মাছের জোগান বাড়াতে নতুন মৎস্যনীতির পথে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যে মাছ চাষে বিভিন্ন বেসরকারি সংস্থাকে যুক্ত করার চেষ্টা চলছে। ওই সমস্ত সংস্থাকে উৎসাহ দিতে কী কী ছাড় দেওয়া সম্ভব, তা খতিয়ে দেখছে রাজ্য সরকার। অল্প সময়ে কী করে বড় সাইজের মাছের চাষ করা যায়, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। বাংলার হারিয়ে যাওয়া মাছ সংরক্ষণ ও সেই সমস্ত মাছকে ফিরিয়ে আনা ও চাষে গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার। মাছের উৎপাদন বৃদ্ধিতে আধুনিক পদ্ধতির প্রয়োগের ওপরও জোর দেওয়া হচ্ছে। এ জন্য জার্মানি, নরওয়ের মতো মাছ চাষে উন্নত দেশের প্রযুক্তি গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলায় জার্মান সংস্থা মাছ চাষে প্রযুক্তি দিয়ে সাহায্য করছে।
সুত্রঃপোর্টাল কনটেন্ট টিম
সর্বশেষ সংশোধন করা : 7/22/2020