অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

১৯৭৮-২০০৯ খ্রিস্টাব্দ

১৯৭৮-২০০৯ খ্রিস্টাব্দ

১৯৭৯ নিজেদের মধ্যে খেয়োখেয়ির মাসুল দিয়ে জনতা সরকার ভেঙে যায়। মোরারজি দেশাই প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন; চরণ সিং প্রধানমন্ত্রী হন; চরণ সিং পদত্যাগ করেন; ষষ্ঠ লোকসভা ভেঙে যায়

১৯৮০ সপ্তম সাধারণ নির্বাচন; ইন্দিরা কংগ্রেস ক্ষমতায় আসে, শ্রীমতি ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন; বিমান ভেঙে পড়ে সঞ্জয় গান্ধী মারা যান। ভারতবর্ষ রোহিণী বহনকারী এসএলভি-৩ মহাকাশে উৎক্ষেপণ করে।

১৯৮২ ইনস্যাট-১ এ উৎক্ষেপণ করা হয়; জৈল সিং ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন; দিল্লিতে নবম এশিয়াড

১৯৮৪ পাঞ্জাবে অপারেশন ব্লু স্টার; রাকেশ শর্মার মহাকাশ যাত্রা; শ্রীমতী ইন্দিরা গান্ধীকে হত্যা; রাজীব প্রধানমন্ত্রী হন

১৯৮৫ রাজীব-লঙওয়াল শান্তিচুক্তি; পাঞ্জাবে সন্ত এইচ. এস. লঙওয়ালকে হত্যা; অসম শান্তিচুক্তি

১৯৮৬ মিজোরাম শান্তিচুক্তি

১৯৮৭ আর ভেংকটরামন রাষ্ট্রপতি নির্বাচিত;

১৯৮৯  কংগ্রেস ভোটে হারে এবং পদত্যাগ করে (নভেম্বরে ২৯); ন্যাশনাল ফ্রন্ট নেতা বিশ্বনাথ প্রতাপ সিংহ সপ্তম প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন, ওড়িশা থেকে ভারতের প্রথম আইআরবিএম ”অগ্নি” উৎক্ষেপণ (মে ২২); ত্রিশুল ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলক ভাবে ছোড়া হয় (জুন ৫); পৃথ্বীর দ্বিতীয় সফল উৎক্ষেপণ (সেপ্টেম্বর ২৭)

১৯৯০  জনতা দল ভেঙে যায়; বিজেপি সরকারে সমর্থন প্রত্যাহার করে; মণ্ডল রিপোর্ট বাস্তবায়িত করার কথা ঘোষণা করেন বিশ্বনাথ প্রতাপ সিংহ ; রাম জন্মভূমি-বাবরি মস্‌জিদ বিতর্ক নিয়ে অযোধ্যায় গন্ডগোল, চন্দ্রশেখর প্রধানমন্ত্রী হন

১৯৯১ রাজীব গান্ধীকে হত্যা (মে ২১); দশম লোকসভা গঠন (জুন ২০); কংগ্রেসের পি. ভি. নরসীমা রাও প্রধানমন্ত্রী

১৯৯২  শঙ্করদয়াল শর্মা রাষ্ট্রপতি নির্বাচিত (জুলাই ২৫); প্রথম স্বদেশে তৈরি সাবমেরিন আইএনএস শক্তি চালু হয় (ফেব্রুয়ারি ৭); অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস (৬ ডিসেম্বর), দেশ জুড়ে গণ্ডগোল

১৯৯৩ মুম্বই বিস্ফোরণে ৩০০ মানুষের মৃত্যু

১৯৯৪ অসামরিক বিমান চলাচলে সরকারের একচ্ছত্র অধিকার শেষ; সুস্মিতা সেন বিশ্বসুন্দরী (ইউনিভার্স) হন; ঐশ্বর্য রাই বিশ্বসুন্দরী (ওয়ার্ল্ড) হন

 

১৯৯৬ কয়েক জন রাষ্ট্রমন্ত্রী এবং বিরোধী নেতা হাওয়ালা কাণ্ডে অভিযুক্ত হন; ভারতীয় মহাশূন্য গবেষণায় নব যুগের সূচনা করে পিএসএলভি ডি৩ উৎক্ষেপণ হয় আই আর এস পি-৩-এর সাথে; একাদশ সাধারণ নির্বাচন হয় এপ্রিলে – বিজেপি একক সর্ববৃহৎ দল হয়, অটলবিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হন। সরকার পড়ে যায়। যুক্ত ফ্রন্ট সরকারের প্রধানমন্ত্রী হন এইচডি দেবগৌডা

১৯৯৭ যুক্তফ্রন্ট সরকারের পরবর্তী প্রধানমন্ত্রী হন আই কে গুজরাল। ভারতবর্ষ স্বাধীনতার ৫০তম বছর উদ্‌যাপন করে। কে আর নারায়ণন রাষ্ট্রপতি হন।

১৯৯৮ মাদার টেরেসার মৃত্যু; অটলবিহারী বাজপেয়ী ভারতের প্রধানমন্ত্রী হন; ভারত পোখরানে তার দ্বিতীয় পারমাণবিক বোমা বিস্ফোরণ করে

১৯৯০ কার্গিল যুদ্ধ, বাজপেয়ী সরকারের পতন, পুনরায় নির্বাচনে ক্ষমতায় ফেরে এনডিএ। বাজপেয়ী প্রধানমন্ত্রী হন।

২০০০  তিনটি নতুন রাজ্য ছত্তিসগড়, উত্তরাঞ্চল এবং ঝাড়খণ্ড গঠিত হয়।

২০০২ ক্ষেপণাস্ত্র বিজ্ঞানী ৭১ বছরের আভুল পাকির জয়নুলাবদিন আব্দুল কালাম ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচিত হন; গুজরাতে সাম্প্রতিক ইতিহাসের একটি ভয়ঙ্কর সাম্প্রদায়িক দাঙ্গা।

২০০৪  প্রথম ইউপিএ সরকার গঠন। মনমোহন সিংহ প্রধানমন্ত্রী।

২০০৭ ভারতের রাষ্ট্রপতি হলেন প্রতিভা পাটিল

২০০৮ মুম্বইয়ে জঙ্গি হামলা, ১৬৪ জনের মৃত্যু

২০০৯ দ্বিতীয় ইউপিএ সরকার গঠন। ফের প্রধানমন্ত্রী হলেন মনমোহন সিংহ। লোকসভার প্রথম মহিলা অধ্যক্ষ হলেন মীরা কুমার।

২০১২ ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি হলেন প্রণব মুখোপাধ্যায়

২০১৪ তিরিশ বছর পর প্রথম একক দল হিসেবে লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেল বিজেপি। এনডিএ সরকার গঠন। প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদি।

সর্বশেষ সংশোধন করা : 4/29/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate