অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ দিবসের ইতিহাস

আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ দিবসের ইতিহাস

  • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
  • বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে জন্ম যে ভাষা দিবসের সেই দিনটি কী ভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রূপান্তরিত হল তারই ইতিহাস এখানে।

  • বিশ্ব কিডনি দিবস
  • কিডনি রোগ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করাই এই দিবসটি পালনের মূল লক্ষ্য।

  • বিশ্ব ক্যানসার দিবস
  • বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী সাধারণ মানুষকে সচেতন করার জন্য ২০০৬ সাল থেকে প্রতি বছর এই দিনটি পালন করা হয়।

  • বিশ্ব জল দিবস ২০২২, বিশ্বব্যাপী ২.১ কোটি মানুষ বিশুদ্ধ জল পায়না
  • বিশ্ব জল দিবস এবং ভারত সরকারের জল দিবস উপলক্ষে বিভিন্ন উদ্যোগ নিয়ে তথ্য রয়েছে এখানে

  • বিশ্ব হিন্দি দিবস
  • এই পরিসংখানটি বিশ্ব হিন্দি দিবস সম্পর্কে তথ্য প্রদান করে।

  • ১ অক্টোবর - আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • রাষ্ট্রসংঘ বার্ধক্য সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৯১ সাল থেকে প্রতি বছর ১ অক্টোবর বিশ্বব্যাপী আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করে আসছে।

  • ১ ডিসেম্বর - বিশ্ব এইডস দিবস
  • বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৮৮ সালে প্রতি বছর ১ ডিসেম্বরকে বিশ্ব এইডস দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয়।

  • ১ মে – আন্তর্জাতিক শ্রমিক দিবস
  • ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের গণহত্যার শহিদদের আত্মত্যাগকে স্মরণ করে শ্রমিক দিবস পালিত হয়।

  • ১০ ডিসেম্বর - মানবাধিকার দিবস
  • মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রের ৩০টি অনুচ্ছেদে মানুষের প্রতি মানুষের সহমর্মিতা, মানুষের মর্যাদা ও অধিকার রক্ষার ঘোষণা রয়েছে।

  • ১১ জুলাই - বিশ্ব জনসংখ্যা দিবস
  •  জনসংখ্যাকে সম্পদ বলা হলেও অতিরিক্ত জনসংখ্যা সম্পদ নয়, বরং বোঝা।

  • ১২ অক্টোবর - বিশ্ব দৃষ্টি দিবস
  • বর্তমানে বিশ্বের প্রায় ৩২ কোটি মানুষ চোখের রোগে ভুগছে।

  • ১৩ ফেব্রুয়ারি - বিশ্ব বেতার দিবস
  • এখানে ‘‌বিশ্ব রেডিও দিবস’‌ পালনের ইতিহাস সম্পর্কিত তথ্য রয়েছে

  • ১৪ নভেম্বর - বিশ্ব ডায়াবেটিস দিবস
  • বিশ্ব ডায়াবেটিস দিবস হল বিশ্ব জুড়ে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি অভিযান।

  • ১৫ মে - বিশ্ব পরিবার দিবস
  • ১৯৯৩ সালের ২০ সেপ্টেম্বর রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের এক সিদ্ধান্ত অনুযায়ী ১৫ মে আন্তর্জাতিক পরিবার দিবস হিসেবে ঘোষিত হয়।

  • ১৬ অক্টোবর - বিশ্ব খাদ্য দিবস
  • গ্লোবাল ওয়ার্মিং এবং আরও কয়েকটি বিষয়ের পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এখন সব চাইতে গুরুত্বপূর্ণ লক্ষ্যের মধ্যে একটি।

  • ১৯ আগস্ট- বিশ্ব ফটোগ্রাফি দিবস
  • এখানে বিশ্ব ফটোগ্রাফি দিবস এবং ফটোগ্রাফির ইতিহাস নিয়ে কিছু তথ্য করা রয়েছে।

  • ২ মে - আন্তর্জাতিক মা দিবস
  • প্রতি বছর এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় মায়ের মর্যাদার কথা।

  • ২ সেপ্টেম্বর - ওয়ার্ল্ড কোকোনাট ডে
  • প্রতিবছর ২রা সেপ্টেম্বর বিশ্বজুড়ে 'ওয়ার্ল্ড কোকোনাট ডে' বা ‘বিশ্ব নারকেল দিবস’ পালন করা হয়।

  • ২০ আগস্ট - বিশ্ব মশা দিবস
  • বিশ্ব মশা দিবস এর উৎপত্তি, মশাবাহিত রোগ এবং তার থেকে বাঁচার ঘরোয়া উপায় নিয়ে আলোচনা করা হয়েছে এখানে।

  • ২০ জুন (জুনের তৃতীয় রবিবার) --পিতৃ দিবস
  • পিতৃ দিবস প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার বিশ্বের বিভিন্নদেশে পালিত হয়।

  • ২১ মার্চ - বিশ্ব অরণ্য দিবস
  • পৃথিবীতে প্রতি বছর ১.৭ থেকে দু’ কোটি হেক্টর অরণ্য অদৃশ্য হচ্ছে।

  • ২২ মার্চ - বিশ্ব জল দিবস
  • ১৯৯২ সালে রিও ডি জেনিরোতে রাষ্ট্রসংঘ পরিবেশ ও উন্নয়ন সম্মেলনের আলোচ্যসূচি অনুযায়ী প্রথম বিশ্ব জল দিবস পালনের আনুষ্ঠানিক প্রস্তাবটি উত্থাপিত হয়।

  • ২৩ এপ্রিল - বিশ্ব গ্রন্থ ও মেধাস্বত্ব দিবস
  • এই দিনটি বিশ্বের লেখক, পাঠক, প্রকাশক, পুস্তকবিক্রেতা ও গ্রন্থ সংশ্লিষ্ট সকলের জন্য সবচেয়ে বড় উৎসবের দিন।

  • ২৩ মার্চ - বিশ্ব আবহাওয়া দিবস
  • এখানে বিশ্ব আবহাওয়া দিবস সম্পর্কিত তথ্য রয়েছে।

  • ২৪ মার্চ - বিশ্ব যক্ষ্মা দিবস
  • বিশ্বব্যাপী যক্ষ্মার প্রকোপ দূর করতে যক্ষ্মা দিবস  সচেতনতা সৃষ্টির সুযোগ আনে।

  • ২৭ সেপ্টেম্বর- বিশ্ব পর্যটন দিবস
  • দিবসটির প্রধান উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় ও পর্যটনকেন্দ্রের সঙ্গে সেতুবন্ধন গড়ে তোলা।

  • ৩ মার্চ - ডাউন সিনড্রোম দিবস
  • এই প্রতিবেদনে ডাউন সিনড্রোম দিবস সম্পর্কিত তথ্য রয়েছে ।

  • ৩ মে - বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস
  • এই দিনটিতে স্মরণ করা হয় খবর সংগ্রহে মৃত্যুবরণকারী কিংবা কারাবরণকারী সাংবাদিকদের।

  • ৩০ জানুয়ারি - বিশ্ব কুষ্ঠ দিবস
  • কুষ্ঠ সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য সারা বিশ্বে ৩০ জানুয়ারি কুষ্ঠ দিবস পালিত হয়ে থাকে।

  • ৫ জুন - বিশ্ব পরিবেশ দিবস
  • দিবসটি প্রথম পালিত হয় ১৯৭৩ খ্রিস্টাব্দে।

    © C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
    English to Hindi Transliterate