অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

আইএনডিজি পণ্য ও পরিষেবা

আইএনডিজি পণ্য ও পরিষেবা

ই-ব্যাপার: একটি বহুভাষিক ক্রেতা-বিক্রেতার মঞ্চ

ই-ব্যাপার একটি বহুভাষিক ক্রেতা-বিক্রেতা তথ্য আদান-প্রদানের প্লাটফর্ম। বৃহত্তর সম্প্রদায়ের জন্য এটি কার্যত বাজার হিসাবে কাজ করে। ক্রেতারা/বিক্রেতারা চাহিদামতো পণ্য অনলাইনে বৃহত্তর সমাজের কাছে ক্রয়/বিক্রয় করতে পারেন।

ই-ব্যাপার-এর বৈশিষ্ট্য

  • ওয়েব নির্ভর অ্যাপ্লিকেশন
  • স্থানীয় ভাষার সুবিধা
  • একাধিক স্টেকহোল্ডারের স্বতন্ত্র অধিকার
  • উন্নত অনুসন্ধান বিকল্প (বিভাগ ভিত্তিক, নির্দিষ্ট অঞ্চলভিত্তিক, পণ্যের ধরনভিত্তিক, ভাষা ভিত্তিক)
  • বিক্রয়ের পদ্ধতি সংক্রান্ত সহায়তা, নিউজ রুমের বৈশিষ্ট্য সহ

ই-ব্যাপার সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যের জন্য http://services.indg.in/vyapar/ ক্লিক করুন।

আস্ক এন এক্সপার্ট (বিশেষজ্ঞকে জিজ্ঞাসা করুন)

‘আস্ক এন এক্সপার্ট’ বা বিশেষজ্ঞকে জিজ্ঞাসা করুন একটা মঞ্চ যেখানে বিশেষজ্ঞরা বিভিন্ন বিষয়ে সমাধান দিয়ে থাকেন। বাছাই করা ডোমেনে কোনও বিষয়ের উপর প্রশ্ন থাকলে ভারতীয় ভাষায় তা আপনি বিশেষজ্ঞকে জিজ্ঞাসা করতে পারেন ‘বিশেজ্ঞকে জিজ্ঞাসা করুন’ প্লাটফর্মের মাধ্যমে। সেই মঞ্চেই উত্তর দেবেন বিশেষজ্ঞরা। ‘আস্ক এন এক্সপার্ট’ তৈরি করেছে হায়দরাবাদের সেন্টার ফর ডেভলপমেন্ট অফ অ্যাডভান্স কমপিউটিং তথা সি-ড্যাক। এই প্লাটফর্ম ব্যবহারকারীদের কাছে জ্ঞান আদানপ্রদানের অনন্য মাধ্যম হিসাবে কাজ করে।

‘আস্ক এন এক্সপার্ট’-এর বৈশিষ্ট্য

  • ওয়েবভিত্তিক
  • ছ’টি ভারতীয় ভাষা পাওয়া যায়
  • মাঝারি মাপের প্রশ্ন এবং উত্তর
  • স্থানীয় ভাষায় টাইপ করার জন্য কিবোর্ডের সহায়তা
  • বিশেষজ্ঞদের তালিকাভুক্তি এবং অনুমোদনের সহজ পদ্ধতি

বিস্তারিত জানতে ক্লিক করুন : http://indg.in/ask-an-expert/ask-an-expert-1

ই-লার্নিং কোর্স

এই বহুভাষিক ই-লার্নিং প্ল্যাটফর্মে একাধিক কোর্স অনলাইনে করার সুবিধা রয়েছে। সমাজের দরিদ্র শ্রেণির পরিষেবা-বঞ্চিত গোষ্ঠীর ছাত্রদের জন্য ‘ই-শিক্ষক’ নামে এই প্ল্যাটফর্মটি তৈরি করেছে সি-ড্যাক, হায়দারবাদ।

ই-লার্নি কোর্সের বৈশিষ্ট্য:

  • দশটি ভারতীয় ভাষায় কোর্স করার সুবিধা রয়েছে
  • কোর্সের বিষয়বস্তু তৈরি করেছে জাতীয় স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলি
  • শহর, গ্রাম এবং আদিবাসী এলাকার স্বল্প শিক্ষিতদের জন্য টেলি সেন্টারের (সিএসসি, ভিকেএস, ভিআরসি, ই-লাইব্রেরি এবং বেসরকারি ইন্টারনেট ব্যবহারের কেন্দ্রগুলি) মাধ্যমে এই কোর্স পরিচালনা করা হয়।

বিস্তারিত তথ্যের জন্য http://indg.in/ask-an-expert/ask-an-expert-1 ক্লিক করুন

অনুস্মারক (রিকলার)

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (সিটিসি) সহায়তায় ব্যক্তিবিশেষের বিভিন্ন অর্থনৈতিক কাজকর্ম সঠিক ভাবে পরিচালনা করার ব্যাপারে সাহায্য করতে অনুস্মারক (রিকলার) তৈরি করা হয়েছে। এটি একটি ওয়েবভিত্তিক পরিষেবা। অনুসম্পর্ক নথিভুক্ত ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কাজকর্ম ই-মেলের মাধ্যমে মনে করিয়ে দেয়। এটি বিভিন্ন গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কাজকর্ম সুদক্ষতার সঙ্গে পরিচলনা করতে সাহায্য করে।

রিকলারের সুবিধা

ওয়েবভিত্তিক পরিষেবা থেকে নিম্নলিখিত সুবিধাগুলি পাওয়া যায়

  • গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কাজকর্ম আগেভাগে মনে করিয়ে দেয়। ফলে তা যথা সময়ে যথাযথ ভাবে সম্পন্ন করা যায়।
  • ব্যবহারকারী সহজেই অর্থনৈতিক রিমাইন্ডারকে যোগ, সম্পাদনা, মুছে ফেলা, সক্রিয় বা নিস্ক্রিয় করে রাখতে পারেন।
  • পিডিএফ করে ব্যবহারকারী তাঁর নিজের অর্থনৈতিক কাজকর্মের স্ন্যাপসট তৈরি করতে পারেন এবং নিজের আর্থিক ক্ষমতা বিশ্লেষণ করতে পারেন।
  • অর্থনৈতিক কাজকর্ম মনে করানোর সূচিটি ব্যবহারকারী নিজের প্রয়োজনমতো নির্দিষ্ট করতে পারেন --- কাজের দিনের এক দিন, এক সপ্তাহ বা চার সপ্তাহ আগে রিমাইন্ডার দিয়ে রাখতে পারেন।
  • এই পরিষেবাটি সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়।

বিস্তারিত তথ্যের জন্য ক্লিক করুন : http://services.indg.in/recaller/main.php

মাল্টিমিডিয়া সিডি এবং মাল্টিমিডিয়া প্রোডাক্ট

বিভিন্ন প্রতিষ্ঠান এবং স্টেকহোল্ডারদের সহযোগিতায় বিকাশপিডিয়ার অংশ হিসাবে বেশ কিছু অফলাইন প্রোডাক্ট তৈরি করা হয়েছে। যেমন, পুষ্টি ও স্বাস্থ্য, বাণিজ্যিক ভাবে ওষধি, সুগন্ধী এবং রঞ্জক ফলস উৎপাদন, ধান চাষে ঝুঁকি কমানোর নির্দেশিকা এবং স্বপ্রতিপালক কৃষির উপর মাল্টিমিডিয়া সিডি তৈরি করা হয়েছে।

পুষ্টি এবং স্বাস্থ্য

পুষ্টির উপর সহজবোধ্য বহুভাষিক সিডি তৈরি করেছে ন্যাশনাল ইন্সটিটিউট অফ নিউট্রিশন, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের অধীনে দেশের অন্যতম প্রধান পুষ্টি গবেষণা সংস্থা। এই সিডির বিষয়বস্তু চারটি ভাগে বিভক্ত— আপনার খাদ্য জানুন, পুষ্টির প্রয়োজনীয়তা এবং তার উৎস, খাদ্য এবং অসুখ ও খাদ্য নিরাপত্তা। এই সিডি প্যারা মেডিক্যাল কর্মী, কমিউনিটি স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, ছাত্র, গৃহবধূ এবং আমরা যে খাবার রোজ খাচ্ছি তার গুণাগুণ এবং সুস্থ জীবনশৈলী অনুসরণে এর ভূমিকা সম্পর্কে যাঁরা জানতে আগ্রহী তাঁদের সাহায্য করবে।

যে ভাষায় এই সিডি পাওয়া যায়

  • ১. ইংরাজি-হিন্দি
  • ২. ইংরাজি-তেলেগু
  • ৩. ইংরাজি-তামিল
  • ৪. ইংরাজি-মারাঠি
  • ৫. ইংরাজি-বাংলা
  • ৬. ইংরাজি-অসমীয়া

বাণিজ্যিক ভাবে ওষধি, সুগন্ধী এবং রঞ্জক ফলস উৎপাদন

জাতীয় ওষধি গাছচাষ বোর্ড নির্দেশিত ৫৪টি বাণিজ্যিক ওষধি, সুগন্ধী এবং রঞ্জক ফসল গাছপালা চাষের তথ্য দিচ্ছে এই সিডি। স্থানীয় ভাষায় সহজবোধ্য ভাবে এই সিডি উৎপাদন, উৎপাদিত পণ্যের বাজারিকরণ সংক্রান্ত তথ্য দেয়।

ধান চাষে ঝুঁকি কমানোর নির্দেশিকা

তামিলনাড়ুর মাদুরাইয়ের দ্য কভেন্যান্ট সেন্টার অফ ডেভেলপমেন্টের (সিসিডি) সহযোগিতায় এই মাল্টিমিডিয়া সিডিটি তৈরি করা হয়েছে। দুর্যোগের ফলে ক্ষতি এড়ানোর জন্য এটি চার ধরনের কৌশল সম্পর্কে ধারণা দেয়। সুনামির পর তালিনাড়ুর কাবেরী ব-দ্বীপ অঞ্চলে কৃষকদের সঙ্গে চার বছর ধরে পরীক্ষা চালিয়ে, সেই অভিজ্ঞতার উপর ভিত্তি করে এই সিডি তৈরি করা হয়েছে। ওই চার কৌশল বাস্তবায়িত করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তার সংক্ষিপ্ত পরিচয়ও রয়েছে এই সিডিতে। মাল্টিমিডিয়া সিডিটি শেখার স্বয়ংসম্পূর্ণ হাতিয়ার হিসাবে কাজ করে। তা ছাড়া এলাকাভিত্তিক উন্নয়ন কর্মী, গবেষক এবং এক্সটেনশন আধিকারিকদের ক্ষেত্রে প্রশিক্ষণ মডিউল হিসাবে সহায়তা করে এই সিডি।

নিম্নলিখিত ভাষায় সিডিটি পাওয়া যায় :

  • ইংরাজি-তামিল

সুস্তির ব্যবসায়ম (স্বপ্রতিপালক কৃষি)

এই সিডিতে স্বপ্রতিপালক ফসল উৎপাদনের প্রচুর ছবি এবং চাষভিত্তিক ভিডিও থাকে। এটি কৃষক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের জন্য দরকারি উপাদান। এর বিষয়বস্ত তৈরি করেছে সেন্টার ফর সাসটেনেবেল ডেভলপমেন্ট এবং এসইআরপি, হায়দারবাদ।

নিম্নলিখিত ভাষায় পাওয়া যাচ্ছে :

  • তেলুগু

বিস্তারিত জানতে ক্লিক করুন : http://services.indg.in/

সর্বশেষ সংশোধন করা : 2/14/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate