অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

উদ্দেশ্য, সুযোগ ও যোগ্যতা

উদ্দেশ্য‌

আইআরইডিএ এনসিইএফ রিফিনান্স প্রকল্পের উদ্দেশ্য‌ হল সহজ সুদে অর্থের জোগান দিয়ে পুনর্নবীকরণযোগ্য‌ শক্তি প্রকল্পের খরচ কমিয়ে আনা। অর্থ আসবে জাতীয় পরিষ্কার শক্তি তহবিল (এনসিইএফ) থেকে।

সুযোগ

সময়সীমা : ২০১৩-১৪ আর্থিক বছর থেকে শুরু হয়ে এই প্রকল্প পাঁচ বছর চলবে।

প্রযুক্তি : বায়ুবিদ্য‌ুৎ, সৌরবিদ্য‌ুৎ, জৈবভর, ছোট জলবিদ্য‌ুৎ, বর্জ্য‌ থেকে বিদ্য‌ুৎ প্রভৃতি যে কোনও পুনর্নবীকরণযোগ্য‌ শক্তি প্রকল্পের জন্য ঋণ এই স্কিমের অধীনে বিবেচিত হবে।

কার্যাবলি : পুনর্নবীকরণযোগ্য‌ শক্তি প্রকল্পগুলিতে কোনও নির্মাণ কাজ, বিদ্য‌ুৎ ও তাপশক্তি উৎপাদন, বর্জ্য‌ নিষ্কাশনের পরিকাঠামো তৈরি ইত্য‌াদি এই প্রকল্পের আওতাভুক্ত হওয়ার যোগ্য‌।

যোগ্য‌তা

পুনর্বিনিয়োগের জন্য‌ যোগ্য সংস্থা

তফশিলভুক্ত যে কোনও বাণিজ্য‌িক ব্য‌াঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠান এই স্কিমের অধীনে আইআরইডিএ-র কাছ থেকে পুনর্বিনিয়োগের অর্থ পাওয়ার যোগ্য‌। পুনর্বিনিয়োগের অনুমোদন প্রদান সম্পূর্ণত আইআরইডিএ-র হাতে, কতটা অর্থ দেওয়া হবে এবং আদৌ দেওয়া হবে কিনা তা তারাই ঠিক করবে। তফশিলভুক্ত বাণিজ্য‌িক ব্য‌াঙ্ক/আর্থিক প্রতিষ্ঠানকে পুনর্বিনিয়োগের অর্থ পেতে গেলে নিম্নলিখিত যোগ্য‌তামান বজায় রাখতে হবে ---

  • ১। বিগত তিন বছর ধরে প্রতিষ্ঠানটিকে মুনাফা অর্জনকারী হতে হবে। কোনও আর্থিক ক্ষতি যেন না থাকে।
  • ২। অর্থপ্রদানকারী সংস্থার মোট অগ্রিমের তুলনায় মোট নন পারফরমিং অ্য‌াসেটের শতকরা হার প্রতিষ্ঠানের মোট বিনিয়োগের পাঁচ শতাংশের বেশি হলে চলবে না।
  • ৩। নির্ধারিত নিয়ন্ত্রণমূলক শর্তের সঙ্গে সঙ্গতি রেখে ক্য‌াপিটাল অ্য‌াডেকুয়েসি রেশিওকে থাকতে হবে।

যোগ্য‌ ঋণ

  • ১। বায়ুবিদ্য‌ুৎ, সৌরবিদ্য‌ুৎ, জৈবভর, ছোট জলবিদ্য‌ুৎ, বর্জ্য‌ থেকে বিদ্য‌ুৎ প্রভৃতি যে কোনও পুনর্নবীকরণযোগ্য‌ শক্তি প্রকল্পের জন্য ঋণ এই স্কিমের অধীনে বিবেচিত হবে। এই প্রকল্পগুলিতে কোনও নির্মাণ কাজ, বিদ্য‌ুৎ ও তাপশক্তি উৎপাদন, বর্জ্য‌ নিষ্কাশনের পরিকাঠামো তৈরি ইত্য‌াদি এই স্কিমের আওতাভুক্ত হওয়ার যোগ্য‌।
  • ২. এই স্কিম চালু হওয়ার পরে অনুমোদনপ্রাপ্ত প্রকল্পগুলি এবং ব্য‌াঙ্ক/আর্থিক প্রতিষ্ঠানের খাতায় যাদের নামে আউটস্ট্য‌ান্ডিং আছে তারাই কেবলমাত্র এই স্কিমের আওতাভুক্ত হতে পারবে।

সর্বশেষ সংশোধন করা : 7/4/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate