অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

ই-হাসপাতাল পরিষেবা

ই-হাসপাতাল পরিষেবা

হাসপাতালের বহির্বিভাগের রোগীদের আরও ভালো চিকিৎসা পরিষেবা দিতে, অনলাইনের মাধ্যমে চিকিৎসাজনিত খরচ মেটানোর পদ্ধতিকে আরও সুসংহত করতে এবং রোগনির্ণয় পরীক্ষার রিপোর্ট হাসপাতালে বসেই দেখতে ও ব্লাড ব্যাঙ্কে রক্তের যোগান কী অবস্থায় রয়েছে সে সম্পর্কে তথ্য পেতে গত ১ জুলাই থেকে ই-হাসপাতাল পরিষেবার সূচনা হয়েছে। বর্তমানে অবশ্য এই পরিষেবা কেবল নির্দিষ্ট কয়েকটি হাসপাতালেই পাওয়া যাচ্ছে। এর মধ্যে রয়েছে – নয়াদিল্লির এইম্‌স, ডঃ রামমনোহর লোহিয়া হাসপাতাল, স্পোর্টস ইনজুরি সেন্টার, বেঙ্গালুরুর ন্যাশনাল ইন্সটিটিউট অফ মেন্টাল হেল্‌থ অ্যান্ড নিউরো সায়েন্সেস প্রভৃতি।

এছাড়াও, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জাতীয় মেডিকেল কলেজ নেটওয়ার্ক স্থাপন করতে চলছে। উদ্দেশ্য হল – প্রথম পর্যায়ে ৪১টি সরকারি মেডিকেল কলেজ’কে ন্যাশনাল নলেজ নেটওয়ার্কের আওতায় নিয়ে এসে ই-শিক্ষা ও ই-স্বাস্থ্য পরিষেবা প্রদান শুরু করা।

 

সুত্র: পি. আই বি

সর্বশেষ সংশোধন করা : 2/14/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate