অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

জাতীয় অঙ্ক অলিম্পিয়াড

জাতীয় অঙ্ক অলিম্পিয়াড

জাতীয় স্তরে অঙ্ক অলিম্পিয়াডের আয়োজন, ন্যাশনাল বোর্ড ফর হায়ার ম্যাথেমেটিকসের (এনবিএইচএম) একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এটি ১৯৮৬ থেকে হচ্ছে। মাধ্যমিক স্কুলগুলির পড়ুয়াদের মধ্য থেকে অঙ্কের প্রতিভা খুঁজে আনাই এই প্রতিযোগিতার অন্যতম উদ্দেশ্য। বার্ষিক আন্তর্জাতিক অলিম্পিয়াডের জন্য ভারতীয় দল বাছাই ও প্রশিক্ষণের দায়িত্বও এনবিএইচএম নিয়ে থাকে।

অলিম্পিয়াডের আয়োজনের জন্য গোটা দেশকে ১৬টি অঞ্চলে ভাগ করে নেওয়া হয়। এই অলিম্পিয়াড থেকেই আন্তর্জাতিক অলিম্পিয়াডের জন্য ভারতীয় দল বাছাই করা হয়। অলিম্পিয়াডের স্তরগুলি এ রকম ---

  • প্রথম স্তর -- আঞ্চলিক অঙ্ক অলিম্পিয়াড (আরএমও) : সাধারণত প্রতি বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের প্রথম রবিবারের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে আরএমও অনুষ্ঠিত হয়। সব স্কুলের একাদশ শ্রেণির পড়ুয়ারা আরএমও তে অংশ নিতে পারে। আরএমও হল একটি ৩ ঘণ্টার লিখিত পরীক্ষা, এতে ৬-৭টি অঙ্ক থাকে।
  • দ্বিতীয় স্তর -- ভারতের জাতীয় অঙ্ক অলিম্পিয়াড (আইএনএমও): প্রতি বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম রবিবার দেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন কেন্দ্রে আইএনএমও আয়োজিত হয়। আরএমও থেকে নির্বাচিত পড়ুয়ারাই আইএনএমও-তে অংশ নিতে পারে। আইএনএমও একটি চার ঘণ্টার লিখিত পরীক্ষা, প্রশ্নপত্র কেন্দ্রীয় ভাবে তৈরি করা হয় এবং গোটা দেশে একই প্রশ্নপত্রে পরীক্ষা হয়। পরীক্ষায় প্রথম ৩০-৩৫ স্থানাধিকারী একটি মেধার শংসাপত্র পায়।
  • তৃতীয় স্তর -- আন্তর্জাতিক অঙ্ক অলিম্পিয়াড প্রশিক্ষণ শিবির (আইএমওটিসি): আইএনএমও শংসাপত্র প্রাপ্তদের প্রতি বছরের মে/জুন মাসে একমাসব্যাপী প্রশিক্ষণ শিবিরে অংশ নিতে আহ্বান জানানো হয়। আগের বছরের যে সব শংসাপত্রধারীসারা বছর দূরশিক্ষার মাধ্যমে সফল ভাবে অঙ্কচর্চা সম্পন্ন করে, তাদেরও ডাকা হয়, দ্বিতীয় স্তরের প্রশিক্ষণের জন্য। প্রশিক্ষণ শিবিরে জুনিয়র ও সিনিয়র বিভাগের পড়ুয়াদের বেশ কয়েকটি পরীক্ষা নেওয়া হয়। সেই পরীক্ষার মাধ্যমে ৬ জনকে বাছাই করে আন্তর্জাতিক অঙ্ক অলিম্পিয়াডের জন্য দল তৈরি হয়।
  • চতুর্থ স্তর- আন্তর্জাতিক অঙ্ক অলিম্পিয়াড (আইএমও) : প্রশিক্ষণ শিবিরের শেষে নির্বাচিত ৬ জনের দল এক জন নেতা ও এক জন উপনেতা-সহ জুলাই মাসে অঙ্ক অলিম্পিয়াডে অংশ নেয়। এই প্রতিযোগিতা বিভিন্ন দেশে আয়োজিত হয়ে থাকে। আইএমও-তে ২টি সাড়ে চার ঘণ্টার লিখিত পরীক্ষা হয়। পরীক্ষা দু’টি অন্তত এক দিনের তফাতে অনুষ্ঠিত হয়। আইএমও-তে যেতে ও আসতে ২ সপ্তাহ সময় লাগে। যে সব ভারতীয় দল আইএমও তে সোনা, রুপো কিংবা ব্রোঞ্জ পদক পায়, তাদের এনবিএইচএম যথাক্রমে পাঁচ হাজার, চার হাজর ও তিন হাজার টাকা পুরস্কার দেয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরবর্তী বছরের প্রশিক্ষণ শিবিরের শেষে অনুষ্ঠিত হয়। অলিম্পিকে অংশগ্রহণ করতে যাওয়া-আসার খরচ মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক বহন করে। অন্য দিকে দেশের মধ্যে অলিম্পিকের যাবতীয় খরচ এবং আন্তর্জাতিক অলিম্পিকের সঙ্গে যুক্ত অন্যান্য খরচ এনবিএইচএম(ডিএই) বহন করে।

অঙ্ক অলিম্পিয়াডের পাঠক্রম

অঙ্ক অলিম্পিয়াডের পাঠক্রম হল (আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক) ডিগ্রি-পূর্ববর্তী কলেজ স্তরের অঙ্ক। আঞ্চলিক থেকে আন্তর্জাতিক স্তরে পরীক্ষার প্রশ্ন ধাপে ধাপে কঠিন হয়।

অঙ্ক অলিম্পিয়াডের জন্য এই দুটি বই থেকে অনুশীলন করতে হয়-

  • Mathematics Olympiad Primer, by V Krishnamurthy, C R Pranesachar, K N Ranganathan and B J Venkatachala (Interline Publishing Pvt. Ltd., Bangalore).
  • Challenge and Thrill of Pre-College Mathematics, by V Krishnamurthy, C R Pranesachar, K N Ranganathan and B J Venkatachala (New Age International Publishers, New Delhi)

পূর্ণাঙ্গ তথ্যের জন্য দেখুন- http://math.iisc.ernet.in/matholym-nat.htm

সর্বশেষ সংশোধন করা : 6/21/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate