অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

ইস্কুলের ঘরদোর

ইস্কুলের ঘরদোর

  • অন্তত এক জন মহিলা শিক্ষক
  • বিদ্যালয়ে আসা শিশুগুলি স্বাভাবিক ভাবে মাতৃসুলভ কাউকে বিদ্যালয়ে দেখতে চায়।

  • ছোট পদক্ষেপ, বড় পাওয়া
  • ছোট ছোট কিছু কিছু পদক্ষেপ বিদ্যালয়ের সমস্ত পরিবেশটিকে পাল্টে দিতে পারে।

  • জল আছে, খাওয়া যায় কি
  • অনেক শিক্ষক বলেছেন যে তাঁদের বিদ্যালয়ে পানীয় জলের সরবরাহ রয়েছে। তবে তাদের মধ্যেই বেশ কিছু শিক্ষক এ কথাও বলেছেন সেই জল অনেকাংশে গ্রহণযোগ্য নয়।

  • নেই বেঞ্চ, নেই ডেস্ক
  • অধিকাংশ ক্ষেত্রেই শিক্ষকদের মাটিতে শিশুগুলিকে বসিয়ে শিক্ষাদান করতে হয়।

  • বিদ্যালয় গৃহের করুণ অবস্থা
  • শিক্ষকেরা যাঁরা বিদ্যালয় গৃহ নিয়ে আলোচনা করেছেন, তাঁদের মধ্যে প্রায় ৫৫ শতাংশ স্বীকার করেছেন যে বিদ্যালয় গৃহগুলির অবস্থা করুণ।

  • বিদ্যালয়ে শৌচালয়
  • কিছু বিদ্যালয় এমনও রয়েছে যেখানে কোনও প্রকার শৌচালয়ই নেই।

  • বিদ্যুতের খরচ কে দেবে?
  • গ্রীষ্মের প্রখর দুপুরে যখন শিক্ষকেরাই আর পেরে ওঠেন না তখন এই শিশুগুলির অবস্থা আরও করুণ হয়।

  • শিক্ষক অপ্রতুলতা
  • বর্তমানে শিক্ষক অপ্রতুলতা একটি ঘোরতর সমস্যা।

  • সমস্যার সঙ্গে যুদ্ধ
  • রোজকার সমস্যাগুলির সাথে যুদ্ধ করতে করতে বহু শিক্ষক সমস্যাগুলি সমাধানের রাস্তায় নিয়ে এসেছেন।

    © C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
    English to Hindi Transliterate