অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

বিদেশে পড়াশোনা করার জন্য বৃত্তি

বিদেশে পড়াশোনা করার জন্য বৃত্তি

  • ১. গুরুপ্রসন্ন ঘোষ স্কলারশিপ (একটি প্রযুক্তি/কৃষি, একটি ললিতকলা বা ফলিত ললিত কলায়)
  • ২. রাধিকামোহন এডুকেশনাল স্কলারশিপ (প্রযুক্তি)
  • ৩. সিবলে স্কলারশিপ (প্রযুক্তি)
  • ৪. বঙ্গবালা মুখার্জি ওভারসিজ ট্রেনিং স্কলারশিপ (নার্সিং)
  • ৫. লালচাঁদ মুখার্জি ফরেন স্কলারশিপ (তথ্যপ্রযুক্তি ভিত্তিক বিষয়ে, সমাজবিজ্ঞান, বিজ্ঞান (পিওর সায়েন্স), আই ও সাহিত্যে একটি করে)
  • ৬. আবদুল হালিম ট্রাভেলিং ফেলোশিপ (পার্সিয়ান)
  • ৭. লে. কর্নেল এ.এন বোস স্কলারশিপ ( সমুদ্র বিজ্ঞান, জৈব প্রযুক্তি, মাইক্রোবায়োলজি/মলিকিউলার বায়োলজি, জীববিজ্ঞানের বিষয়গুলিতে একটি করে)
  • ৮. রামগোপাল ঘোষ স্কলারশিপ (প্রযুক্তি)
  • ৯. শ্রীমতি প্রসন্নময়ী মুখার্জি ফরেন স্কলারশিপ (কমার্স ও বিজনেস ম্যানেজমেন্ট)
  • ১০. রায় বাহাদুর যোগেন্দ্রনাথ ঘোষ ওভারসিজ স্কলারশিপ (প্রযুক্তি ক্ষেত্রে দু’টি, বিজ্ঞান (পিওর সায়েন্স), ও সমাজ বিজ্ঞানে একটি করে)
  • ১১. মা কালী সহায় ওভারসিজ ট্রাভেলিং ফেলোশিপ (প্রযুক্তি/চিকিৎসা বিজ্ঞান)

সর্বশেষ সংশোধন করা : 7/2/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate