ঢলে পড়া (Wilt) রোগ
রোগের কারণ
ফিউজারিয়াম অক্সিস্পোরাম (Fusarium oxysporum) নামক ছত্রাক দ্বারা এ রোগ হয়ে থাকে।
রোগের বিস্তার
ছত্রাকটি মাটি ও বীজ কন্দে বেঁচে থাকে। উষ্ণ আবহাওয়া, বেশী বৃষ্টিপাত ও হালকা মাটিতে এ রোগটি বেশী দেখা যায়। কম পরিমানে ফসফেট ও বেশী পরিমান নাইট্রোজেন সার প্রয়োগ করলেও রোগটি বাড়ে।
রোগের লক্ষণ
- কন্দ, পাতা ও শিকড় সর্বত্রই লক্ষণ দেখা যায়।
- মাটির তলায় কন্দে পচন শুরু হয়।
- এর ফলে উপরের পাতাগুলি আস্তে আস্তে হলুদ হতে থাকে।
- পাতার ডগাতে শিরামধ্যবর্তী অঞ্চল হলুদ বর্ণের হয়। পরে হলুদ বর্ণ নীচের দিকে নামে।
- প্রথমে পূরানো পাতা ধীরে ধরে হলুদ হয়ে মরে যায়।
- কন্দ পঁচে যায় ও আক্রান্ত গাছ ঢলে পড়ে মরে যায়।
|
চিত্র: গ্লাডিওলাসের ঢলে পড়া রোগের লক্ষণ |
রোগের প্রতিকার
- রোগ প্রতিরোধী জাত চাষ করতে হবে।
- এ রোগ হয় না এমন ফসলের সাহায্যে শষ্য পর্যায় করতে হবে।
- রোগমুক্ত বীজ কন্দ সংগ্রহ করতে হবে।
- কন্দ তোলার সময় আঘাত জনিত ক্ষত এরাতে হবে।
- সুষম সার প্রয়োগ করতে হবে। নাইট্রোজেন সার ভেংগে ভেংগে প্রয়োগ করতে হবে।
- কার্বেন্ডাজিম (যেমন-অটোস্টিন) অথবা কার্বোক্সিন + থিরাম (যেমন-প্রোভ্যাক্স ২০০ ডব্লিউপি) প্রতি লিটার পানিতে ২.৫ গ্রাম হারে মিশিয়ে কন্দ আধা ঘন্টা ভিজিয়ে রেখে ছায়ায় শুকিয়ে নিয়ে জমিতে রোপন করতে হবে।
- জমিতে রোগ দেখা দিলে কার্বেন্ডাজিম (যেমন-অটোস্টিন) অথবা কার্বোক্সিন + থিরাম (যেমন-প্রোভ্যাক্স ২০০ ডব্লিউপি) প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে মিশিয়ে গাছের গোড়ায় মাটিতে ৭ দিন পর পর ২-৩ বার স্প্রে করতে হবে।
বট্রাইটিস পাতা ঝলসানো (Botrytis Leaf blight) রোগ
রোগের কারণ
বট্রাইটিস গ্লাডিওলোরাম (Botrytis gladiolorum) নামক ছত্রাক দ্বারা এরোগ হয়ে থাকে।
রোগের বিস্তার
ঠান্ডা ও আর্দ্র আবহাওয়ায় এই রোগ বেশী হয়।
রোগের লক্ষণ
- পাতার আগায় প্রথমে ধূসর বর্ণের দাগ পড়ে।
- ক্রমান্ধয়ে দাগ নিচের দিকে বাড়তে থাকে।
- পরে সমস্ত পাতা বাদামী রংগের হয়।
- গোটা পাতা শুকিয়ে যায় ও গাছ মারা যায়।
|
|
চিত্র: গ্লাডিওলাসের বট্রাইটিস পাতা ঝলসানো রোগের লক্ষণ |
রোগের প্রতিকার
- গাছের পরিত্যক্ত অংশ পুড়ে ফেলতে হবে।
- রোগমুক্ত জমি থেকে কর্ম সংগ্রহ করতে হবে।
- জমিতে রোগ দেখা দিলে কার্বেন্ডাজিম (যেমন-অটোস্টিন) প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে মিশিয়ে গাছে ৭-১০ দিন পর পর ২-৩ বার স্প্রে করতে হবে।
সূত্র ও লেখকঃ বিজ্ঞানী ড. কে. এম. খালেকুজ্জামান
সর্বশেষ সংশোধন করা : 3/6/2024
0 রেটিং / মূল্যাঙ্কন এবং 0 মন্তব্য
তারকাগুলির ওপর ঘোরান এবং তারপর মূল্যাঙ্কন করতে ক্লিক করুন.
© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.