অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

আর্থিক নিয়মাবলি

আর্থিক নিয়মাবলি

  • কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের/কেন্দ্রশাসিত অঞ্চলের কেজিবিভিগুলির জন্য আর্থিক অনুদানের প্রকৃতি সর্ব শিক্ষা অভিযানের মতো একই রকম কারণ ২০০৭ সালের ১ এপ্রিল থেকে এটি সর্ব শিক্ষা অভিযানের একটি অঙ্গে পরিণত হয়েছে।
  • সর্ব শিক্ষা অভিযান ও প্রাথমিক স্তরে মেয়েদের শিক্ষার জন্য জাতীয় কর্মসূচির (এনপিইজিইএল) জন্য যে ব্যবস্থা রয়েছে, কেজিবিভির জন্য ব্যবপ্সথা তার অতিরিক্ত। এনপিইজিইএল ও মহিলা সমখ্যা কর্মসূচির সঙ্গে কেজিবিভি-কে যুক্ত করার দায়িত্ব সর্ব শিক্ষা অভিযান সমিতির। তারা একই সঙ্গে এটাও দেখবে, যে বরাদ্দ অর্থ সঠিক ভাবে নির্দিষ্ট খাতেই খরচ হচ্ছে কি না এবং একই খাতে দু’ বার খরচ হচ্ছে কি না।
  • কেন্দ্র রাজ্যস্তরে সর্ব শিক্ষা অভিযানের রূপায়ণকারী সংস্থাকে সরাসরি অর্থ দেয় এবং রাজ্য সরকারও তাদের দেয় অর্থ একই ভাবে প্রদান করে। এর পর যেখানে প্রযোজ্য সেখানে মহিলা সমখ্যা (এমএস) সমিতিকে অর্থ দেওয়া হয়। যে সব রাজ্যে এমএস নেই, সেখানে সর্ব শিক্ষা অভিযানের লিঙ্গসমতা সংক্রান্ত কমিটি এই কাজ করে থাকে। তার পর সর্ব শিক্ষা অভিযানে যে ব্যবস্থা রয়েছে, সে ভাবেই কাজ হয়।
  • কেজিবিভির টাকা ঠিক ভাবে খরচ করার জন্য রাজ্য সমিতি ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট খোলে। রাজ্য সরকারের উচিত রাজ্য সর্ব শিক্ষা অভিযানের সমিতির আলাদা বাজেট পেশ করে নিজেদের অর্থ প্রদান করা। একই ভাবে জেলা এবং মহকুমার স্তরের জন্যও আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা উচিত।

পরিশিষ্ট ১(ক)

সম্ভাব্য আর্থিক খরচ-১(পরিস্থিতি ১। ১০০ জন মেয়ের খরচ)

অনাবর্তক :লক্ষ টাকায়

ক্রম খরচের উপকরণ

স্কুল পিছু খরচ*

. স্কুল ভবন

২০.০০

. আসবাবপত্র ও অন্যান্য খরচ, রান্নার উপকরণ

.৫০

. গ্রন্থাগারের বই সহ শিক্ষক শিক্ষণের প্রয়োজনীয় জিনিস

.০০

. শয্যা

.৭৫

মোট

২৬.২৫

বাত্সরিক আবর্তক খরচ: লক্ষ টাকায়

ক্রম খরচের উপকরণ

স্কুল পিছু বাৎসরিক খরচ*

. প্রতি ছাত্রীর রক্ষণাবেক্ষণ মাসে ৭৫০ টাকা

.০০

. প্রতি ছাত্রীর মাসিক ভাতা ৫০ টাকা

.৬০

. পাঠ্যবই ও শিক্ষার অন্য উপকরণ মাসে ৫০ টাকা

.৬০

. পরীক্ষার ফি

.০১

. বেতন:

১ জন তত্ত্বাবধায়ক তথা শিক্ষক
৪ জন পুরো সময়ের শিক্ষক
৩ জন আংশিক সময়ের শিক্ষক
২ জন অন্যান্য কর্মি (হিসেব রক্ষক/সহকারি/পিওন/চৌকিদার ও পাচক)

.৪৯

. বৃত্তিমূলক প্রশিক্ষণ/নির্দিষ্ট গুণাগুণের ভিত্তিতে প্রশিক্ষণ

.৪০

. বিদ্যুৎ/জলের খরচ

.৫০

. চিকিৎসা/আকস্মিক জরুরি খরচ ৭৫০ টাকা প্রতি শিশু

.৭৫

. অন্যান্য খরচ, রক্ষণাবেক্ষণ-সহ

.৪০

১০. প্রস্তুতি শিবির

.১৫

১১. পিটিএ-/স্কুলের অনুষ্ঠান

.১৫

মোট

১৯.০৫

*১০০ জন মেয়ের হিসেবে এই খরচ। ছাত্রী সংখ্যা বাড়লে খরচ বাড়বে।

পরিশিষ্ট ১(খ)

সম্ভাব্য আর্থিক খরচ- ২(পরিস্থিতি ২ । ৫০ জন মেয়ের খরচ)

অনাবর্তক খরচ:লক্ষ টাকায়

ক্রম উপকরণ,

স্কুলপিছু খরচ*

. স্কুলবাড়ি

১৫.০০

. আসবাব / অন্যান্য জিনিস / রান্নার জিনিষ

.৫০

. শিক্ষক শিক্ষণের জিনিস ও পাঠাগারের বই

.০০

. শয্যা

.৭৫

মোট

২১.২৫

বাৎসরিক আবর্তক খরচ:লক্ষ টাকায়

ক্রম উপকরণ

স্কুলপিছু খরচ*

প্রতি মেয়ের রক্ষণাবেক্ষণ মাসে ৭৫০ টাকা

.

ছাত্রী প্রতি ভাতা মাসে ৫০ টাকা

.৩০

পাঠ্যবই ও অন্যান্য সামগ্রী মাসে ৫০ টাকা

.

বেতন

১ জন তত্ত্বাবধায়ক
৪ জন পুরো সময়ের শিক্ষক
৩ জন আংশিক সময়ের শিক্ষক
২ জন অন্যান্য কর্মি

(হিসেব রক্ষক/সহকারি/পিওন/চৌকিদার ও পাচক)

.৪৯

বৃত্তিমূলক প্রশিক্ষণ/নির্দিষ্ট গুণাগুণের ভিত্তিতে প্রশিক্ষণ

.

চিকিৎসা/আকস্মিক জরুরি খরচ ৭৫০ টাকা প্রতি শিশু

.৩৭৫

রক্ষণাবেক্ষণ-সহ অন্যান্য খরচ

.৩৫

প্রস্তুতি শিবির

.

পিটিএ-/স্কুলের অনুষ্ঠান

.

মোট

১২.৮১৫

* ৫০ জন মেয়ের হিসেবে এই খরচ, মেয়ের সংখ্যা বাড়তে পারে।

পরিশিষ্ট ১(গ)

সম্ভাব্য আর্থিক খরচ- ৩(পরিস্থিতি ৩। চালু উচ্চতর প্রাথমিক বালিকা বিদ্যালয়)

অনাবর্তক খরচ:লক্ষ টাকায়

ক্রম উপকরণ

স্কুলপিছু খরচ

. স্কুলবাড়ি

১৫.০০

. আসবাব/অন্যান্য জিনিস / রান্নার জিনিষ

.৫০

. শিক্ষক শিক্ষণের জিনিস ও পাঠাগারের ব

.০০

. বেডিং

.৭৫

মোট

মোট

প্রতি বছরে আবর্তক খরচ :লক্ষ টাকায়

ক্রম উপকরণ

স্কুল পিছু খরচ*

প্রতি মেয়ের রক্ষণাবেক্ষণ মাসে ৭৫০ টাকা

.

ছাত্রী প্রতি ভাতা মাসে ৫০ টাকা

.

পাঠ্যবই ও পঠনপাঠনের অন্য সামগ্রী মাসে ৫০ টাকা

.

বেতন

১ জন তত্ত্বাবধায়ক
৪ জন পুরো সময়ের শিক্ষক
৩ জন আংশিক সময়ের শিক্ষক
২ জন অন্যান্য কর্মী (হিসেবরক্ষক/সহকারী/পিওন/চৌকিদার ও পাচক)

.৪৯

বৃত্তিমূলক প্রশিক্ষণ / নির্দিষ্ট গুণাগুণের ভিত্তিতে প্রশিক্ষণ

.

চিকিৎসা/আকস্মিক জরুরি খরচ ৭৫০ টাকা প্রতি শিশু

.৩৭৫

রক্ষণাবেক্ষণ-সহ অন্যান্য খরচ

.৩৫

প্রস্তুতি শিবির

.

পিটিএ-/স্কুলের অনুষ্ঠান

.

মোট

.৯২৫

*৫০ জন মেয়ের হিসেবে এই খরচ। মেয়ের সংখ্যা বাড়তে পারে।

সূত্র : SSA

সর্বশেষ সংশোধন করা : 5/1/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate