অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

২০০ বছর ধরে পাহাড়ি গুহায় 'গভীরভাবে ধ্যানস্থ' এই বৌদ্ধ সন্ন্যাসী ?

২০০ বছর ধরে পাহাড়ি গুহায় 'গভীরভাবে ধ্যানস্থ' এই বৌদ্ধ সন্ন্যাসী ?

মঙ্গোলিয়ার সঙ্গিনো খাইরখান প্রদেশ | পাহাড়ি গুহায় ঢুকতে হয়েছিল এক ব্যক্তিকে | সেখানেই মিলল এক অমূল্য রতন | ২০০ বছরের পুরনো মমি | এক বৌদ্ধ সন্ন্যাসীর | পরনে পশুচর্ম | দুটি চোখ মুদ্রিত | পদ্মাসনে বসে আছেন তিনি | দু' হাত ধ্যানমুদ্রায় রাখা আছে কোলের উপর |

অভিযোগ‚ মমি হস্তগত করে পালায় ওই ব্যক্তি | মঙ্গোলিয়ার রাজধানী উলান বাটোরে নিজের বাড়িতে লুকিয়ে রাখেন | পরে চোরাবাজারে বিক্রি করতে যাওয়ার সময় ধরা পড়ে যায় পুলিশের হাতে |

তবে আসল গল্প লুকিয়ে আছে অন্য জায়গায় | বুদ্ধধর্ম মতে‚ ওই সন্ন্যাসী মৃত নন | তিনি গভীর ভাবে ধ্যানস্থ | সাইবেরিয়ান টাইমস সংবাদপত্রে এই প্রতিবেদনে রয়েছে ডক্টর ব্যারি কারজিনের বক্তব্য | তিনি নিজে একজন প্রখ্যাত বৌদ্ধ সন্ন্যাসী এবং দলাই লামার চিকিৎসক | তিনি বলছেন‚ ওই মমির সন্ন্যাসী তুকদাম অবস্থায় রয়েছেন |

ব্যারি জানিয়েছেন‚ তিনি তুকদাম অবস্থায় থাকা অনেক সাধকের দেখভাল করেছেন | তাঁর কথায়‚ এই অবস্থা হল বুদ্ধত্ব প্রাপ্তির খুব কাছের অবস্থা | এইভাবে তিন সপ্তাহের বেশি থাকলে ত্বক কুঞ্চিত হতে শুরু করে | কিন্তু প্রায় অবিকৃত থাকে চুল এবং নখ |

মঙ্গোলিয়ার গুহা থেকে উদ্ধার হওয়া এই মমিও গভীর ধ্যানস্থ অবস্থায় আছেন বলে মনে করা হচ্ছে | গবেষকদের মতে‚ এই মমি হল লামা দাশি দোরজো ইটিগিলোরের | যিনি নাকি ২০০ বছর ধরে গভীর ধ্যানে মগ্ন আছেন মঙ্গোলিয়ার গুহায় |

সুত্রঃ banglalive.com

সর্বশেষ সংশোধন করা : 7/10/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate