অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

মিশ্র মাছ চাষ : প্রশ্নাবলি ২

মিশ্র মাছ চাষ : প্রশ্নাবলি ২

রুই, কাতলা ও মৃগেল মাছের মিশ্র চাষ করার জন্য কী পরিমাণ চারাপোনা বিঘা প্রতি পুকুরে ছাড়া প্রয়োজন?

  • রুই, কাতলা ও মৃগেল মাছের মিশ্র চাষ করার জন্য বিঘা প্রতি ২০০টি কাতলা, ৫০০টি রুই ও ৩০০টি মৃগেল — মোট ১০০০ চারা পোনা ছাড়া প্রয়োজন।
  • রুই, কাতলা ও মৃগেল –এর সঙ্গে বিদেশি পোনার মিশ্র চাষ করলে বিঘা প্রতি কাতলা ১০০টি, রুই ৩০০টি, মৃগেল ১৫০টি, সিলভার কার্প ২০০টি, গ্রাসকার্প ১০০টি, সাইপ্রিনাস ১৫০ মোট বিঘা প্রতি ১০০০টি।

রুই, কাতলা ও মৃগেল মাছের মিশ্র চাষ করার জন্য চারাপোনা পুকুরে ছাড়ার সময় চারা পোনাগুলি কত বড় হওয়ার দরকার?

উ : রুই, কাতলা ও মৃগেল মাছের মিশ্র চাষ করার জন্য চারাপোনা পুকুরে ছাড়ার সময় চারা পোনাগুলি প্রতিটি ৪ থেকে ৬ ইঞ্চি বড় হওয়া উচিত।

রুই, কাতলা ও মৃগেল মাছের মিশ্র চাষ করার জন্য চারাপোনা পুকুরে ছাড়ার উপযুক্ত সময় কী।

উ : রুই, কাতলা ও মৃগেল মাছের মিশ্র চাষ করার জন্য আষাঢ় থেকে ভাদ্র মাসই হল চারাপোনা পুকুরে ছাড়ার উপযুক্ত সময়। এই সময় জলের তাপমাত্রা কিছুটা কমে আসে ও চারাপোনার পক্ষে উপযুক্ত হয়।

মিশ্র চাষ করার জন্য চারা পোনা পুকুরে ছাড়ার সময় পুকুরে কত জলা থাকা দরকার?

উ : মিশ্র চাষ করার জন্য চারা পোনা পুকুরের জলের গভীরতা ৬ ফুট থেকে ৭ ফুটের মতো হওয়া দরকার। কোন সময়ই এর বোশি জল পুকুরে রাখা ভাল নয়।

মিশ্র চাষ করার জন্য চারা পোনা পুকুরে ছাড়ার পর কী কী পরিচর্যা করা দরকার?

উ : মিশ্র চাষ করার জন্য পুকুর সব সময় পরিষ্কার রাখা, মাঝে মাঝে পুকুরের জলে চুন ও সার দেওয়া, পুকুরে মাছকে পরিপূরক খাবার দেওয়া এবং মাঝে মাঝে জাল টানা দরকার।

সর্বশেষ সংশোধন করা : 7/22/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate