কিছু ধান সম্পর্কে আলোচনা করা হয়েছে।
প্রত্নতাত্ত্বিকদের মত। বাংলায় ধানের বয়স ৩৭০০ বছর। সেই ইতিহাস সংক্ষেপে তুলে ধরা হয়েছে এখানে।
এক সময় এই বাংলায় চাষ হত সাড়ে পাঁচ হাজারেরও বেশি দেশজ ধান, উপচে পড়ত বঙ্গলক্ষ্মীর সমৃদ্ধ ঝাঁপি।
বাঙালির জীবনধারণের সঙ্গে ধান ওতপ্রোত ভাবে জড়িত।