অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

অসংক্রামক এবং সংক্রামক রোগ

অসংক্রামক এবং সংক্রামক রোগ

  • উপশমকারী যত্নের জাতীয় কর্মসূচি (ন্যাশনাল প্রোগ্রাম ফর প্যালিয়াটিভ কেয়ার)
  • সব স্তরে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যুক্তিসম্মত, উন্নতমানের ব্যাথা উপশমকারী যত্ন প্রয়োজন। সেই লক্ষ্য নিয়েই কেন্দ্রীয় সরকার তৈরি করেছে উপশমকারী যত্নের জাতীয় কর্মসূচি।

  • ক্যানসার, ডায়বেটিস, কার্ডিওভাসকুলার রোগ এবং স্ট্রোক প্রতিরোধ এবং নিয়ন্ত্রণে জাতীয় কর্মসূচি (এনপিসিডিসিএস)
  • অ-সংক্রামক রোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঝুঁকির বিষয়গুলি হল উচ্চ রক্তচাপ, বাড়তি কলেস্টেরল, তামাক ব্যবহার, অস্বাস্থ্যকর খাদ্য, শারীরিক নিষ্ক্রিয়তা, অতিরিক্ত মদ্যপান এবং স্থূলতা, যা নিয়ন্ত্রণ করা যায়।

  • জাতীয় কুষ্ঠ দূরীকরণ কর্মসূচি (ন্যাশনাল লেপরোসি ইরাডিকেশন প্রোগ্রাম)
  • জাতীয় কুষ্ঠ দূরীকরণ কর্মসূচি একটি কেন্দ্রীয় সহায়তায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রকল্প।

  • জাতীয় ভেক্টরবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি (ন্যাশনাল ভেক্টর বোরন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম)
  • ২০০৩-০৪ সালে জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচি, ফাইলেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচি এবং কালাজ্বর নিয়ন্ত্রণ কর্মসূচির সঙ্গে সংযুক্ত করে জাতীয় ভেক্টরবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি চালু করা হয়।

  • জাতীয় মৌখিক স্বাস্থ্য কর্মসূচি (ন্যাশনাল ওরাল হেলথ প্রোগ্রাম)
  • সামগ্রিক ভালো থাকা, বৃদ্ধি, উন্নয়ন, শিক্ষা, পুষ্টি, যোগাযোগ এবং সবার শেষে আত্মসম্মানের ক্ষেত্রে স্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। মৌখিক স্বাস্থ্য সব ভারতীয়ের একটি মৌলিক প্রত্যাশা।

  • জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি (ন্যাশনাল টোব্যাকো কন্ট্রোল প্রোগ্রাম)
  • তামাক ব্যবহারের কারণে একাধিক দীর্ঘস্থায়ী রোগ, ক্যানসার, ফুসফুসের রোগ, এবং কার্ডিওভাসকুলার রোগ হতে পারে।

  • জাতীয় মানসিক স্বাস্থ্য কর্মসূচি (ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রাম)
  • আনুমানিক দেশের জনসংখ্যার ৬-৭ শতাংশ মানসিক রোগে ভুগছে।

  • পোড়া সংক্রান্ত আঘাত প্রতিরোধের জন্য জাতীয় কর্মসূচি (ন্যাশনাল প্রোগ্রাম ফর দ্য প্রিভেনশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ বার্ন ইনজুরিস)
  • ভারতে প্রতি বছর আনুমানিক ৬০ থেকে ৭০ লক্ষ পুড়ে যাওয়ার ঘটনা ঘটে। এ জন্য বেশির ভাগ ক্ষেত্রে এই ধরণের ঘটনার নিরক্ষরতা, দারিদ্র্য ও নিচু স্তরের নিরাপত্তা সংক্রান্ত চেতনাকে দায়ী করা যেতে পারে।

  • ফ্লুরোসিস প্রতিরোধ এবং নিয়ন্ত্রণে জাতীয় কর্মসূচি (ন্যাশনাল প্রোগ্রাম ফর প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ ফ্লুরোসিস)
  • ফ্লরোসিস একটি জনস্বাস্থ্য সমস্যা। জল/খাদ্য বা শিল্প দূষণের মাধ্যমে দীর্ঘদিন ধরে অতিরিক্ত ফ্লোরাইড শরীরে প্রবেশ করলে ফ্লুরোসিস হয়।

  • বধিরতা প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ জাতীয় কর্মসূচি (ন্যাশনাল প্রোগ্রাম ফর প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ ডেফনেস)
  • শ্রবণ সমস্যা মানুষের সংবেদনশীল সংমস্যাগুলির মধ্যে খুবই একটা সাধারণ সমস্যা। বিশ্বস্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী ভারতে প্রায় ৬ কোটি ৩০ লক্ষ মানুষ শ্রবণ সমস্যায় ভুগছেন।

  • বয়স্কদের স্বাস্থ্য সুরক্ষায় জাতীয় কর্মসূচি (ন্যাশনাল প্রোগ্রাম ফর দ্য হেলথকেয়ার অফ দ্য এল্ডারলি)
  • বিংশ শতকে মানুষের আয়ুর অভূতপূর্ব বৃদ্ধি হয়েছে। ফলে বিশ্ব জুড়ে বয়স্ক মানুষের জনসংখ্যা ক্রমশ বাড়ছে।

  • সুসংহত রোগ নজরদারি প্রকল্প (ইন্টিগ্রেটেড ডিজিজ সারভেল্যান্স প্রোগ্রাম)
  • ২০০৪ সালের নভেম্বর মাসে বিশ্ব ব্যাঙ্কের সহায়তায় চালু হয়েছিল সুসংহত রোগ নজরদারি প্রকল্প।

    © C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
    English to Hindi Transliterate