অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

প্রশ্নাবলি ৬

প্রশ্নাবলি ৬

১৬ থেকে ২৪ মাস বয়সের মধ্যে একটি শিশুকে যদি এসআইএর সময় জাপানি এনসেফ্যালাইটিসের প্রতিষেধক দেওয়া হয়, তবে তাকে ফের আরআই-এর অংশ হিসাবে কি জেই টিকা দিতে হবে?

না, বর্তমানে এটি একটি একক ডোজ টিকা এবং এর পুনরাবৃত্তি করা উচিত নয়।

২ বছর বয়সের ( ২৪ মাস) উপরে একটি শিশুকে আরআই অথবা এসআইএ-র মাধ্যমে জেই টিকা না দেওয়া হলে, তাকে জেই টিকা কি দেওয়া উচিত?

হ্যাঁ, শিশু ১৫ বছর বয়স পর্যন্ত, আরআই-এর মাধ্যমে, জেই টিকার একটি ডোজ গ্রহণ করতে পারে।

ভিটামিন কত প্রতিষেধক মাত্রায় এবং কত বয়স পর্যন্ত দেওয়া উচিত?

৫ বছর বয়স পর্যন্ত ৯ প্রতিষেধক মাত্রায় ভিটামিন দেওয়া উচিত।

ভিটামিন এ-র দুটি ডোজের মধ্যে সর্বনিম্ন কত তফাত রাখা উচিত?

ভিটামিন এ-র যে কোনও দু’টি মাত্রার মধ্যে সর্বনিম্ন ৬ মাস ফারাক থাকতে হবে।

ভিটামিন এ সিরাপ কী ভাবে দেওয়া উচিত উচিত?

ভিটামিন-এ সিরাপ প্রতিটি বোতলের সঙ্গে দেওয়া চামচের মাপ মেনে ব্যবহার করা উচিত। চামচের অর্ধেক মানে ১00,000 আইইউ এবং পূর্ণ চামচ মানে ২00,000 আইইউ।

ভিটামিন এ বোতল এক বার খোলার পর কতক্ষণ ব্যবহার করা যেতে পারে?

একটি ভিটামিন এ-র বোতল এক বার খোলার পর, ৬-৮ সপ্তাহের মধ্যে ব্যবহার করা উচিত। বোতল খোলার তারিখ লিখে রাখুন।

একটি ভিটামিন-এ সম্পূরক ছাড়া, ভিটামিন-এ-র অভাব পূরণ করার নীতিমালা কী?

  • ১. শিশুকে জন্মের পর থেকে একচেটিয়া ভাবে স্তন্যপান করান। ভিটামিন এ সমৃদ্ধ কোলোসট্রাম খাওয়ান।
  • ২. দুগ্ধপোষ্য শিশুকে নিয়মিত গাঢ় সবুজ শাক সবজি বা হলুদ ও কমলা ফল ও সবজি যেমন কুমড়ো, গাজর, পেঁপে, আম, কমলা সঙ্গে দানাশস্য থেকে প্রস্তুত খাদ্য এবং ডাল খাওয়ান।
  • ৩. দুধ, পনির, দই, ঘি, ডিম, লিভার ইত্যাদি খাওয়ান।

সর্বশেষ সংশোধন করা : 1/28/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate