অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

দৈনন্দিন জীবনে রসায়ন

দৈনন্দিন জীবনে রসায়ন

  • জোনাকি আলোকে
  • ইটের বাঁধানো রাস্তার দু’ পাশে টিম টিম করে জ্বলছে শ’য়ে শ’য়ে জোনাকি। বড় স্নিগ্ধ মায়াময় তাদের আলো। কী করে পেল তারা এই আলো ?

  • পেঁয়াজি
  • পেঁয়াজ বড়ই পাজি । রান্না করতে পেঁয়াজ কেটেছ কি মরেছ । চোখ বেয়ে টপ টপ করে জল নেমে আসবে । কিন্তু কখনও ভেবে দেখেছ কেন এমনটা হয় ?

  • লঙ্কাকাণ্ড
  • রান্নায় লঙ্কা বেশি পড়লে হু-হা করতে থাকি। আবার ক্যাপসিকামে যখন কামড় দিই তখন তো ঝাল লাগে না। দু’টোই তো লঙ্কা! তার মানে সব লঙ্কা সমান ঝাল হয় না। কেন এমন হয় ?

  • সোঁদা গন্ধ
  • কত কবি, কত গীতিকার সোঁদা গন্ধ নিয়ে কবিতা, গান লিখেছেন । গরমকালে কত সময় এই গন্ধের জন্য অপেক্ষা করে থেকেছি । কিন্তু এই গন্ধ এল কোথা থেকে ?

    © C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
    English to Hindi Transliterate