অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

ঘন জঙ্গলে অপেক্ষা করে আছে সুপ্রাচীন অপার রহস্য

ঘন জঙ্গলে অপেক্ষা করে আছে সুপ্রাচীন অপার রহস্য

দক্ষিণ পূর্ব মেক্সিকোর দুর্ভেদ্য অরণ্য | কিন্তু অর মধ্যেই আছে ইতিহাসের আকর | নিশ্চিত ছিলেন ইভান স্প্রাক | উপগ্রহের ছবি আরও জোরদার করে স্লোভেনিয়ার এই অধ্যাপকের ধারণা | তাঁর নেতৃত্বে চলে অনুসন্ধান পর্ব |

এবং ফল মিলল | ঘন জঙ্গলের মধ্যে আবিষ্কৃত হল বড় কেল্লা, আকাশছোঁয়া পিরামিড এবং বাজারের ধ্বংসাবশেষ | ঐতিহাসিকদের মতে, এই ভগ্নাবশেষ আসলে মায়া সভ্যতার চিহ্ন | এই দুই শহর হল ইউকাটান উপসাগরীয় অঞ্চলে লাগুনিতা এবং তামচেন | খ্রিস্টিয় ৬০০ থেকে ১০০০ শতকে উৎকর্ষের শীর্ষে উঠেছিল যারা |

আবিষ্কৃত পিরামিডের মধ্যে কোনও কোনওটা প্রায় ৬৫ ফিট উঁচু | এমনকী, ঘন সবুজ বৃষ্টি অরণ্যের মধ্যে পর পর দাঁড়িয়ে আছে একাধিক পিরামিড | এছাড়াও দেখা গেছে এক বিশাল দরজা | যার গায়ে খোদাই করা আছে ভীষণ দর্শন একটি মুখ | গবেষকরা মনে করছেন এটি আসলে নগরীর প্রধান প্রবেশদ্বার |ওই দৈত্যের মুখ হতে পারে নরকের প্রতীক |

এই জঙ্গলে এখনও খননকার্য হয়নি | তবে গবেষকরা মনে করছেন এরকম আরই কয়েক ডজন নগরীর ভগ্নাবশেষ ছড়িয়ে ছিটিয়ে আছে গাছপালার আড়ালে |

রহস্যে ঢাকা মায়ান বা মেজোআমেরিকান সভ্যতা গড়ে উঠেছিল খ্রিস্টের জন্মের ২০০০ বছর আগে | শিক্ষা, শিল্প, সংস্কৃতি, স্থাপত্য এবং কৃষির উৎকর্ষে ওঠা মায়া সভ্যতার ধ্বংসের কারণ নিয়ে ওইতিহাসিকরা একমত নন | তবে স্পেনীয় ঔপনেবেশিকদের আক্রমণে মায়া সভ্যতার কফিনে শেষ পেরেক পোঁতা হয় |

প্রাচীন যুগের সেই স্মৃতি নিয়ে আজও দক্ষিণ আমেরিকার অরণ্যে লুকিয়ে আছে এই সভ্যতার নিদর্শন | নতুন করে নতুন প্রজন্মের সামনে আসার অপেক্ষায় |

সুত্রঃ banglalive.com

সর্বশেষ সংশোধন করা : 2/16/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate