কৃষি
বিকাশপিডিয়া পোর্টালের কৃষি বিভাগে, কৃষি এবং তার সহযোগী ক্ষেত্রগুলি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমাদের লক্ষ্য। এই তথ্যগুলি দিয়েছেন এই বিভাগের সঙ্গে যুক্ত স্বেচ্ছাসেবীরা। আমাদের মতোই বিকাশপিডিয়ার এই মঞ্চের আপনিও সমান অংশীদার। তাই আপনিও আপনার মতামত দিন, অভিজ্ঞতা জানান, নির্দিষ্ট আলোচনায় যোগ দিন। যে তথ্যগুলি দেওয়া রয়েছে সেগুলি দিয়ে নিজেকে ঋদ্ধ করুন এবং অন্যদের কাছে আপনার জ্ঞান পৌঁছে দিন।
বিকাশপিডিয়া পোর্টালের কৃষি বিভাগের মূল নজর যে বিষয়গুলিতে রয়েছে, সেগুলি হল ---
কৃষি উপাদান
বীজ, সার, কীটনাশক সহ বিভিন্ন জিনিস তৈরি ও ব্যবহার নিয়ে এখানে আলোচনা করা হয়েছে।
ফসল উৎপাদন
গোটা পৃথিবীতে চাষকৃত ৮০টির বেশি ফসল মানুষকে খাদ্য, বস্ত্র, গৃহনির্মাণ সামগ্রী, ঔষধ, পানীয়, রাবার, রঞ্জক ও অন্যান্য সামগ্রী যোগায়। তাই এই বিভাগে কি ভাবে আধুনিক প্রযুক্তি, যন্ত্রপাতি, উৎপাদন প্রক্রিয়া, আবহাওয়া ও বিপণন সংক্রান্ত নিয়ে কাজ করবেন সেই বিষয়ে আলোচনা করা হয়েছে।
বনপালনবিদ্যা
বনপালনবিদ্যা নিয়ে আবশ্যিক তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে এখানে।
ফসল তোলার পরে প্রযুক্তি
ফসল তোলার পরে কি করনীয় তা নিয়ে আলোচনা করা হয়েছে এখানে।
বাজারের তথ্য
এই বিভাগে থাকছে কৃষক কল্যান সহযোগিতা এবং কৃষি বিপনন সম্পর্কিত ।
গৃহপালিত পশু চাষ
গরু, মোষ, ভেড়া, ছাগল, খরগোশ, শুয়োরের বাণিজ্যিক উৎপাদন নিয়ে আলোচনা করা হয়েছে এই বিভাগে।
পোল্ট্রি চাষ
বাণিজ্যিক ভাবে বিভিন্ন পাখি উৎপাদন ও প্রতিপালন বিষয়ে এখানে বিস্তারিত বলা হয়েছে।
মৎস্য চাষ
মাছ চাষের নানা দিক এখানে উল্লেখ করা হয়েছে, তার মধ্যে যেমন আছে ভেড়ি ও পুকুরে মাছ চাষ, তেমনই আছে চিংড়ি চাষ, মুক্তো চাষ, বাহারি মাছ চাষ, অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্য এবং মাছ চাষের যন্ত্রপাতি সংক্রান্ত বিষয়।
নারী ও কৃষি
নারী কৃষিয়ের সাথে সবসময়ই যুক্ত । তাদের কি কাজ এবং কি আছে তাদের প্রতি সরকারী যোজনা ? এই বিষয় নিয়ে আলোচনা এখানে।
কৃষি রপ্তানি
কৃষি রপ্তানি এর জন্যে কি প্রয়োজন ? সেই প্রয়োজন গুলো জানানো হয়েছে এখানে।
কৃষি উদ্যোক্তারা
ছোটো চাষের ক্ষেত্রে বিভিন্ন্য কৃষিভিত্তিক উদ্যোগ নিয়ে বলা হয়েছে এখানে।
শ্রেষ্ঠ অনুশীলন
বিশেষজ্ঞ দের মতামত নিয়ে বলা হয়েছে ।
নীতি ও পরিকল্পনা
কৃষি , পশুপালন, মৎস্য চাষ নিয়ে নীতি ও পরিকল্পনা কি কি আছে তা জানানো হয়েছে এখানে।
কৃষকদের জন্য জাতীয় পরিকল্পনা
কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকারের জাতীয় পরিকল্পনা কি কি আছে তা জানানো হয়েছে এখানে।
কৃষকদের জন্য রাজ্য-নির্দিষ্ট পরিকল্পনা
কৃষকদের জন্য রাজ্য সরকারের রাজ্য-নির্দিষ্ট পরিকল্পনা কি কি আছে তা বলা হয়েছে এখানে।
কৃষি ঋণ
কৃষি তে কোন কোন সংস্থা কি কি ঋণ প্রদান করছে তা নিয়ে আলোচনা করা হয়েছে এখানে।
কৃষি বীমা
কৃষি এবং সহযোগী ক্ষেত্রের জন্য তৈরি বিভিন্ন বিমা প্রকল্পের নানা দিক, যেমন প্রিমিয়াম, কোন ক্ষেত্রগুলি ওই প্রকল্পের আওতাধীন, বিমার টাকা পেতে হলে কী করতে হবে ইত্যাদি বিষয়ে এখানে তথ্য দেওয়া হয়েছে।
কৃষি ক্ষেত্রে আইসিটি অ্যাপ্লিকেশন
কৃষি ক্ষেত্রে আইসিটি অ্যাপ্লিকেশন এর সমন্ধে জানানো হয়েছে এখানে।
কৃষি ডিরেক্টরি
কৃষি ক্ষেত্রে বিভিন্য পোর্টাল ও ওয়েবসাইট এর লিংক দেওয়া হল এই বিভাগে ।
সেচের জলের খুব অসুবিধা' সরকার যদি জলের ব্রবথা করে দেন খুব ভালো হয