অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

প্রতিরোধ ও চিকিৎসা

প্রতিরোধ ও চিকিৎসা

ঠেকাবেন কী করে

  • জন্মগত গ্লকোমা ঠেকানোর রাস্তা নেই।
  • প্রাইমারি গ্লকোমার ক্ষেত্রে রক্তের সম্পর্কযুক্ত কোনও আত্মীয়ের যদি এ রোগ থাকে ৪০ বছর বয়সের পর বছরে এক বার চোখের ডাক্তার দেখান। তিন ধরনের পরীক্ষা করতে হবে।
    • টেনোমেট্রিক অর্থাৎ চোখের ভিতরে তরলের চাপ মাপা।
    • অপথ্যালমোস্কোপ দিয়ে চোখের স্নায়ুতে ত্রুটি আছে কি না দেখা। একে বলে অপটিক নার্ভ টেস্ট।
  • ভিস্যুয়াল ফিল্ড অ্যানালিসিস — রোগ হয়েছে সন্দেহ হলে এই পরীক্ষা করা হয়। কোথায়, কতখানি ক্ষতি হয়েছে তা বোঝা যায় এতে।
  • সেকেন্ডারি গ্লকোমা : যে যে কারণে সেকেন্ডারি গ্লকোমা দেখা দিতে পারে তা যথাসম্ভব এড়িয়ে চলা। যেমন —
    • চোখ লাল, চুলকানি, জল পড়া, ব্যথা ইত্যাদি হলে তাড়াতাড়ি চোখের ডাক্তার দেখানো।
    • ছানি অপারশনের প্রয়োজন হলে দেরি না করা।
    • চোখে যাতে চোট না লাগে, লাগলে তাড়াতাড়ি ডাক্তার দেখানো।

কী করবেন

  • সঙ্গে সঙ্গে চিকিত্সা। অনেক সময় ওষুধেই কাজ হয়। জটিল রোগে অপারেশন লাগে।
  • চিকিত্সা চলাকালীন কিছু নিয়ম মেনে চলুন। যেমন —
    • মাথা বা চোখে চাপ পড়ে এমন ব্যায়াম করবেন না, বিশেষ করে শীর্ষাসন।
    • জল খাবেন ধীরে ধীরে। এক সঙ্গে এক গ্লাসের বেশি নয়।
    • মানসিক রোগের কিছু ওষুধ চোখে চাপ বাড়াতে পারে। কাজেই এই সব ওষুধ খেতে হলে চোখের ডাক্তারের সঙ্গে কথা বলে নেবেন।
    • অজ্ঞান করার ওষুধেও চোখের চাপ বাড়তে পারে। কাজেই অপারেশনের কথা থাকলে অ্যানসথেটিস্টকে রোগের কথা জানিয়ে রাখুন।
    • গ্লকোমাতে অনেক সময় দু’ পাশের দৃষ্টি কমে যায়। সে রকম হলে সাইকেল, স্কুটার চালানো বন্ধ করুন।
    • ওষুধ চলবে সারা জীবন। মানসিক প্রস্তুতি নিন।
    • নিয়মিত চোখের ডাক্তার দেখান।
    • ছ’ মাস বাদে বাদে ভিস্যুয়াল ফিল্ড টেস্টিং করতে ভুলবেন না।
    • মনে রাখবেন চিকিত্সা চালালে রোগ আয়ত্তে থাকে। কিন্তু ক্ষতি যা হয়ে গেছে তা আর ঠিক করা যায় না। কাজেই দ্রুত রোগ নির্ণয় জরুরি।

তথ্য : ডাঃ জ্যোতির্ময় দত্ত

সর্বশেষ সংশোধন করা : 7/18/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate