১. আপনি অনলাইনে নতুন আবেদন করতে পারেন (যদি আপনি কখনও আবেদন না করে থাকেন বা আপনার আবেদনটি স্পনসর এজেন্সি বাতিল করে দেয়)
২. অনলাইনে আবদনের আগে ফাঁকা আবদেনপত্রটির একটি প্রিন্ট আউট নিন। ভাল করে সেটি পড়ুন।
৩. যে ফিল্ডগুলিতে (*) চিহ্ন রয়েছে সেগুলি বাধ্যতামূলক। তারিখে ফিল্ড : ডিডি-এমএম-ওয়াইওয়াই যেমন ০১-১২-২০১১ এই ভাবে পূরণ করুন
৪. এই সাইটের মাধ্যমে যে কোনও জায়গায় বসে আপনি অনলাইনে আবেদন করতে পারেন। অনলাইন আবেদনের সময় আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনি কি আবেদনপত্র চূড়ান্ত ভাবে জমা করছেন। যদি আপনি ‘ওকে’ তে ক্লিক করেন তবে আর আপনি আবেদনপত্রে পরিবর্তন করতে পারবেন না।
৫. চূড়ান্ত ভাবে আবেদনপত্র জমা দেওয়ার পর আপনি একটি অনন্য অ্যাপ্লিকেশন আইডি পাবেন। এটি আপনাকে লিখে রেখে দিতে হবে। কারণ পরবর্তীকালে আবেদন সংক্রান্ত কোনও যোগাযোগের জন্য ওই আইডি-র প্রয়োজন হতে পারে। আপনি এটি প্রিন্ট আউট নিয়ে রেখে দিতে পারেন (যদি কোনও কারণ প্রিন্ট না বার করতে পারেন তবে অ্যাপ্লিকেশন আইডিটি লিখে রেখে দিন। কারণ আবেদন জমা দেওয়ার নির্দিষ্ট সময়সীমার আগে এই আইডি এবং আপনার জন্ম তারিখ লিখে আবেদনের প্রিন্ট নিতে পারবেন)।
৬. অনলাইনে আবেদন করার আগে গাইডলাইন ভালো করে পড়ুন, বিশেষ করে আবেদন সংক্রান্ত নির্দেশাবলী। এর থেকে আপনি জানতে পারবেন আবেদনপত্রের সঙ্গে কী কী তথ্য এবং নথি দিতে হবে। অনলাইন আবেদনের সময় আপনি নিশ্চিত হোন নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে সমস্ত নথি জমা দিতে পারেন।
৭. প্রিন্ট করা আবেদনপত্রের সঙ্গে ছবি এবং প্রয়োজনীয় নথি সহ ১৫ দিনের মধ্যে বা বিজ্ঞাপিত সময়, যেটি আগে হবে সংশ্লিষ্ট স্পনসরিং অফিসে পাঠিয়ে
৮. যদি আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে নথি সহ আবেদনপত্র না পাঠাতে পারেন তবে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে।
সুত্রঃ পোর্টাল কনটেন্ট টিম
সর্বশেষ সংশোধন করা : 2/14/2020