অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

রোগী কল্যাণ সমিতির গঠনতন্ত্র

পরিচালক কমিটি

চেয়ারপার্সন : জেলাশাসক

সদস্য-সচিব : হাসপাতালের মেডিক্যাল সুপারিটেন্ডন্ট

সদস্য

  • মুখ্য আধিকারিক, পুরসভা
  • মুখ্য চিকিৎসা এবং স্বাস্থ্য আধিকারিক
  • জেলার আয়ুশ ডিরেক্টর
  • পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের সর্বোচ্চ ২ জন প্রতিনিধি
  • জেলা কালেক্টর মনোনীত সর্বাধিক তিন জন প্রখ্যাত নাগরিক
  • এমএনজিও প্রতিনিধি
  • স্থানীয় মেডিক্যাল কলেজের প্রতিনিধি
  • শহরের কর্পোরেট সংস্থা/এনজিও-র হাসপাতালের প্রতিনিধি, তিনি জেলা কালেক্টর দ্বারা নির্বাচিত হতেও পারেন
  • স্থানীয় এমপি/এমএলএ

সহযোগী সদস্য: এককালীন নির্দিষ্ট পরিমাণ অনুদান যিনি দেবেন (যেমন, ৫০০০ টাকা বা জেলা স্বাস্থ্য সোসাইটি দ্বারা নির্দিষ্ট পরিমাণ অর্থ), তিনি সোসাইটির পরিচালন কমিটির সদস্য হওয়ার জন্য যোগ্য বিবেচিত হতে পারেন।

প্রতিষ্ঠানিক সদস্য : যে প্রতিষ্ঠান নির্দিষ্ট পরিমাণ অর্থ অনুদান (যেমন, ৫০,০০০ টাকা বা জেলা স্বাস্থ্য সোসাইটি দ্বারা নির্দিষ্ট পরিমাণ অর্থ) দেবে বা হাসপাতালের একটি ওয়ার্ডের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে এবং তার খরচ চালাবে, সেই প্রতিষ্ঠান তার কোনও সদস্যকে সোসাইটির পরিচালন কমিটির সদস্য হিসাবে মনোনীত করার যোগ্য বলে বিবেচিত হতে পারে।

পরিচালন কমিটির কার্যধারা

  • প্রতি তিন মাসে অন্তত এক বার পরিচালন সমিতির বৈঠক হবে। সময় এবং স্থান চেয়ারপার্সন নির্দিষ্ট করবেন। যদি চেয়ারপার্সন বৈঠক ডাকার জন্য এক-তৃতীয়াংশ সদস্যদের কাছ থেকে আবেদন পান তবে তাঁকে যত শীঘ্র সমম্ভ বৈঠক ডাকতে হবে, যে স্থানে তিনি উপযুক্ত মনে করেন সেখানে।
  • প্রত্যেক বৈঠকে নিম্নলিখিত ন্যূনতম কাজ সম্পন্ন করতে হবে :
    • সরকার কর্তৃক প্রদত্ত মান এবং প্রোটোকলে সম্মতি
    • শেষ ত্রৈমাসিকে হাসপাতালের ওপিডি এবং আইপিডি পরিষেবার পর্যালোচনা এবং পরবর্তী ত্রৈমাসিকে লক্ষ্য নির্ধারণ
    • শেষ ত্রৈমাসিকে হাসপাতালের বাইরের কাজের পর্যালোচনা এবং পরবর্তী ত্রৈমাসিকে লক্ষ্য নির্ধারণ
    • গোষ্ঠী, শিল্প/বাণিজ্য সংস্থা, আইএমএ ও এফওজিএসআই-এর মতো পেশাদার সংস্থা থেকে সম্পদ সংগ্রহ সংক্রান্ত উদ্যোগের পর্যালোচনা
  • নজরদারি কমিটির জমা দেওয়া প্রতিবেদন নিয়ে আলোচনা
  • তহবিলের সদ্ব্যবহার সংক্রান্ত পর্যালোচনা এবং সরকারের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পাওয়া বিভিন্ন যন্ত্রপাতি এবং ওষুধের বর্তমান অবস্থা পর্যালোচনা
  • হাসপাতালে প্রদর্শিত নাগরিক সনদ ও অভিযোগের প্রতিবিধান সংক্রান্ত উদ্যোগের কার্যকারিতার পর্যালোচনা
  • আর্থিক বছর যাওয়ার পর প্রথম যে ত্রৈমাসিক বৈঠক বসবে তাতে উপরোক্ত নিয়মিত বিষয়ের পাশাপাশি গত আর্থিক বছরের বার্ষিক রিপোর্ট নিয়ে আলোচনা হবে
  • পরিচালন কমিটির বৈঠকের প্রতিটি নোটিশে তারিখ, সময় এবং স্থান নির্দিষ্ট ভাবে উল্লেখ থাকবে। এই নোটিশ ঘোষিত দিনের কমপক্ষে একুশ দিন আগে সদস্যদের কাছে পৌঁছবে। এই নোটিশ ইস্যু করবেন সোসাইটির সদস্য সচিব। নোটিশের সঙ্গে বৈঠকের অ্যাজেন্ডা থাকবে। আকস্মিক ভাবে যদি কোনও সদস্যকে এই নোটিশ পাঠানো না গিয়ে থাকে তবে সেই কারণ দেখিয়ে বৈঠকে গৃহীত কোনও সিদ্ধান্ত অবৈধ হিসাবে গণ্য হবে না। কোনও কারণে জরুরি বৈঠকের প্রয়োজন হলে চেয়ারম্যান দশ দিনের নোটিশে বৈঠক ডাকতে পারবেন।
  • চেয়ারপার্সনই বৈঠকে সভাপতিত্ব করবেন। যদি তিনি কোনও কারণে উপস্থিত না হতে পারেন তবে উপস্থিত সদস্যদের মধ্যে কাউকে সভাপতি নির্ধারণ করে বৈঠক হবে।
  • ৫ ও ৮ নম্বর ধারা মনোনীত সদস্য-সহ কমিটির সব সদস্যের অন্তত এক তৃতীয়াংশ যদি উপস্থিত থাকেন তবেই তা বৈঠকের কোরাম হবে
  • যিনি পদাধিকার বলে সোসাইটির সদস্য, উক্ত পদে তাঁর কার্যকালের মেয়াদ শেষ হয়ে গেলে তিনি আর সোসাইটি ও কমিটির সদস্য থাকবেন না। তাঁর পদে যিনি আসবেন তিনিই পদাধিকার বলে পরবর্তী সদস্য হবেন
  • মনোনীত সদস্য মনোনয়নের দিন থেকে তিন বছর মেয়াদ পর্যন্ত সদস্য থাকতে পারবেন এবং পরবর্তী তিন বছরের জন্য পুনরায় মনোনীত হতে পারবেন।
  • সোসাইটি তার রেজিস্টার্ড অফিসে একটি রোল খাতা রাখবে। সেই রোল খাতায় প্রত্যেক সদস্য স্বাক্ষর করবেন, তাঁর পদ, পেশা এবং ঠিকানা লিখবেন। রোল খাতায় সই না করলে কোনও সদস্য তাঁর অধিকার প্রয়োগ করতে পারবেন না।
  • সোসাইটির সদস্যপদ বাতিল হয়ে যেতে পারে যদি তিনি পদত্যাগ করেন, অপ্রকৃতিস্থ হন, দেউলিয়া হয়ে যান, অপরাধমূলক কাজকর্মে দোষী সাব্যস্ত হন।
  • পরিচালন কমিটি থেকে পদত্যাগ করার আবেদন সদস্য-সচিবকে করতে হবে। যদি পরিচালন কমিটির পক্ষে সদস্য-সচিব সেই পদত্যাগপত্র যতদিন না গ্রহণ করছেন ততদিন সেই ইস্তফা কার্যকর হবে না।
  • সোসাইটির কোনও সদস্য যদি ঠিকানা পরিবর্তন করেন তবে তাকে তা সদস্য-সচিবকে জানাতে হবে। সদস্য-সচিব রোল খাতায় উক্ত ঠিকানা লিখে দেবেন। যদি সংশ্লিষ্ট সদস্য যদি তাঁর ঠিকানা পরিবর্তনের কথা না জানান, তবে আগের ঠিকানাই তাঁর বর্তমান ঠিকানা রূপে গণ্য হবে। কোনও শূন্য পদ তৈরি হলে পরিচালন কমিটি তা পূরণ করার উদ্যোগ নেবে।
  • শূন্যপদ বা ক্রটিযুক্ত নিয়োগের যুক্তিতে সোসাইটি বা পরিচালন সমিতির কোনও কাজ অবৈধ বলে গণ্য হবে না।
  • এই সোসাইটির সদস্য বা পরিচালন কমিটির সদস্য কোনও পারিশ্রমিক পাবেন না।

সূত্র : National Health Mission

সর্বশেষ সংশোধন করা : 3/3/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate