অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

রান্নার জন্য‌ জ্বালানি ব্য‌বহারের হিসাবে পরিবারের সংখ্যা

রান্নার জন্য‌ জ্বালানি ব্য‌বহারের হিসাবে পরিবারের সংখ্যা

আসল সংখ্য‌া

শতাংশ

মোট

গ্রামীণ

শহর

মোট

গ্রামীণ

শহর

মোট বাড়ির সংখ্য‌া

২৪,৬৬,৯২,৬৬৭

১৬,৭৮,২৬,৭৩০

,৮৮,৬৫,৯৩৭

১০০

১০০

১০০

জ্বালানি কাঠ

১২০৮৩৪৩৮৮

১০৪৯৬৩৯৭২

১৫৮৭০৪১৬

৪৯.

৬২.

২০.

শস্যের অবশেষ

২১৮৩৬৯১৫

২০৬৯৬৯৩৮

১১৩৯৯৭৭

.

১২.

.

ঘুঁটে

১৯৬০৯৩২৮

১৮২৫২৪৬৬

১৩৫৬৮৬২

.

১০.

.

কয়লা, লিগনাইট, কাঠকয়লা

৩৫৭৭০৩৫

১২৯৮৯৬৮

২২৭৮০৬৭

.

.

.

কেরোসিন

৭১৬৪৫৮৯

১২২৯৭৪৬

৫৯৩৫১১৩

.

.

.

এলপিজি/পিএনজি

৭০৪২২৮৮৩

১৯১৩৭৩৫১

৫১২৮৫৫৩২

২৮.

১১.

৬৫.

বিদ্যুৎ

২৩৫৫২৭

১১৮০৩০

১১৭৪৯৭

.

.

.

জৈবগ্যাস

১০১৮৯৭৮

৬৯৪৩৮৪

১৫৫৫২১

.

.

.

অন্য কিছু

১১৯৬০৫৯

১০৪০৫৩৮

৪০২৩৫৮

.

.

.

রান্না নেই

৭৯৬৯৬৫

৩৯৪৬০৭

৪০২৩৫৮

.

;

.

সূত্র : হাউসিং লিস্টিং অ্য‌ান্ড হাউসিং সেনসাস ডেটা হাইলাইটস-২০১১, সেনসাস অফ ইন্ডিয়া

ভারতে ৬২ শতাংশ বাড়িতে রান্নার জ্বালানি হিসাবে কাঠ ব্য‌বহৃত হয়। বাড়ির মহিলাদের আট ঘণ্টা সময় লেগে যায় জ্বালানি কাঠ জোগাড় এবং পশুকে খাওয়ানোর জন্য‌ পাতা জোগাড় করতে। ফলে অর্থকরী কাজে অংশগ্রহণ করার জন্য‌ তাদের হাতে তেমন সময় থাকে না। বাচ্চারাও জ্বালানি সংগ্রহের কাজ করে। ফলে তাদেরও শিক্ষা এবং স্বাস্থ্য‌ের প্রতি যথেষ্ট অবহেলা হয়। গ্রামীণ ভারতে কেরোসিনও জ্বালানির একটি প্রধান উপাদান। কেরোসিন শুধু যে দামি তা-ই নয়, কেরোসিন ল্য‌াম্পের দীর্ঘদিন ব্য‌বহারজনিত কারণে বায়ু দূষণ হওয়ায় শ্বাসকষ্ট জাতীয় রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু তা-ই নয়, আগুন লেগে দুর্ঘটনার সম্ভাবনাও প্রচুর, বিশেষত কুঁড়েঘর জাতীয় আবাসে।

সর্বশেষ সংশোধন করা : 6/16/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate