উ : মাছ চাষের সঙ্গে যখন অন্য কোনও চাষ যেমন হাঁস, মুরগি ইত্যাদি একত্রে একই ব্যবস্থাপনায় এনে কম খরেচ উত্পাদন বাড়ানোর ব্যবস্থা গ্রহণ করা হয় তখন তাকে সুসংহত মাছ চাষ বলে।
উ : হাঁসের মল পুকুরে পড়ে সরাসরি জৈব সারের কাজ করে। তাই মাছ চাষে অন্য কোনও সার বেশি লাগে না। মাছের পক্ষে ক্ষতিকারক জলজ উদ্ভিদ ও পোকামাকড় খেয়ে হাঁস-পুকুরের পরিবেশ ঠিক রাখে।
উ : সারা বছর জল থাকে, মোটামুটি আয়তাকার মাঝারি মাপের পুকুরই ভালো।
উ : পুকুর থেকে জলজ উদ্ভিদ তুলে ফেলতে হবে। আগাছা মারার জন্য বিঘা প্রতি তিন ফুট জলের গভীরতার জন্য ৩০০ কিলো গ্রাম মহুয়া খইল দিতে হবে। মহুয়া খইল দেওয়ার ১০ থেকে ১২ দিন পরে বিঘা প্রতি ৩০ কিলোগ্রাম কলিচুন পুকুরে ছড়িয়ে দিতে হবে এবং মহুয়া খইল দেওয়ার ২০ থেকে ২২ দিনের মাথায় ভালো করে জাল টানতে হবে যাতে পাঁকে কোনও গ্যাস না থাকে।
উ : বিঘা প্রতি ৮০০ সংখ্যক ৪ থেকে ৬ ইঞ্চি মাপের ছয় রকম জাতের চারাপোনা ছাড়তে হবে। প্রতি ২০টি চারাপোনার মধ্যে কাতলা ৪টি, সিলভার কার্প ৪টি, রুই ৪টি, ঘেসো রুই ২টি, মৃগেল ৩টি ও আমেরিকান রুই ৩টি থাকা উচিত।
উ : প্রতি মাসে কম পক্ষে ৩০ কিলো গ্রাম চুন জলে গুলে পুকুরে ছাড়াতে হবে। প্রতি মাসে কমপক্ষে এক বার ভালো করে জাল টেনে পাঁকের গ্যাস দূর করতে হবে এবং মাছের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। এই জাতীয় চাষে মাছের জন্য কোনও সার বা খাবার দেওয়া দরকার হয় না।
উ : পকুর পাড়ে কম খরচে স্থায়ী জিনিসপত্র দিয়ে হাঁসের জন্য মজবুত ঘর তৈরি করতে হবে। প্রতিটি হাঁসের জন্য ৩ – ৪ বর্গ ফুট জায়গা দরকার। সুতরাং হাঁসের সংখ্যা অনুসারে সেই আকারের ঘর তৈরি করতে হবে। ঘরের এক কোণে ডিম পাড়ার জন্য কিছু শুকনো ঘাস রাখা দরকার। হাঁস পালনের জন্য ভালো জাতের সংকর হাঁস নির্বাচন করা দরকার।
উ : প্রতি বিঘা জলার জন্য ৩৫ থেকে ৪০টি হাঁস রাখতে হবে। প্রতি ১০টি হাঁসের জন্য ১টি পুরুষ হাঁস যেন অবশ্যই থাকে।
উ : পুকুরে চরার সময় হাঁসের প্রাকৃতিক খাবার যেমন গেঁড়ি, গুগলি, জলের পোকা ইত্যাদি খেয়ে থাকে। কিন্তু এই খাবার যথেষ্ট নয়। সেই জন্য প্রতিটি হাঁসকে প্রতি দিন গড়ে ১০০ গ্রাম করে সুষম খাবার দিতে হবে।
উ : মাছ চাষের সঙ্গে হাঁস পালন পদ্ধতিতে ৪৫০ কিলোগ্রাম মাছ, ৪৫০০টি ডিম ও প্রায় ৬০ কিলোগ্রাম মতো মাংস পাওয়া যেতে পারে।
উ : এই রকম চাষে বিঘা প্রতি খরচ হবে প্রায় ১৫০০০ টাকা।
উ : মাছ চাষের সঙ্গে হাঁস পালন করে, মাছ, ডিম ও হাঁসের মাংস বিক্রয়ের মাধ্যমে বছরে প্রায় ১৫০০০ টাকা লাভ করা যায়।
সর্বশেষ সংশোধন করা : 2/13/2020
জিওল মাছ চাষ নিয়ে যে সব প্রশ্ন প্রায়শই করা হয়ে থাক...
জিওল মাছ চাষ নিয়ে যে সব প্রশ্ন প্রায়শই করা হয়ে থাক...
গলদা চিংড়ির চাষ নিয়ে যে সব প্রশ্ন প্রায়শই করা হয়ে ...
ডিম পোনার চাষ নিয়ে যে সব প্রশ্ন প্রায়শই করা হয়ে থ...