নানা ধরনের খামার-বর্জ্য আছে। সেই খামার বর্জ্য পচিয়ে যে জৈব উপাদান পাওয়া যায়, তা-ই হল কমপোস্ট।
পঞ্চগব্যের মতোই দশগব্যও একটি জৈব পদার্থ। পঞ্চগব্য সহ ১০টি উপাদান দিয়ে তৈরি দশগব্য। দশগব্যের নানা বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে।
উদ্ভিদ জগতে বাড়বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পঞ্চগব্যের বিরাট ভূমিকা আছে। এই জৈব পদার্থটিজ প্রস্তুতি সহ নানা বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে।