অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

শৌচ সংক্রান্ত সচেতনতার সঙ্গে জড়িত নির্বাচিত কয়েকটি উপাদানের পরিসংখ্য‌ান (সারণি ৩)

শৌচ সংক্রান্ত সচেতনতার সঙ্গে জড়িত নির্বাচিত কয়েকটি উপাদানের পরিসংখ্য‌ান (সারণি ৩)

শিক্ষা প্রাথমিক স্তরের চেয়ে বেশি হলে, বাড়িতে নলবাহিত জল ও টেলিভিশন থাকলে, কর্মক্ষেত্রে কায়িক পরিশ্রমের বা আধুনিক ক্ষেত্রে কাজে নিযুক্ত হলে এবং এইডস সচেতনতা থাকলে তাঁদের ফ্লাশযুক্ত শৌচাগার থাকার সম্ভাবনা বেশি। সাধারণ ভাবে শৌচাগার ব্য‌বস্থা যে সব বিষয়ের উপর নির্ভর করে, তাদের ৯টি মাপকাঠিতে মাপা হয়েছে। এদের মধ্য‌ে ৫টি — নলবাহিত জল, বিদ্য‌ুৎ, টিভি, পেশার ধরন এবং এইচআইভি সচেতনতা—আধুনিকীকরণের মাত্রার সঙ্গে জড়িত। নলবাহিত জল, বিদ্য‌ুৎ বা টিভি বাড়িতে থাকা না-থাকা থেকে সংশ্লিষ্ট পরিবারের জীবনযাত্রার আধুনিক সুবিধাগুলির ব্য‌বহার সম্পর্কে ধারণা করা যায়। এইচআইভি সম্পর্কিত জ্ঞান দিয়ে পরিমাপ করা যায় আধুনিক স্বাস্থ্য‌বিধি সংক্রান্ত সচেতনতা, যা ব্য‌ক্তিগত পরিচ্ছন্নতা ও শৌচাগার ব্য‌বহারের ক্ষেত্রে অপরিহার্য।

আবার বিদ্য‌ুৎ, টেলিভিশন, নলবাহিত জল যাঁদের বাড়িতে রয়েছে, তাঁদের ফ্লাশযুক্ত শৌচাগার ব্যবহারের প্রবণতা বেশি। স্বল্প শিক্ষা ও স্বল্প আয়ের নিম্ন আর্থসামাজিক শ্রেণির কাছে শৌচালয়ের সুবিধা এখনও সে ভাবে পৌঁছয়নি। সুবিধা পৌঁছনোর জন্য‌ সর্বাগ্রে জোর দেওয়া উচিত সচেতনতা বৃদ্ধির উপর। রাজ্য‌ভিত্তিক সচেতনতার পরিমাপ ঠিক করে এই কাজ করা প্রয়োজন।

উপাদানের নাম

বর্ণনা

মূল্য‌

সংখ্য‌া (শতাংশে)

শিক্ষা

প্রাথমিকের বেশি

প্রাথমিক অথবা তার নীচে

 

৬৬৪৮ (৫৩.)

 

৫৭৫২৫ (৪৬.)

নিরাপদ জল

পাইপের জল/ বোতলের জল

 

অন্য‌ান্য‌ উৎস

 

 

৯৯৩৮২ (৭৯.)

 

 

২৪৯৯০ (২০.)

বিদ্য‌ুৎ

পৌঁছেছে

 

পৌঁছয়নি

 

 

৯৫৭৬৪ (৭৭.)

 

২৮৫৯৮ (২৩.)

টেলিভিশন

আছে

 

নেই

 

৭১০৮১ (৫৭.)

 

৫৩৩০৪ (৪২.)

হিন্দু

হিন্দু

 

অন্য‌ ধর্ম

 

৮৯৯৫৭ (৭২.)

 

৩৪২৭০ (২৭.)

সম্পদ

দরিদ্র বা দরিদ্রতম শ্রেণির অন্তর্ভুক্ত

 

মধ্য‌বিত্ত বা তার উঁচুতে

 

 

৩১৭২৯ (২৭.)

 

 

৯২৬৫৬ (৭৪.)

আধুনিকতা

সঙ্গী আধুনিক পেশায় নিযুক্ত

আধুনিক পেশায় নিযুক্ত নন

 

৩৩৪৬০ (২৬.)

 

৯০৬৩৪ (৭২.)

কায়িক পরিশ্রম

করেন

 

অন্য‌ কাজে যুক্ত

 

৩৪৩৮৫ (২৭.)

 

৮৯৭২৯ (৭২.)

এইডস সচেতনতা

জ্ঞান রয়েছে

 

জ্ঞান নেই বা অল্প ধারণা

 

 

৭১০২৫ (৫৭.)

 

৫৩৩৬০ (৪২.)

সুত্রঃ যোজনা জানুয়ারী ২০১৫

সর্বশেষ সংশোধন করা : 11/14/2019



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate