • ডিম পোনা চাষের জন্য ৫ থেকে ১৫ কাঠা মাপের পাঁক ছাড়া ছোট ছোট পুকুর যেখানে আলো বাতাস খেলে সেই সব পুকুরই উপযুক্ত। এই সব পুকুরকে আঁতুড় পুকুর বলা হয়।
  • আবার পাঁক যুক্ত, হাজামজা পুকুর জিওল মাছ (মাগুর, শিঙি) চাষ করার জন্য ভালো।
  • প্রায় ১৫ কাঠা থেকে ২০ কাঠা মাপের, অল্প পাঁক আছে যা চার পাঁচ ফুট গভীর, এই সব পুকুর চারা পোনা চাষের জন্য উপযোগী। এই রকম পুকুরকে লালন পুকুর বলা হয়।
  • যে সব পুকুর দেড় বিঘা থেকে ৭ বিঘা পর্যন্ত, মাঝারি পাক আছে এবং ৬ থেকে ৭ ফুট গভীর — এই রকম পুকুর নিবিড় মাছ চাষ বা মিশ্র মাছ চাষের জন্য উপযোগী। এই সব পুকুরকে মজুত পুকুর বলা হয়।

দেশি পোনা মাছ যেমন রুই, কাতলা ও মৃগেল — এইগুলি চাষ করার জন্য কোন ধরনের পুকুর সবেচেয় উপযোগী?

উ : যে সব পুকুর দেড় বিঘা থেকে প্রায় ৭ বিঘা পর্যন্ত, মাঝারি পাঁক আছে এবং ৬ থেকে ৭ ফুট গভীর, এই রকম পুকুর নিবিড় মাছ চাষ বা মিশ্র মাছ চাষের জন্য উপযোগী। এই সব পুকুরকে মজুত পুকুর বলা হয়। পুকুরের পাড়ে কম গাছপালা থাকাই ভালো।

রুই, কাতলা ও মৃগেল ইত্যাদি মাছের সঙ্গে কি অন্য কোনও মাছ চাষ করা যায়?

উ : রুই, কাতলা ও মৃগেল ইত্য‌াদি মাছের সঙ্গে চিংড়ি এবং বিদেশি পোনা এমনকী ছোট মাছও চাষ করা যায়।

রুই, কাতলা ও মৃগেল মাছের মিশ্র চাষ করার জন্য কী ভাবে পুকুর তৈরি করতে হয়?

উ : নিবিড় বা মিশ্র চাষের জন্য পুকুর তৈরি করতে যা যা করা দরকার সে গুলি হল জঙ্গল সাফ করা, পাড় বাঁধানো, আগাছা ও মাছ খেকো মাছ মেরে ফেলা, চুন ও সার দেওয়া এবং পোকামাকড় মারা।

সর্বশেষ সংশোধন করা : 12/20/2019



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate