অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

উৎপল দত্ত

উৎপল দত্ত (মার্চ ২৯, ১৯২৯ - আগস্ট ১৯, ১৯৯৩) অভিনেতা, পরিচালক ও লেখক। তাঁর জন্ম অবিভক্ত বাংলার বরিশালে (বর্তমানে বাংলাদেশের অংশ)। তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে ইংরেজি নিয়ে পড়াশোনা করেন। উৎপল দত্ত ছিলেন সব ধরনের অভিনয়ে স্বচ্ছন্দবিহারী। যেমন তিনি সিরিয়াস রোলে দুর্দান্ত অভিনয় করতেন, তেমনই মজাদার অভিনয় করতেন কমিক রোলে। ভিলেনের ভূমিকাতেও তিনি কম যেতেন না। ভুবন সোম-এ তাঁর চরিত্রাভিনয় বা শ্রীমান পৃথ্বীরাজ-এ তাঁর কৌতুকাভিনয় অথবা জয় বাবা ফেলুনাথ-এ মগনলাল মেঘরাজ – এ কি ভোলা যায়।

উৎপল দত্ত প্রথম দিকে বাংলা মঞ্চনাটকে অভিনয় করতেন। তিনি শেক্সপিয়ার আন্তর্জাতিক থিয়েটার কোম্পানির সাথে ভ্রমণ করেছেন বেশ কয়েক বার। তাঁকে গ্রুপ থিয়েটার অঙ্গনের সব চেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের অন্যতম হিসাবে গণ্য করা হয়। কৌতুক অভিনেতা হিসাবেও তাঁর খ্যাতি রয়েছে। তিনি কৌতুক চলচ্চিত্র গুড্ডি, গোলমাল ও শাউকীনে অভিনয় করেছেন। টলিউডের বহু বাণিজ্যিক ছবিতে তিনি ভিলেনেরও অভিনয় করেন। তিনি সত্যজিৎ রায়ের পরিচালনায় হীরক রাজার দেশে, জয় বাবা ফেলুনাথ এবং আগন্তুক সিনেমায় অভিনয় করেছেন । রাজনৈতিক দর্শনের দিক থেকে তিনি ছিলেন বামপন্থী ও মার্ক্সবাদী।

উৎপল দত্তের বিখ্যাত নাটকের মধ্যে রয়েছে টিনের তলোয়ার, মানুষের অধিকার ইত্যাদি। ১৯৯৩ খ্রিস্টাব্দের ১৯ আগস্ট তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন।

উৎপল দত্ত অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চলচ্চিত্র –

বিদ্যাসাগর (১৯৫০), মাইকেল মধুসূদন (১৯৫০), চৌরঙ্গী (১৯৬৮), ভুবন সোম (১৯৬৯), গুড্ডি (১৯৭১), ক্যালকাটা ৭১ (১৯৭১), শ্রীমান পৃথ্বীরাজ (১৯৭৩), ঠগিনী (১৯৭৪), যুক্তি, তক্কো আর গপ্পো (১৯৭৪), কোরাস (১৯৭৪), পালংক (১৯৭৫), অমানুষ (১৯৭৫), জয় বাবা ফেলুনাথ (১৯৭৮), গোলমাল (১৯৭৯), হীরক রাজার দেশে (১৯৮০), আঙ্গুর (১৯৮২), পার (১৯৮৪), পথভোলা (১৯৮৬), আজ কা রবিনহুড (১৯৮৭), আগন্তুক (১৯৯১), পদ্মা নদীর মাঝি (১৯৯৩) ইত্যাদি।

উৎপল দত্ত রচিত কয়েকটি নাটকের তালিকা

  • দিল্লী চলো
  • ছায়ানট(১৯৫৮)
  • অঙ্গার (১৯৫৯)
  • ফেরারী ফৌজ (১৯৬১)
  • ঘুম নেই (১৯৬১)
  • মে দিবস (১৯৬১)
  • দ্বীপ (১৯৬১)
  • স্পেশাল ট্রেন (১৯৬১)
  • নীলকন্ঠ (১৯৬১)
  • VIP (১৯৬২)
  • মেঘ (১৯৬৩)
  • রাতের অতিথি (১৯৬৩)
  • সমাজতান্ত্রিক চাল (১৯৬৫)
  • কল্লোল (১৯৬৫)
  • হিম্মৎবাই (১৯৬৬)
  • রাইফেল (১৯৬৮)
  • মানুষের অধিকার (১৯৬৮)
  • জালিয়ানওয়ালাবাগ (১৯৬৯)
  • মাও সে তুং (১৯৭১)
  • পালা-সন্ন্যাসীর তরবারি (১৯৭২)
  • বৈশাখী মেঘ (১৯৭৩)
  • দুঃস্বপ্নের নগরী (১৯৭৪)
  • সীমান্ত
  • পুরুষোত্তম
  • শৃঙ্খল ঝঙ্কার
  • জনতার আফিম
  • পাণ্ডবের অজ্ঞাতবাস
  • মধুচক্র
  • প্রফেসর মামালক
  • শোনরে মালিক
  • সমাধান
  • অজেয় ভিয়েতনাম
  • তীর
  • ক্রুশবিদ্ধ কুবা
  • নীলরক্ত
  • লৌহমানব
  • যুদ্ধং দেহি
  • লেনিনের ডাক
  • চাঁদির কৌটো
  • রক্তাক্ত ইন্দোনেশিয়া
  • মৃত্যুর অতীত
  • ঠিকানা
  • টিনের তলোয়ার
  • ব্যারিকেড
  • মহাবিদ্রোহ
  • মুক্তিদীক্ষা
  • সূর্যশিকার
  • কাকদ্বীপের এক মা
  • ইতিহাসের কাঠগড়ায়
  • কঙ্গোর কারাগারে
  • সভ্যনামিক
  • নয়াজমানা
  • লেনিন কোথায়
  • এবার রাজার পালা
  • স্তালিন-১৯৩৪
  • তিতুমির
  • বাংলা ছাড়ো
  • দাঁড়াও পথিকবর
  • কৃপান
  • শৃঙ্খলছাড়া
  • মীরকাসিম
  • মহাচীনের পথে
  • আজকের শাজাহান
  • অগ্নিশয্যা
  • দৈনিক বাজার পত্রিকা
  • নীল সাদা লাল
  • একলা চলো রে
  • লাল দূর্গ
  • বণিকের মাণদন্ড
  • এংকোর (অনুবাদ গল্প)

সূত্র: উইকিপিডিয়া

সর্বশেষ সংশোধন করা : 11/14/2019



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate