শক্তি : মূল কথা
-
শক্তির সাধারণ ইউনিট
-
শক্তির বর্তমান ব্যবহার
- ভারতে শক্তি ব্যবহারের বর্তমান অবস্থা আলোচনা করা ।
-
শক্তি
- পদার্থবিজ্ঞানের ভাষায় শক্তি বলতে কাজ করার সামর্থ্যকে বুঝায়।
-
শক্তির উৎস থেকে শক্তির উৎপত্তি
-
শক্তির প্রকারভেদ
-
নিউক্লিয়ার ফিশন বা নিউক্লীয় বিদারণ
- বিদারণ হল এক রকমের প্রাথমিক রূপান্তরণ বা ট্রান্সমিউটেশন।
-
ইথানল ও জ্বালানি হিসাবে ব্যবহার
-
শক্তির রূপান্তর
- একজন ভার উত্তোলক বিভিন্ন খাবার গ্রহণের ফলে তার খাবারগুলো প্রথমে রাসায়নিক শক্তিতে পরিণত হয়। পরবর্তীতে তিনি যখন ভারটিকে উঠাতে চেষ্টা করছেন তখন সঞ্চিত রাসায়নিক শক্তি গতি শক্তিতে পরিবর্তিত হতে থাকে ।
-
নবায়নযোগ্য শক্তি (রিনিউএবল এনার্জি)
- নবায়নযোগ্য নাম থেকে তোমরা সহজেই বুঝতে পারবে এরঅর্থ কি বুঝায়। যা কিছুনবায়ন করা যায়। এক্ষেত্রে কোন জিনিস ব্যবহার করে শক্তি উৎপাদন করে পুনরায় ঐ জিনিসটি দ্বারা আবার শক্তি উৎপাদন করা যায়।
-
আমাদের জীবনে শক্তির প্রভাব ও এর সাশ্রয়ী ব্যবহার
- প্রায় পনের কোটি জনসংখ্যা অধ্যুষিত আমাদের পশ্চিমবঙ্গ। প্রতি বছর রান্না-বান্নার কাজে প্রচুর জ্বালানি ব্যবহৃত হচ্ছে। এর প্রায় সবটাই কাঠ, খড়কুটা, নাড়া, শুকনো গোবর ইত্যাদি।