অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

উল্লেখযোগ্য ই-পদক্ষেপ

উল্লেখযোগ্য ই-পদক্ষেপ

  • অনলাইনে মিলবে ড্রাইভিং লাইসেন্স
  • অনলাইনে আবেদন, অনলাইনে পরীক্ষা, ফল সঙ্গে সঙ্গে। মিলবে লার্নার লাইসেন্স। ব্যবস্থা চালু হচ্ছে কলকাতায়।

  • ই -কমার্স গ্রাহক অভিযোগ সমাধানে কমিটি কেন্দ্রের ।
  • বিভিন্ন ই -কমার্স সাইটে পণ্য কিনে অনেক গ্রাহক যে সমস্যা ও হয়রানির মধ্যে পড়েন , তার প্রতিকারে কী ব্যবস্থা করা উচিত সেই দিক নির্দেশের উদ্দেশে কেন্দ্র একটি কমিটি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে৷

  • ই –কমার্সের কাজে ঢুকছে ডাক বিভাগ
  • আগামী বছর ই-কমার্স সংস্থার জন্য কাজ শুরু করতে পারে ভারতীয় ডাক বিভাগ। সেই খবর এখানে।

  • ই-কমার্সে উৎসাহভাতা সরকারের
  • পাঁচ বছরের নতুন বৈদেশিক বাণিজ্য চুক্তিতে অনলাইন পণ্য বিক্রয়কারী সংস্থাগুলিকে বিভিন্ন প্রকার ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

  • উন্নয়নের খরচে ই-নজরদারি কেন্দ্রের
  • তথ্যপ্রযুক্তির সাহায্যে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের সঙ্গে রাজ্যের ট্রেজারিগুলিকে জুড়ে দেওয়ার কাজ হয়েছে। এর ফলে রাজ্যকে দেওয়া কেন্দ্রের অর্থ কখন, কোন খাতে খরচ হচ্ছে, অর্থ মন্ত্রক তা সঙ্গে সঙ্গে জানতে পেরে যাবে।

  • এইমসে অনলাইনে প্রাক- নথিভুক্তকরণ
  • বহির্বিভাগে দেখানোর জন্য অনলাইনে প্রাক-নথিভুক্তরণ পরিষেবা চালু করল এইমস

  • ওয়েবনির্ভর বিল পেমেন্ট পর্যবেক্ষণ
  • পরিবহণ মন্ত্রকের কাজে স্বচ্ছতা আনতে ওয়েবনির্ভর বিল পেমেন্ট পর্যবেক্ষণ ব্যবস্থা চালু হল।

  • কিয়স্ক ব্যাংকিং
  • এখানে কিয়স্ক ব্যাংকিং প্রকল্প নিয়ে আলোচনা করা হয়েছে।

  • ঝামেলাহীন বৈদ্যুতিন টোল সংগ্রহ ব্যবস্থা
  • দিল্লি-মুম্বই রুটে চালু হল বৈদ্যুতিন টোল সংগ্রহ ব্যবস্থা। তারই তথ্য এখানে।

  • নেটে বন্ধকী বাড়ি নিলাম করবে স্টেট ব্যাঙ্ক
  • অনুৎপাদক সম্পদের বিপুল বোঝা কমাতে ইন্টারনেটে বহু বন্ধকী বাড়ি নিলাম করবে স্টেট ব্যাঙ্ক।

  • ফোন করলেই গ্যাসের ভর্তুকি নিয়ে আর্জি প্রধানমন্ত্রীর
  • রান্নার গ্যাস বুক করতে গেলেই শোনা যাচ্ছে প্রধানমন্ত্রীর কণ্ঠস্বর। গ্যাসের ভর্তুকির টাকা সংক্রান্ত ‘পহল’ ব্যবস্থার কথা শোনাচ্ছেন তিনি।

  • বায়োমেট্রিক হাজিরা চালুর সক্রিয়তা তুঙ্গে
  • ২৬ জানুয়ারির মধ্যে দেশের সব কেন্দ্রীয় সরকারি অফিসে চালু হচ্ছে আধার কার্ডভিত্তিক বায়োমেট্রিক হাজিরা।

  • বিএসএনএল ব্রডব্যান্ড মিলবে কেবলে
  • পরিকাঠামোকে পুঁজি করে বাজার ধরতে নয়া পদক্ষেপ কেন্দ্রীয় সংস্থার।

  • ভলভো বাসে 4G wifi পরিষেবা
  • চলতে চলতেই ডাউনলোড করুন পছন্দসই সিনেমা কিংবা যে কোনও অ্যাপস।

  • রক্তের দাগেই রহস্যভেদ, আসছে নয়া সফটওয়্যার
  • অপরাধস্থলে লেগে থাকা রক্তের দাগের ধরন এ বার খুনের তদন্তে সাহায্য করবে। এ রকমই একটি সফটওয়্যার তৈরিতে ব্যস্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের দুই গবেষক অধ্যাপক সমীর বন্দ্যোপাধ্যায় ও নবনীতা বসু।

    © C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
    English to Hindi Transliterate