অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

জাতীয় টিকাকরণ সময়সূচি

শিশু বয়সে বিভিন্ন রোগ এবং প্রতিবন্ধকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য টিকাকরণ একটি গুরুত্বপূর্ণ এবং কম খরচের পদ্ধতি। স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিত নিম্নলিখিত সময়সূচি মেনে চিকিৎসকরা টীকাকরণের পরামর্শ দিয়ে থাকেন।

টিকা

কখন দিতে হবে

ডোজ

গমনপথ

কোথায় দিতে হবে

গর্ভবতী মহিলাদের জন্য

টিটি-

গর্ভধারণের প্রথমাবস্থায়

.৫ মিলি

পেশির ভিতরে

ঊর্ধ্ব বাহুতে

টিটি-

টিটি-* প্রথম ডোজ দেওয়ার ৪ সপ্তাহ পর

.৫ মিলি

পেশির ভিতরে

ঊর্ধ্ব বাহুতে

টিটি বুসটার

যদি গর্ভাবস্থায় টিটি-২ নেওয়া হয়ে থাকে তবে পরবর্তী ৩ বছরের মধ্যে

.৫ মিলি

পেশির ভিতরে

ঊর্ধ্ব বাহুতে

সদ্যোজাতের ক্ষেত্রে

বিসিজি

জন্মের সময় অথবা ১ বছরের মধ্যে যত শীঘ্র সম্ভব

.১ মিলি (.০৫ মিলি এক মাস বয়স পর্যন্ত)

ত্বকের ভিতরে

বাম ঊর্ধ্ববাহুতে

হেপাটাইটিস বি

জন্মের সময় অথবা ২৪ ঘণ্টার মধ্যে যত শীঘ্র সম্ভব

.৫ মিলি

পেশির ভিতের

মাঝ উরুর সামনের পাশের দিকে

ওপিভি-

জন্মের সময় অথবা প্রথম পনেরো দিনের মধ্যে যত শীঘ্র সম্ভব

দু’ ফোঁটা

মুখে

মুখে

ওপিভি-,,

ছয় সপ্তাহ, দশ সপ্তাহ এবং চোদ্দো সপ্তাহ

দু’ ফোঁটা

মুখে

মুখে

ডিপিটি-,,

ছয় সপ্তাহ, দশ সপ্তাহ এবং চোদ্দো সপ্তাহ

.৫ মিলি

পেশির ভিতের

মাঝ উরুর সামনের পাশের দিকে

হেপাটাইটিস বি-,২ এবং ৩

ছয় সপ্তাহ, দশ সপ্তাহ এবং চোদ্দো সপ্তাহ

.৫ মিলি

পেশির ভিতরে

মাঝ উরুর সামনের পাশের দিকে

হাম

নয় মাস পুরো হওয়ার পর থেকে ১২ মাসের মধ্যে, যদি এর মধ্যে না নেওয়া হয়ে থাকে তবে ৫ বছর পর্যন্ত দেওয়া যেতে পারে

.৫ মিলি

চামড়ার ভিতর

ডান ঊর্ধ্ব বাহুতে

ভিটামিন এ (প্রথম ডোজ)

হামের টিকার সঙ্গে ন’মাসের মধ্যে

১মিলি(১লক্ষআইইউ)

মুখে

মুখে

শিশুদের জন্য

ডিপিটি বুসটার

১৬-২৪ মাস

.০৫ মিলি

পেশির ভিতরে

মাঝ উরুর সামনের পাশের দিকে

ওপিভি বুসটার

১৬-২৪ মাস

দু’ফোঁটা

মুখে

মুখে

জাপানি এনসেফেলাইটিস**

১৬-২৪ মাসে ডিপিটি/ওপিভি বুসটারের সঙ্গে

.৫মিলি

চামড়ার ভিতরে

বা ঊর্ধ্ববাহুতে

ভিটামিন এ***(দ্বিতীয় থেকে নবম ডোজ)

১৬ মাসে ডিপিটি/ওপিভি বুসটারের সঙ্গে। এর পর প্রতি ছ’মাস অন্তর একটি ডোজ পাঁচ বছর বয়স পর্যন্ত

২মিলি (২ লক্ষ আইইউ)

মুখে

মুখে

ডিটি বুসটার

-৬ বছর

.৫ মিলি

পেশির ভিতরে

ঊর্ধ্ব বাহুতে

টিটি

১০ বছর এবং ১৬ বছরে

.৫ মিলি

পেশির ভিতরে

ঊর্ধ্ববাহুতে

* গর্ভধারণ ৩৬ সপ্তাহ হওয়ার আগে টিটি-২ বা বুসটার ডোজ দিন। যদি ৩৬ সপ্তাহ পারও হয়ে যায় তা হলেও দিন, এমনকী আগে না নেওয়া হলে লেবার রুমে দিন।

** যেখানে এই রোগের প্রকোপ দেখা গেছে সেই রকম বাছাই করা জেলায় প্রচারের পর এসএ ১৪-১৪-২ টিকা দিন।

*** ভিটামিনের ২ থেকে ৯ নম্বর ডোজ দ্বিবার্ষিক চক্রে আইসিডিএসের সহায়তায় ১ থেকে ৫ বছরের শিশুদের দেওয়া যেতে পারে।

জাতীয় টিকাকরণ কর্মসূচির মধ্যে চারটি নতুন টিকা

জাতীয় টিকাকরণ কর্মসূচির মধ্যে ভারত সরকার চারটি নতুন টিকা চালু করেছে। এর মধ্যে একটি হল জাপানি এনসেফেলাইটিসের জন্য। বিনামূল্যে দেওয়া এই টিকাগুলি ১৩টি জীবনহানিকর রোগের বিরুদ্ধে প্রায় ২ কোটি ৭০ লক্ষ শিশুদের রক্ষা করবে। জাতীয় টিকাকরণ কর্মসূচির অঙ্গ হিসাবে রোটাভাইরাস, রুবেলা এবং পোলিওর (ইনজেকসনের মাধ্যমে) টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।

জাপানি এনসেফেলাইটিস টিকা দেশের ন’টি রাজ্যের ১৭৯ জেলায় দেওয়া হয়ে থাকে যেখানে উচ্চমাত্রায় এই রোগটি হওয়ার সম্ভাবনা রয়েছে। রোটাভাইরাসের কারণে প্রতি বছর ডাইরিয়ায় প্রায় ৮০,০০,০০০ শিশু মারা যায় এবং ১০ লক্ষকে হাসপাতালে ভর্তি করতে হয়। ফলে দারিদ্র্সীমার নীচে বসবাসকারী পরিবারগুলোর দুর্দশা আরও বাড়ে। রুবেলা ভাইরাসের কারণে শিশুর গুরুতর জন্মগত ত্রুটি দেখা দেয়। এ ছাড়া পোলিও রোগের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী লড়াই গড়ে তুলতে খাওয়ানোর পাশাপাশি ইনজেকশনের মাধ্যমেও এই ভাইরাসের টিকা দেওয়া চালু হচ্ছে। ভারত-সহ বিশ্বের ১২৫ দেশে এই ইনজেকটেবেল পোলিও ভ্যাকসিন (আইপিভি) এক সঙ্গে দেওয়া চলছে।

সূত্র : বিজনেস স্ট্যান্ডার্ড

সর্বশেষ সংশোধন করা : 6/24/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate