অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

অপুষ্টি, অপরিচ্ছন্নতা ও অর্থনৈতিক উন্নয়ন

অপুষ্টি, অপরিচ্ছন্নতা ও অর্থনৈতিক উন্নয়ন

  • অপরিচ্ছন্নতা ও অপুষ্টি
  • শরীরে এ রকম অপুষ্টির সৃষ্টি হলে অনেক ক্ষেত্রেই খুব সঙ্গত কারণে সংক্রমণের বিরুদ্ধে শরীরে অ্য‌ান্টিবডি তৈরি হতে থাকে এবং তার জন্য‌ প্রয়োজন হয় খাদ্য‌ের গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানগুলি, যেমন—প্রোটিন ও ক্য‌ালোরির।

  • অপরিচ্ছন্নতা ও অপুষ্টি নিয়ে আরও কথা
  • ডায়েরিয়া, ডিসেন্ট্রি, টাইফয়েড প্রভৃতি রোগের জীবাণু অন্ত্রে বাসা বাঁধার ফলে পুষ্টি উপাদানের শোষণ বাধা প্রাপ্ত হয়।

  • উন্নত স্য‌ানিটেশন ও শিশুদের উচ্চতা
  • দেখা গিয়েছে, অপুষ্টিতে ভোগা শিশুদের উচ্চতা একই বয়সের অন্য‌ান্য‌ স্বাভাবিক শিশুদের তুলনায় প্রায় ১ সেন্টিমিটারের মতো কম হয়।

  • উন্নয়নশীল দেশগুলির সমস্য‌া
  • উন্নয়নশীল দেশগুলির ক্ষেত্রে, ‘নিট পুষ্টি’ কম হওয়ার নানা অসুস্থতা ও সর্বোপরি যথাযথ স্য‌ানিটেশনের অভাবে শিশুর বৃদ্ধি ব্য‌াহত হয়।

  • বিশ্বের তিনটি অপুষ্টি আক্রান্ত শিশুর একটি ভারতীয়
  • গত দশকে আমাদের দেশ অর্থনৈতিক দিক থেকে অনেকটাই উন্নতি করেছে। প্রতি বছর অর্থনৈতিক বিকাশের গড় হার ৮ শতাংশ।

  • ভারতে অপুষ্টির সামগ্রিক চিত্র
  • সমীক্ষার প্রতিবেদনে দেখা গিয়েছে, শতকরা ৪২.৫টি পাঁচ বছরের কমবয়সি শিশুর ওজন স্বাভাবিকের তুলনায় কম।

  • শিশু মৃত্য‌ুর হার
  • কম উচ্চতার শিশুদের মৃত্য‌ুর হারও যথেষ্ট বেশি।

  • শৌচাগার-বাস্তবতা
  • অনেকের মধ্য‌েই সরকারি সহায়তায় শৌচাগার নির্মাণের বিষয়টি সরকারের কাছ থেকে মূলত অনায়াসে কিছু আর্থিক সহায়তা পাওয়া বা সরকারি ভর্তুকি পাওয়ার জন্য‌, উন্নত অনাময় ব্য‌বস্থা বা তা ব্য‌বহার করার জন্য‌ নয়।

  • সমীক্ষার ফল
  • এই সমীক্ষায় এও জানা গিয়েছে, রাজস্থান, মধ্য‌প্রদেশ, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং বিহারে বহু মানুষ জানিয়েছেন যে, বাড়িতে শৌচাগার তৈরি করা খরচসাপেক্ষ তাই তাঁরা মাঠেই বা খোলা জায়গায় মলত্য‌াগ করে থাকেন।

    © C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
    English to Hindi Transliterate