অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

পশ্চাৎপট ও উদ্দেশ্য

পশ্চাৎপট ও উদ্দেশ্য

পশ্চাৎপট

শক্তিতে স্বনির্ভর হওয়ার যে চ্য‌ালেঞ্জ ভারতের সামনে রয়েছে তা মোকাবিলা করা এবং পরিবেশের স্থায়ী উন্নতি ঘটানোর লক্ষ্য‌ে সরকার জওহরলাল নেহরু জাতীয় সৌর মিশন (জেএনএনএসএম) চালু করেছে। এটি কেন্দ্রীয় ও রাজ্য‌ সরকারগুলির একটা প্রধান উদ্যোগ। গোটা বিশ্বে আবহাওয়া পরিবর্তনের চ্য‌ালেঞ্জ মোকাবিলা করার জন্য‌ ভারতের তরফে এটি একটি বড় অবদান হিসাবে স্বীকৃত। এই মিশনের লক্ষ্য‌ হল কেন্দ্রীভূত ও বিকেন্দ্রীভূত ভাবে দেশের প্রতি প্রান্তে সৌরশক্তির কারিগরী প্রয়োগের জন্য‌ সহায়ক পরিবেশ গঠন করা।

২০১৩-এর মার্চ মাস পর্যন্ত ছিল প্রথম পর্ব। এই পর্বে জেএনএনএসএম উদ্দিষ্ট লক্ষ্য‌ে পৌঁছেছে ও গতি পেয়েছে। মার্চ ২০২২ পর্যন্ত চলছে দ্বিতীয় পর্ব। ঠান্ডা-গরম করার জন্য যে শক্তি ও বিদ্যুতের প্রয়োজন হয় তা মেটাতে হাইব্রিড সিস্টেম-সহ গ্রিড-বিচ্ছিন্ন পদ্ধতি আরও বেশি করে প্রয়োগ করার ব্যাপারে চলতি পর্বের পরিকল্পনা-রূপরেখায় জোর দেওয়া হয়েছে। এই পদ্ধতির ক্ষেত্রে এখন প্রয়োজন খরচ কমানোর বিষয়টির উপর জোর দেওয়া। মুখ্য‌ চালেঞ্জ হল একটি সহায়ক কাঠামো তৈরি করা উৎপাদকদের জন্য বাজার বাড়ানো। এই প্রকল্প/কর্মসূচি গ্রিড বিচ্ছিন্ন ও বিকেন্দ্রীকৃত সৌরশক্তি প্রয়োগের চাহিদা পূরণ করবে।

উদ্দেশ্য‌

  • জওহরলাল নেহরু জাতীয় সৌর মিশন অনুসারে যে লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে তাতে পৌঁছতে গ্রিড-বিচ্ছিন্ন সৌর-তাপীয় প্রয়োগের উপর জোর দেওয়া (জল/বাতাস গরম করার সৌর পদ্ধতি, সোলার কুকার, সোলার কনসেনট্রেটিং সিস্টেম, সোলার থারমাল পাওয়ার প্য‌াক ইত্য‌াদি)।
  • ব্য‌ক্তিগত/গোষ্ঠীগত/সংস্থাগত/শিল্পগত ক্ষেত্রে সৌর-তাপীয় ব্যবস্থার কার্যকর ও উদ্ভাবনী প্রয়োগের বিষয়টি তুলে ধরে সচেতনতা তৈরি করা ও প্রদর্শনের ব্য‌বস্থা করা।
  • বাজারের চাহিদার দিকে লক্ষ্য‌ রেখে নতুন পদ্ধতি উদ্ভাবনে এবং দীর্ঘস্থায়ী ব্যবসায়িক মডেল তৈরির জন্য উৎসাহ দেওয়া।
  • সীমাবদ্ধ শর্তের মধ্য‌ে চাহিদাচালিত নমনীয় অবস্থার কথা মাথায় রেখে চ্য‌ানেল পার্টনার ও সম্ভাব্য‌ সুবিধাভোগীকে সাহায্য‌ করা।
  • গ্রিড-বিচ্ছিন্ন বিকেন্দ্রীকৃত সৌর-তাপীয় ব্যবস্থার প্রয়োগকে পণ্যের পর্যায়ে নিয়ে যেতে দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন সাধন।
  • কনসালটেন্সি সার্ভিস, সেমিনার, সিম্পোসিয়া, দক্ষতা বৃদ্ধি, সচেতনতার প্রচার, মানবসম্পদ উন্নয়ন প্রভৃতি বিষয়ে নজর দেওয়া
  • কেরোসিন, ডিজেল এবং যেখানে সম্ভব সেখানে কাঠের ব্য‌বহারের বিকল্প ব্য‌বস্থা করা।

সর্বশেষ সংশোধন করা : 7/7/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate