অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

ঝাড়খণ্ডে বেড়ানোর জায়গা

ঝাড়খণ্ডে বেড়ানোর জায়গা

  • কিরিবুরু
  • এ বার যাওয়া যাক সারান্ডায়। সাতশো পাহাড়ের দেশ থেকেই সারান্ডা শব্দের উৎপত্তি।

  • গালুডি
  • ঘাটশিলা থেকে ৮ কিমি দূরে পূর্ব সিংভূম জেলার গালুডিও আর একটি স্বাস্থ্যকর স্থান।

  • গিরিডি
  • মেন লাইনে গিরিডির রেল সংযোগকারী স্টেশন ৩৭ কিমি দূরের মধুপুর। সারা পশ্চিমের মতো গিরিডিতেও চেঞ্জারবাবুদের আনন্দ নিকেতন গড়ে উঠেছিল রেল স্টেশন থেকে ২ কিমি দূরের বারগান্ডায়।

  • ঘাটশিলা
  • আজও নাকি সোনা মেলে বালুতটে, দেখতেও মেলে নদীচরে সকাল সাঁঝে। তাই নদীর নাম সুবর্ণরেখা।

  • চাইবাসা
  • অরণ্যময় পাহাড়ভূমির আর এক আকর্ষণ আদিবাসীদের দেশ চাইবাসা।

  • জসিডি
  • শিমুলতলা থেকে কলকাতামুখী ২৫ কিমি গিয়ে জসিডি।

  • জামসেদপুর/টাটানগর
  • আদিবাসী অধ্যুষিত এক অখ্যাত গ্রাম, নাম তার সাকোহি। ১৯০৮ সালে ভারতের প্রথম ইস্পাত কারখানা টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি প্রতিষ্ঠিত হয় এই সাকোহিতে।

  • তোপচাঁচি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি
  • ধানবাদ থেকে দূরত্ব ৩৭ কিমি, মাইথন ৫৮, গোমো ৬ আর কলকাতার দূরত্ব ৩০৩ কিমি।

  • দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)
  • সাঁওতাল, বেদিয়া, ওঁরাও সম্প্রদায়ের আদিবাসী অধ্যুষিত ছোটনাগপুর অধিত্যকায় দামোদর বছরের পর বছর তার ভয়াল মূর্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, ধ্বংস করেছে জনপদ, বিনষ্ট হয়েছে শস্য সম্পদ। পরিস্থিতি সামাল দিতে আশীর্বাদ হয়ে এল বিজ্ঞান।

  • দুমকা-মলুটি
  • দেওঘর থেকে বাসে ৫৮ কিমি দূরে দুমকা পাহাড়। চক্রাকারে পাহাড় শ্রেণি, শাল, মহুয়া, পলাশে ছাওয়া সাঁওতাল পরগনার জেলা সদর দুমকাও স্বাস্থ্যকর স্থান।

  • দেওঘর
  • ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনা জেলার দেবগৃহ অর্থাৎ দেবতার ঘর আজ হয়েছে দেওঘর।

  • নেতারহাট
  • ছোটনাগপুর পাহাড়ের ঢালে পলামু জেলায় ১২৫০ মিটার উঁচুতে শাল-মহুয়া-পলাশে ছাওয়া পাইন আর ইউক্যালিপটাসের শহর নেতারহাট।

  • পরেশনাথ পাহাড়
  • গিরিডি-ডুমরি সড়কে গিরিডি থেকে ২৬ কিমি, গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের ডুমরি থেকে ১৬ কিমি দূরে বাঁ হাতে আরও ৪ কিমি গেলে মধুবন।

  • পলামু জাতীয় উদ্যান/বেতলা
  • ছোটনাগপুর মালভূমির পশ্চিমাংশে ল্যান্ড অফ পলাশ অ্যান্ড মহুয়া অর্ধাৎ পলামু।

  • প্রতিবেশী ঝাড়খণ্ড
  • দক্ষিণ বিহারের উপজাতিদের সংগঠন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার দীর্ঘ আন্দোলনের পর ২০০০ সালের ১ নভেম্বর স্বীক‌ৃতি মেলে ঝাড়খণ্ড রাজ্যের।

  • মধুপুর
  • দেওঘর থেকে ৩৫ কিমি দূরে মধুপুর। তীর্থের সঙ্গে জলবায়ূর গুণে দেওঘর খ্যাত হলেও স্বাস্থ্যকর জায়গা হিসেবে টিলায় ভরা পাহাড়িয়া মধুপুর অধিক খ্যাত।

  • ম্যাকলাসকিগঞ্জ
  • ই টি ম্যাকলাসকি সাহেবের নামানুসারে রাঁচি জেলায় ১৯৩৪ সালে দশ হাজার হেক্টর তথা লাপড়া, কঙ্কা, হেসাল এই ৩ বস্তি লিজে নিয়ে বিলেতের আদলে গড়া মিনি হোমল্যান্ড ম্যাকলাসকিগঞ্জ।

  • রাঁচি
  • জঙ্গল আর আদিবাসী অধ্যুষিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ছোটনাগপুর মালভূমির কেন্দ্রস্থলে ৬৫২ মিটার উঁচুতে রাঁচি শহর।

  • রাজরাপ্পা
  • ৩৩ নম্বর জাতীয় সড়ক ধরে হাজারিবাগ থেকে ৪৮ আর রাঁচি থেকে ৪৩ কিমি, অর্থাৎ হাজারিবাগ-রাঁচির মাঝপথে রামগড় থেকে আরও ৩২ কিমি গিয়ে রাজরাপ্পা জলপ্রপাত।

  • শিমুলতলা
  • রেল স্টেশন থেকে বেরোতেই ডাইনে বাঁয়ে স্টেশন রোডে অতীতকালে গড়ে উঠেছিল স্বাস্থ্য গড়ার আনন্দ নিকেতন।

  • হাজারিবাগ
  • মাত্র ৬১৫ মিটার উঁচুতে ছোটনাগপুর পাহাড়ি অধিত্যকায় ব্রিটিশের গড়া পটে আঁকা শহর হাজার বাগ অর্থাৎ হাজারিবাগ।

    © C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
    English to Hindi Transliterate