অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

আসতে চলেছে পৃথিবীর প্রথম উড়ন্ত গাড়ি

আসতে চলেছে পৃথিবীর প্রথম উড়ন্ত গাড়ি

আসতে চলেছে পৃথিবীর প্রথম উড়ন্ত গাড়ি | মূল পরিকল্পনা 'এরো মোবাইল'-এর স্তেফান ক্লেইন-এর | ২০ বছরেরও বেশি সময় ধরে নিরলস গবেষণার পরে আত্ম প্রকাশ করতে চলেছে এই উড়ন্ত গাড়ি | অস্ট্রিয়ার 'পায়োনিয়ার্স ফেস্টিভ্যাল'-এ এর উপর থেকে পর্দা উঠবে |

আকাশ এবং রাজপথ দু জায়গাতেই এগোতে সক্ষম এই যান | জানা যাচ্ছে, একবার ট্যাঙ্ক ভর্তি জ্বালানি নিয়ে এই উড়ুক্কু গাড়ি উড়তে পারবে একটানা ৭০০ কিলোমিটার | রাস্তায় যেতে পারবে একটানা ৮৭৫ কিলোমিটার | আকাশে এর সর্বোচ্চ গতিবেগ হবে প্রতি ঘণ্টায় ২০০ কি মি এবং রাস্তায় প্রতি ঘণ্টায় ১৬০ কি মি |

টেক অফ স্পিড হবে প্রতি ঘণ্টায় ১৩০ কিলোমিটার | 'কার মোড'-এ থাকার সময় ডানা দুটো গুটিয়ে যাবে পিছনের আসনে | তবে নির্মাতারা জানাচ্ছেন উড়ন্ত গাড়ির নক্সায় কিছু পরিবর্তন আনা হবে | যাতে আকাশ এবং রাজপথ দুটি ক্ষেত্রেই অনায়াস গতি হয় উড়ন্ত যানের |

উড়ন্ত গাড়ির সৌরশক্তি চালিত মডেল আদৌ জনপ্রিয় হবে কি না তা নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে কিন্তু ইতিমধ্য‌ে সৌরশক্তি চালিত এরোপ্লেন বা বিমান অত্য‌ন্ত জনপ্রিয়তা পেয়েছ। সম্প্রতি সুইজারল্য‌ান্ডের দুই পাইলট আবু ধাবি থেকে এই বিমান নিয়ে যাত্রা শুরু করে। তারা প্রথমে অবতরণ করে মালকটে। সেখান থেকে গুজরাটের আমেদাবাদে আসে। আমেদাবাদ থেকে তাঁদের বিমান নিয় বেনারসে যাওয়ার কথা। বেনারসে এই উড়ানকে কেন্দ্র করে নানা রকমের আযোজন করা হয়েছিল। সেখান থেকে বিমানটি মা।আনমারের উদ্দেশ্য‌ে রওনা হয়ে যায়। পাইলটরা জানিয়েছেন গোটা বিশ্ব ঘুরে তারা ওয়াশিংটনে তাঁদের উড়ান শেষ করবেন। বিমানটিতে ১৭০০টিরও বেশি সৌরকোষ পা পিভি সেল লাগানো রয়েছে। তাই দিয়ে তার চারটি ইঞ্জিন চলে। আকাশে ভেসে থাকা অবস্থাতেও উড়ানটি সৌর প্য‌ানেলের সাহায্য‌ে শক্তি সংগ্রহ করতে পারে। পরে সেই শক্তি ব্য‌াটারিতে সংরক্ষিত হয়। বিজ্ঞানীদের বক্তব্য‌, আগামী দিনে সৌর প্য‌ানেল নির্ভর এই উড়ান জনপ্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ ধরনের বিমান নির্ণাণের খরচ প্রচুর হওয়ায় কতটা যাত্রী পরিবহনে শুবিধা হবে তা নিয়ে নানা মত রয়েছে।

সুত্রঃ banglalive.com

সর্বশেষ সংশোধন করা : 6/30/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate