অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

কান ঘেঁষে উড়ে যাবে গ্রহাণু 2004 BL 86, পৃথিবী কি নিরাপদ ?

কান ঘেঁষে উড়ে যাবে গ্রহাণু 2004 BL 86, পৃথিবী কি নিরাপদ ?

 

ঘেঁষে উড়ে যাবে গ্রহাণু | আগামী ২৬ জানুয়ারি পৃথিবীর সবথেকে কাছে থাকবে সে | গ্রহাণুর নাম 2004 BL 86 | তবে এই গ্রহাণুর আগমনে পৃথিবীর কোনও বিপদের আশঙ্কা নেই বলে মহাকাশবিজ্ঞানীদের আশ্বাস |

দশ বছর আগে 2004 BL 86-এর অস্তিত্ব ধরা পড়ে মেক্সিকোর বিজ্ঞানীদের কাছে | মহাকাশে ঘুরতে ঘুরতে সে চলে এসেছে পৃথিবীর কাছাকাছি | ২৬ জানুয়ারি পৃথিবী থেকে ১.২ মিলিয়ন কিলোমিটার দূরে থাকবে সে | এরপরআগামী ২০০ বছরে পৃথিবীর এত কাছাকাছি অবস্থানে কোনও গ্রহাণুর আসার সম্ভাবনা নেই |

গ্রহাণু 2004 BL 86 নিয়ে বিশেষ একটা জানেন না বিজ্ঞানীরা | তবে মনে করা হচ্ছেএর দৈর্ঘ্য ০.৫ কিলোমিটার | কোনও বিপদের আশঙ্কা না থাকায় মহাকাশবিজ্ঞীরা একে ভালভাবে পর্যবেক্ষণ করতে পারবেন | জানা যাবে নতুন তথ্য |

কিন্তু কী হত যদি এই গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসত ? বিজ্ঞানীরা মনে করছেনপৃথিবীর সঙ্গে এর সঙ্ঘর্ষে ধ্বংস হয়ে যেতে পারে আস্ত ইউরোপটাই | কিংবা এমন সুনামি হতে পারেযাতে ডুবে যেতে পারে পৃথিবীর সম্পূর্ণ উপকূলরেখা |

কিন্তু এতসব আশঙ্কার কোনও জায়গা নেই | আপাতত গ্রহাণু 2004 BL 86-এর কাছ থেকে নিরাপদ আমাদের গ্রহ

সুত্রঃ banglalive.com

সর্বশেষ সংশোধন করা : 2/14/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate