অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক

 1. মুদ্রা-ব্যবস্থা পরিচালন বিভাগ
  1. প্রধান কার্যকলাপ
  2. বর্তমানের কার্যাবলী
  3. প্রচলন কার্যালয়ের তালিকা
   1. শহরাঞ্চল ব্যাংক বিভাগ
   2. গ্রামীণ পরিকল্পনা ও ঋণ বিভাগ
  4. বাণিজ্যিক ব্যাংকগুলির দ্বারা অগ্রাধিকার ক্ষেত্রে ঋণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি
   1. লক্ষ্য/উপ-লক্ষ্য
   2. কার্যধারা
   3. আর্থিকভাবে দুর্বল ক্ষেত্র
   4. ব্যাংকগুলির কাজকর্ম
    1. দেশীয় ব্যাংকগুলি
    2. বিদেশি ব্যাংক
   5. রিজার্ভ ব্যাঙ্কের তথ্য প্রযুক্তি বিভাগ, আইন বিভাগ ও মুদ্রা নীতি বিভাগ
    1. তথ্য প্রযুক্তি বিভাগ
     1. কার্যকলাপ
     2. বর্তমানের কার্যাবলী
    2. আইন বিভাগ
     1. কার্যকলাপ
    3. মুদ্রা নীতি বিভাগ
     1. কার্যকলাপ
     2. বর্তমানের কার্যাবলী
    4. রিজার্ভ ব্যাঙ্ক কর্মকর্তাদের তালিকা
     1. গভর্নর
     2. ডেপুটি গভর্নরগণ
     3. এক্সিকিউটিভ ডাইরেক্টরগণ
     4. বিভাগভিত্তিক কর্মকর্তা

মুদ্রা-ব্যবস্থা পরিচালন বিভাগ

প্রধান কার্যকলাপ

 • এই বিভাগটি নোট এবং মুদ্রা প্রচলন ও মুদ্রা ব্যবস্থা পরিচালনের কাজ করে থাকে। এর মধ্যে অন্তর্ভুক্ত আছে নতুন নোট ও কয়েন সম্বন্ধে চাহিদার বিষয়ে বুঝে যাওয়া, সেই মত চারটি ছাপাখানা ও ট্যাঁকশালে ফরমাশ করা, সেই ফরমাশ মত নোট ও কয়েন পাওয়া এবং তাদের ১৮টি প্রচলন কার্যালয় ও একটি উপ-কার্যালয়, একটি কারেন্সী চেস্ট ও তত্সংপশ্লিষ্ট কারেন্সী চেস্টগুলি (৩০শে জুন ২০০৫ পর্যন্ত ৪৪৩৫টি), গুদাম ও ছোট মুদ্রা ভাণ্ডারের (৩০শে জুন ২০০৫ পর্যন্ত ৪০৬০টি) মাধ্যমে সেগুলিকে বণ্টন করে। এই বিভাগ প্রচলিত ব্যাংক নোট ও বারতীয রিজার্ভ ব্যাংকের কাছে মজুদ নোটের হিসাব রাখে। (কারেন্সী চেস্ট প্রচলন বিভাগের একটি বর্ধিত অংশ যেগুলি বাণিজ্যিক ব্যাংকের সাথে রাখা হয়ে থাকে যেখানে ভারতীয় রিজার্ভ ব্যাংক নতুন ও পুনর্প্রচিত করার জন্য ব্যাংক নোট রেখে থাকে। এই কারেন্সী চেস্ট থকে বাণিজ্যিক ব্যাংকগুলি তাদের প্রয়োজনমত অর্থ তুলে নিতে পারে এবং অতিরিক্ত অর্থ জমা দিতে পারে। গুদাম কারেন্সী চেস্টের একটি অতিরিক্ত শাখা যেখানে কারেন্সী চেস্টের অতিরিক্ত অর্থ একই ব্যাংকের এক বা একাধিক স্থানীয় শাখায় রাখা যায়।) নোংরা নোটগুলিলিও এই চেস্টে থাকে যা পরে ভারতীয় রিজার্ভ ব্যাংকে পাঠিয়ে দিতে হবে।
 • এই বিভাগ ভারতীয় রিজাভ ব্যাংক (নোট প্রত্যার্পণ) বিধি পরিচালনা করে থাকে। এই বিধার দ্বারা কিছু কিছু বিশএষ ক্ষেত্রে ছেঁড়া ও কাটা ব্যাংক নোটগুলির ফেরত নিয়ে পূর্ণ মূল্য দেওয়া হয়ে থাকে। নোংরা নোটগুলি যেগুলি প্রচলনের অযোগ্য সেগুলিকে নষ্ট করে ফেলার জন্য বাজার থেকে উঠইয়ে নেওয়া হয়ে থাকে।
 • এই বিভাগটি সময়ে সময়ে ব্যাংকনোটের বিভিন্ন নিরাপত্তার বৈশিষ্ট্যগুলিকে খাতিয়ে দেখেন সেগুলিকে নোটে সঠিক প্রয়োগের জন্য।
 • এই বিভাগ যে সব জাল নোটগুলি চিহ্নিত করা ও বাজেয়াপ্ত করা হয়েছে সেগুলিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে যাতে ব্যাংকনোটের উপর সেই গবেষণালব্ধ জ্ঞান ব্যাবহার করে ব্যাংকনোটের সামঞ্জস্য রক্ষা করা যায়।
 • এই বিভাগটি ভারতীয় রিজার্ভ ব্যাংক নোট মুদ্রণ পাইভেট লিমিটেড-এর প্রধান বিভাগ হিসাবে কাজ করে।

বর্তমানের কার্যাবলী

 • এই বিভাগটির প্রাদান কার্য হল যথেষ্ঠ পরিমানে পরিস্কার ব্যাংক নোট প্রচলন করা।
 • আঞ্চলিকা কার্যালয়ের ক্ষমতা বৃদ্ধি যাতে তারা প্রয়োজনমত কারেন্সী ভেরিফিকেশন অ্যান্ড প্রসেসিং সিস্টেম (মুদ্রা পরীক্ষা ও সংশ্লিষ্ট প্রক্রিয়াকরণ ব্যবস্থা) ব্যবহার করে নোট পরীক্ষা করতে ও তা সম্বন্ধে ব্যবস্থা নিতে পারে।
 • ব্যাংক নোট প্রচলনের সময়বৃদ্ধি করে ব্যাংকনোট ছাপানোর খরচ কমানো/নির্দিষ্ট রাখা।
 • নোংরা ব্যাংকনোট বিনিময় ও কাটা ব্যাংক নোটের বিচারের বিষয়ে বিশএষ করে গ্রাহক পরিষেবা বাড়ানো।

প্রচলন কার্যালয়ের তালিকা

আমেদাবাদ, ব্যাঙ্গালোর, বেলাপুর (নভি মুম্বাই), ভূপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, গুয়াহাটি, হায়দ্রাবাদ, জয়পুর, জম্মু, কানপুর, কলকাতা, মুম্বাই, নাগপুর, নতুন দিল্লী, পাটনা এবং থিরুভনন্তপুরম।

উপ কার্যালয় এবং কারেন্সী চেস্ট যথাক্রমে লক্ষ্ণৌ এবং কোচিতে অবস্থিত।

শহরাঞ্চল ব্যাংক বিভাগ

শহরাঞ্চল ব্যাংক বিভাগ প্রধান সমবায় ব্যাংকের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানের দায়িত্ব থাকেন। এই ব্যাংকগুলি যুক্ত রাষ্ট্রীয় গ্রামীণ ঋণ পরিকাঠামোর আয়ত্তের বাইরে থাকে। এদের তত্ত্বাবধানের দায়িত্ব ন্যাবার্ডের উপর ন্যস্ত আছে। এরা প্রাথমিকভাবে শহরাঞ্চলে কাজ করেন।

এই বিভাগটির কাজ চারটি বিভাগে বিভক্ত, যথা, ব্যবস্থা নিয়ন্ত্রণকারী, তত্ত্বাবধান, কার্য নির্বাহী এবং উন্নয়নমূলক।

শহরাঞ্চল ব্যাংক বিভাগ রাজ্য সরকারগুলির সমবায় সমিতির রেজিস্ট্রারদের সঙ্গে যৌথ উদ্যোগে প্রধান সমবায় ব্যাংক - যাদের বলা হয় “শহরাঞ্চল সমবায় ব্যাংকগুলি” - তাদের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানের কাজগুলি করে থাকেন।

ভারতীয় রিজার্ভ ব্যাংক সঞ্চয় এবং ঋণের সুদের হার নিয়ন্ত্রণ করেন এইভাবে যে তাঁরা একটি ন্যূনতম সুদের হার নির্দিষ্ট করে দেন। ন্যূনতম অর্থ মজুদ, অর্থ পরিশোধ ও অন্যান্য দায় পরিশোধ করার জন্য প্রয়োজনীয় অর্থ কত রাখতে হবে সেই সীমা এবং প্রধান সমবায় ব্যাংকের দ্বারা অন্যান্য সম্পত্তিতে বিনিয়োগের সীমাও ভারতীয় রিজার্ভ ব্যাংক নির্দিষ্ট করেন।

তাঁত এবং ক্ষুদ্র শিল্পে ২২টি বৃহত্‍ বিভাগকে যথাযথ আর্থিক অনুদানের সুবিধা দেওয়ার উদ্দেশ্যে ভারতীয় রিজার্ভ ব্যাংক শহরাঞ্চল সমবায় ব্যংকের হয়ে সমস্ত রকম সহযোগিতা করে থাকেন রাজ্য সমবায় ব্যাংকগুলিকে।

উন্নয়নের দিকে দৃষ্টি রেখে ভারতীয় রিজার্ভ ব্যাংক শহারাঞ্চল সমবায় ব্যাংকগুলির উচ্চ পদস্থ কর্মীদের পুণেতে অবস্থিত কলেজ অফ এগ্রিকালচারাল ব্যাংকিং-এ বিশেয় শিক্ষার ব্যাবস্থাও করে দেন।

শ্রী কে মাধব রাও, যিনি ভারতীয় রিজার্ভ ব্যাংকের কেন্দ্রীয় বোর্ডের একজন সদস্য, তাঁর প্রতিনিধিত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠিত হয়েছে সমবায় ব্যাংকের ক্ষেত্রে নতুন ব্যাংক লাইসেন্সিংয়ের নীতি এবং নিজেদের ক্ষেত্রে শাখা লাইসেন্সিংয়ের নীতিগুলি সম্বন্ধে যাদের সুপারিশগুলি ভারতীয় রিজার্ভ ব্যাংক সম্প্রতি পর্যালোচনা করেছেন।

রাজ্য সমবায় দপ্তরগুলি এবং শীর্ষস্থানীয় সমবায় ব্যাংকগুলির সঙ্গে যৌথ উদ্যোগে ভারতীয় রিজার্ভ ব্যাংক সেইসব সমবায় ব্যাংকগুলির, যেগুলিকে অন্যান্য রাজ্যে ‘দুর্বল’ বলা হয়েছে, তাদের কার্যাবলীর নিরীক্ষণ করে থাকেন।

গ্রামীণ পরিকল্পনা ও ঋণ বিভাগ

গ্রামীণ পরিকল্পনা ও ঋণ বিভাগটি গ্রামীণ ঋণদানের ক্ষেত্রে সমস্ত নীতি প্রণয়ন করে এবং এর সঙ্গে এই বিভাগ এটি দেখে যে ঋণটি সময়মত পরিচালনা করা হচ্ছে কিনা ও কৃষিভিত্তিক কার্যকলাপ ও গ্রামীণ কর্মনিয়োগ প্রকল্পের জন্য গ্রামের জনসাধারণকে যথেষ্ঠ পরিমাণে ঋণ দান করা হচ্ছে কিনা। এই বিভাগটি অগ্রাধিকারের ক্ষেত্রেও নীতি প্রণয়ন করছে, যার মধ্যে অন্তর্ভুক্ত আছে কৃষি, ক্ষুদ্র শিল্পগুলি, ছোট মাপের ও কুটির শিল্পগুলি, কারিগর, খুচরা বিক্রেতাগণ, পেশাদারগণ ও স্বনিযুক্ত ব্যক্তিগণ, তফশিলি জাতি ও উপজাতির জন্য রাজ্যের পোষিত সংস্থাগুলি, সরকার অনুমোদিত ঋণ প্রকল্প যেমন স্বর্ণজয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা (এস-জি-এস-ওয়াই), প্রধান মন্ত্রীর রোজগার যোজনা (পি-এম-আর-ওয়াই) ইত্যাদি। এটি অগ্রণী ব্যাংক প্রকল্প (লিড ব্যাংক স্কিম)-এর নিরীক্ষণ ও তা বাস্তবায়িত করে, যে প্রকল্পের লক্ষ্য হল ভারতে গ্রামাঞ্চলের সার্বিক উন্নতি সাধনে ব্যাংক ঋণের জন্য একটি সমন্বিত কমর্প্রণালীতে দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যাওয়া। এই বিভাগটি ব্যাংক ন্যায়পাল প্রকল্পটিকে বাস্তবায়িত করে।

(ক) এই বিভাগটি বৃহত্‍ কার্যকলাপ

 • গ্রামীণ, কৃষি এবং ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে ঋণদানের বিষয়টি আরও সহজ এবং তার নিরীক্ষণ করে।
 • অগ্রাধিকার ক্ষেত্রের ঋণদানের বিষয়ে নীতি প্রণয়ন করে।
 • তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকের রুরাল ইন্ফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড (আর-আই-ডি-এফ)-এ কতটা অর্থ দেবে তা নির্দিষ্ট করে।
 • এটি অগ্রণী ব্যাংক প্রকল্প (লিড ব্যাংক স্কিম)-এর নিরীক্ষণ ও তা বাস্তবায়িত করে, যে প্রকল্পের লক্ষ্য হল ভারতে গ্রামাঞ্চলের সার্বিক উন্নতি সাধনে ব্যাংক ঋণের জন্য একটি সমন্বিত কমর্প্রণালীতে দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যাওয়া।
 • ন্যাবার্ডকে আর্থিক ও নীতি প্রণয়নে সাহায্য করে।
 • আঞ্চলিক গ্রামীণ ব্যাংক এবং রাজ্য/কেন্দ্রীয় সমবায় ব্যাংকগুলির ক্ষেত্রে নিয়ন্ত্রণকারী হিসাবে কাজ করে।
 • সরকার পোষিত দারিদ্র্য দূরীকরণ প্রকল্পগুলি বাস্তবায়নের নিরীক্ষণ করে।
 • ব্যাংক ন্যায়পাল প্রকল্প বাস্তবায়িত করে : এই প্রকল্পটি ভারতীয় রিজার্ভ ব্যংক চালু করেছে যাতে সাধারণ গ্রাহক ব্যাংকের বিরুদ্ধে তাদের সমস্ত অভাব অভিযোগ জানিয়ে নিষ্পত্তির আবেদন জানাতে পারেন।

(খ) যে কাজগুলিতে গুরুত্ব আরোপ করা হচ্ছে

১)ঋণদানের নতুন ক্ষেত্রগুলি

১.১ অনু ঋণ উদ্যোগ

১.২ কিসান ক্রেডিট কার্।

২) সমবায়ের পুর্নগঠন

৩) দুস্থ ক্ষুদ্র শিল্পগুলি পুনর্বাসনের জন্য নির্দেশাবলী তৈরী

তথ্য সংকলন ঃ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক

বাণিজ্যিক ব্যাংকগুলির দ্বারা অগ্রাধিকার ক্ষেত্রে ঋণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি

ভারতে কর্মরত দেশী ও বিদেশী ব্যাংকের জন্য অগ্রাধিকার ক্ষেত্রে ঋণ দেওয়ার ভিত্তিতে গঠিত লক্ষ্য ও উপ-লক্ষ্যগুলি হল:

লক্ষ্য/উপ-লক্ষ্য

ঋণের শ্রেণীবিভাগ

দেশীয় ব্যাংক

ভারতের মধ্যে বিদেশী ব্যাংক

(১) অগ্রাধিকার ক্ষেত্রে মোট ঋণ

মোট ব্যাংকঋণের ৪০ শতাংশ

মোট ব্যাংকঋণের ৩২ শতাংশ

(২) কৃষি ক্ষেত্রে ঋণ

মোট ব্যাংকঋণের ১৮ শতাংশ

কোন লক্ষ্য নেই

(৩) দুর্বল ক্ষেত্রে ঋণ

মোট ব্যাংকঋণের ১০ শতাংশ

কোন লক্ষ্য নেই

(৪) ক্ষুদ্র শিল্পে ঋণ

কোন লক্ষ্য নেই

মোট ব্যাংকঋণের ১০ শতাংশ

(৫) রপ্তানীতে আর্থিক সাহায্য

দেশীয় ব্যাংকের ক্ষেত্রে রপ্তানীতে আর্থিক সাহায্য অগ্রাধিকার ক্ষেত্রের মধ্যে পরে না।

মোট ব্যাংকঋণের ১২ শতাংশ

কার্যধারা

সাধারণভাবে, অগ্রাধিকার ক্ষেত্রের ভিতরে ব্যাংকগুলি যে কার্যপ্রণালী/উদ্দেশ্যে বিনিয়োগ করে, সেগুলি হল:

ক. কৃষি,

খ. ক্ষুদ্র শিল্প,

গ. ছোট মাত্রার সড়ক এবং জল পরিবহনকারীরা,

ঘ. খুচরো বিক্রেতা ও ছোট ব্যবসায়ী,

ঙ. পেশাদার এবং স্বনিযুক্ত ব্যক্তি,

চ. তফশিলী জাতি ও উপজাতির জন্য রাজ্য পোষিত সংস্থা,

ছ. শিক্ষাসংক্রান্ত ঋণ, দেশের মধ্যে শিক্ষার জন্য Rs. ৭.৫ লক্ষ ঋণএবং বিদেশে শিক্ষার জন্য Rs. ১৫ লক্ষ পর্যন্ত ঋণ

জ. গৃহ ঋণ, প্রত্যেকটি মানুষের জন্য Rs. ১৫ লক্ষ পর্যন্ত গৃহ ঋণ পাওয়া যাবে, গ্রাম/আধা-শহুরে অঞ্চলে Rs. ১লক্ষ পর্যন্ত এবং নগর/মহানগর অঞ্চলে Rs. ২ লক্ষ পর্যন্ত ঋণ পাওয়া যাবে (বর্তমান বাড়ির সংস্কার বাবদ) ,

ঝ. আর্থিকভাবে দুর্বল ব্যক্তিদের ক্ষেত্রে ভোগ্য-পণ্য ঋণ,

ঞ. স্বনির্ভর গ্রুপ/বেসরকারী সংস্থা,

ট. সফটওয়্যার শিল্প (ব্যাংকিং ব্যবস্থা থেকে Rs ১ কোটি পর্যন্ত ঋণের সীমা আছে)

ঠ. খাদ্য এবং কৃষিভিত্তিক প্রক্রিয়াকরণের ক্ষেত্র

ড. ঝুঁকিপূর্ণ মূলধনে বিনিয়োগ

আর্থিকভাবে দুর্বল ক্ষেত্র

“আর্থিকভাবে দুর্বল ক্ষেত্র”-এর অন্তর্গত ঋণ গ্রহীতাদের শ্রেণীবিভাগ:

(ক) ক্ষুদ্র ও প্রান্তিক চাষী যাদের পাঁচ একর বা তার চেয়ে কম জমি আছে, ভূমিহীন কৃষক, বর্গা চাষী এবং ভাগচাষী;

(খ) কারিগর, গ্রামীণ এবং কুটির শিল্পগুলি যেখানে ব্যক্তিগত ঋণের পরিমাণ কখনই Rs. ৫0,000‑এর বেশি নয়;

(গ) স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা, স্বর্ণ জয়ন্তী শহর রোজগার যোজনা, এবং ধাঙর মুক্তি ও পুনর্বাসন প্রকল্প [স্কিম ফর লিবারেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন অফ স্ক্যাভেঞ্জারস (এস-এল-আর-এস)]–এর প্রাপকগণ;

(ঘ) তফশিলী জাতি এবং তফশিলী উপজাতি;

(ঙ) ভিন্ন-ভিন্ন সুদ প্রকল্প [ডিফারেন্সিয়াল রেট অফ ইন্টরেস্ট (ডি-আর-আই) স্কিম]-এর প্রাপকগণ;

(চ) স্বনির্ভরশীল গ্রুপ।

ব্যাংকগুলির কাজকর্ম

দেশীয় ব্যাংকগুলি

(বছরের শেষ শুক্রবার পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে )

 

মার্চ ২০০৩

মার্চ ২০০৪

মার্চ ২০০৫*

রাষ্ট্রায়াত্ত ব্যাংকগুলি

বেসরকারী ব্যাংকগুলি

রাষ্ট্রায়াত্ত ব্যাংকগুলি

বেসরকারী ব্যাংকগুলি

রাষ্ট্রায়াত্ত ব্যাংকগুলি

বেসরকারী ব্যাংকগুলি

অগ্রাধিকার ক্ষেত্রে জাতীয় ব্যাংকিং কমিশনের দেওয়া ঋণের শতকরা পরিমাণ

৪১.২

৪৪.১

৪৩.৬

৪৭.৩

৪৩.২

৪৩.৩

কৃষি ক্ষেত্রে জাতীয় ব্যাংকিং কমিশনের দেওয়া ঋণের শতকরা পরিমাণ

১৪.৫

১২.০

১৫.১

১৪.২

১৫.৭

১২.১

আর্থিকভাবে দুর্বল ব্যাক্তিদের ক্ষেত্রে জাতীয় ব্যাংকিং কমিশনের দেওয়া ঋণের শতকরা পরিমাণ

৬.৭

১.৭

৬.৯

১.৫

৮.৮

১.২

বিদেশি ব্যাংক

 

মার্চ ২০০৩

মার্চ ২০০৪

মার্চ ২০০৫*

অগ্রাধিকার ক্ষেত্রে দেওয়া মোট ব্যাংকঋণের শতকরা পরিমাণ

৩৩.১

৩৪.১

৩৫.৪

রপ্তানি ক্ষেত্রে দেওয়া মোট ব্যাংকঋণের শতকরা পরিমাণ (১২)

১৮.৮

১৮.৫

১৭.৭

ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে দেওয়া মোট ব্যাংকঋণ শতকরা পরিমাণ (১০)

৯.১

১০.১

১০.৩

* অপরীক্ষিত তথ্যাবলী

তথ্য সংকলন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক

রিজার্ভ ব্যাঙ্কের তথ্য প্রযুক্তি বিভাগ, আইন বিভাগ ও মুদ্রা নীতি বিভাগ

তথ্য প্রযুক্তি বিভাগ

কার্যকলাপ

তথ্য প্রযুক্তি বিভাগ যে সমস্ত বিষযের প্রতি নজর দেয়:

১। ভারতীয় রিজার্ভ ব্যাংকের আঞ্চলিক ও কেন্দ্রীয় কার্যালয়গুলিকে কম্পিউটার পরিচালিত করা

২। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবহারযোগ্য প্রকল্পগুলির পরিকল্পনা ও উন্নয়ন

৩। ব্যংকে প্রযুক্তির অগ্রগমনে তদারকি।

বর্তমানের কার্যাবলী

(ক) ভারতীয় রিজার্ভ ব্যাংককে কম্পিউটার পরিচালিত করা

তথ্য প্রযুক্তি বিভাগ ব্যাংক কার্যকলাপ বিভাগ (আমানত অ্যাকাউন্ট বিভাগ, জনসাধারণ অ্যাকাউন্ট বিভাগ, জনসাদারণ ঋণ কার্যালয়, প্রতিষ্ঠান বিভাগ ও কেন্দ্রীয় অ্যাকাউন্ট বিভাগ) এবং মুদ্রা প্রচলন বিভাগ (কারেন্সী চেস্ট পরিচালনা ও হিসাব রক্ষণ)-এর সমস্ত কার্যাবলীগুলি কম্পিউটার পরিচালিত করার উপর কাজ করে চলেছে যা ভারতীয় রিজার্ভ ব্যাংকের ব্যালেন্স শীটের উপর তাদের প্রভাব বিস্তার করে। এই বিভগগুলি গ্রাহক পরিষেবাও দিয়ে থাকে। তাই এই বিভাগগুলিকে কম্পিউটার পরিচালিত করলে আরো বেশি বালোবাবে রক্ষণাবেক্ষণ ও গ্রাহক পরিষেবা দেওয়া যেতে পারে। যে সমস্ত কাজ নেওয়া হয়েছে তার মধ্যে যন্ত্র অধিগত করা, সফটওয়ার উন্নয়ন, তাদের রক্ষণাবেক্ষণ ও আরে উন্নত সংস্করণের ব্যবহার ইত্যাদি অন্তর্ভুক্ত আছে। এই কাজ মোটামুটি করা হয়ে গেছে এবং পরবর্তী পর্যায়ের উন্নয়নের কাজ চলছে।

বিশেষ কিছু বিভাগের সিস্টেম রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন (এস-আর-এস) ও রিকোয়েস্ট ফর প্রপোজাল (আর-এফ-পি) এবং তার উন্নয়ন ও সফটওযর আউটসোর্সিংয়ের প্রকল্প সফল প্রয়োগের জন্য সহায়তা প্রসারিত করা হয়েছে।

(খ) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবহারযোগ্য প্রকল্পগুলির পরিকল্পনা ও উন্নয়ন

এ পর্যন্ত তৈরী প্রকল্পসমূহ এবং তৈরীর জন্য তালিকাভুক্ত প্রকল্পগুলির যা সরাসরি পদ্ধতিগত দক্ষতায় সাহায্য করে সেগুলিকে নিচে দেওয়া হল :

ইতিমধ্যে তৈরী প্রকল্পসমূহ

 • চারটি মেট্রো (মুম্বাই, নতুন দিল্লী, কলকাতা ও চেন্নাই)-তে চিত্র প্রযুক্তি ব্যবহার করে এম-আই-সি-আর চেক ক্লিয়ারিং (জুলাই-অক্টোবর ১৯৯৯)
 • ভারতীয় রিজার্ভ ব্যাংকের কার্যালয় আছে এমন ১৫টি কেন্দ্রে এবং স্টেট ব্যাংক অফ ইণ্ডিয়া পরচালিত ৩০টি কেন্দ্রে ইলেক্ট্রনিক ক্লিয়ারিং সিস্টেম [বৈদ্যুতিন বিনিময় ব্যবস্থা] (ডেবিট ও ক্রেডিট) -এর সুবিধার আওতায় আনা।
 • ইলেক্ট্রনিক ফাণ্ড ট্রান্সফার (বৈদ্যুতিন অর্থ বিনিময়)-এর সুবিধা চারটি মেট্রো শহর ছাড়াও হায়দ্রাবাদ, আমেদাবাদ ও ব্যাঙ্গালোরে সম্প্রসারিত করা।

যে সব প্রকল্প তৈরীর পথে

 • ইণ্ডিয়ান ফাইন্যানশিয়াল নেটওয়ার্ক (ভারতীয় আর্থিক পরিকাঠামো - ইনফিনেট)
 • সিকিউরিটিস সেটেলমেন্ট সিস্টেম (অর্থপত্র বিনিময় ব্যবস্থা - এস-এস-এস) এবং নেগোশিয়েটেড ডিলিং সিস্টেম(বন্দবস্ত করা বিনিময় ব্যবস্থা - এন-ডি-এস)
 • সেন্ট্রালাইজড ফাণ্ড ম্যানেজমেন্ট সিস্টেম (কেন্দ্রীভূত অর্থ পরিচালন ব্যবস্থা - সি-এফ-এম-এস)
 • স্ট্রাকচার্ড ফাইন্যান্সিয়াল মেসেজিং সলিউশন (নির্দিষ্ট আর্থিক বার্তা ব্যবস্থা -এস-এফ-এম-এস)
 • রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (সময়ভিত্তিক অর্থ বিনিময় ব্যবস্থা - আর-টি-জি-এস)

(গ) তদারকি

 • কেন্দ্রীয় পর্যবেক্ষণ কমিশন (সেন্টাল ভিজিলেন্স কমিশন) দ্বারা নির্দিষ্ট ৭০ শতাংশ কার্যকলাপ কম্পিউটার দ্বারা পরিচালিত করতে হবে এই লক্ষ্যমাত্রা দিকে দৃষ্টি রেকে কম্পিউটার পরিচালন ও সংযোগের অগ্রগতি।
 • মেট্রোপলিটন শহরের বাইরে এম-আই-সি-আর চেক প্রক্রিয়াকরণের সুবিধা।
 • যন্ত্র, অপারেটিং সিস্টেম ও যোগাযোগের মাদ্যমের বিষয়ে সাধারণ মান নির্ধারণের নীতি গ্রহণ
 • যোগাযোগের ক্ষেত্রে নির্দিষ্ট ব্যবস্থা প্রণয়ন (যেমন ট্রী বা স্টার টোপোলজি যা দেশীয় ও আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যম হবে)

আইন বিভাগ

কার্যকলাপ

আইন বিভাগের মূল কাজ হলো ভারতীয় রিজার্ভ ব্যাংকের কার্যকারী বিভাগ/কার্যালয়/সহযোগীদের পেশ কর বিবিন্ন বিষয়ের উপর আইনি পরামর্শ দেওয়া। এই বিষয়গুলি মূলত ভারতীয় সংবিধান/প্রশাসনিক আইন, রিজার্ভ ব্যাংক অফ ইণ্ডিয়া, ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট (বাণিজ্যিক ও সমবায় দুই ধরনের ব্যাংকের ক্ষেত্রেই যা প্রযোজ্য)-র বিভিন্ন ধারার ও ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট, পাবলিক ডেট অ্যাক্ট, ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউটস অ্যাক্ট এবং বিভিন্ন কেন্দ্র ও রাজ্যের আইনের ব্যাখ্যা সংক্রান্ত। শিল্প সম্প৪কিত আইনি বিষয় ছাড়াও এই বিভাগ ভারতীয় রিজার্ভ ব্যাংকের কর্মী নিয়ন্ত্রণ আইনের ব্যাখ্যাও এই বিভাগকে দিতে হয়।

আইন বিভাগের উপর আর যে দায়িত্ব ন্যাস্ত আছে তার মধ্যে আইনের খসড়া প্রস্তুত বা ইতিমধ্যে যে সমস্ত আইন আছে তাদের উপর সংশোধনী প্রস্তুত করা, কিছু আইনের অধীনস্ত বিধির উপধারা প্রস্তুত করা এবং বাধ্যতামূলক বিজ্ঞপ্তি বা আদেশ জারী করা, যেগুলি ব্যাংকিং শিল্প সম্বন্ধে আইনের ক্ষেত্রে প্রযোজ্য।

ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফে বা বিরুদ্ধে মামলা মোকদ্দমা ক্ষেত্রে যে আইনজীবি আদলতে ভারতীয় রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত হবেন, আইন বিভাগ তার জন্য নির্দেশিকা তৈরী করবে, আবেদনের খসড়া তৈরী করবেএবং এই বিভাগ ভারতীয় রিজার্ভ ব্যাংক ও আইনজীবিদের মধ্যে সংযোগকারী হিসাবে কাজ করবে।

ব্যাংক দ্বারা পরিসর অধিগ্রহণের ক্ষেত্রে, আইন বিভাগ ব্যাংকের আইনজীবি/পরামর্শদাতার মাধ্যমে জমির দলিল সংক্রান্ত বিভিন্ন তথ্যাদি সংগ্রহ ও তদন্ত করবে, কিন্তু বাড়ি নির্মান করার ক্ষেত্রে দলিল-প্রমাণপত্রাদি আভ্যন্তরীণভাবে তদারকি ও তৈরী করবে।

রাষ্ট্রায়াত্ত ব্যাংকের সাথে বিবাদের ক্ষেত্রে অনধিক Rs.৫0,000-র ক্ষেত্রে আইন বিভাগের অফিসাররাই একমাত্র সালিশ হিসাবে নিযুক্ত হন।

ভারতীয় রিজার্ভ ব্যাংকের অভ্যন্তরীণ কাজকর্ম এবং অন্যান্য বিষয় যেমন বৈদ্যুতিন অর্থ বিনিময় ব্যবস্থা, লেনদেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে অর্থ উদ্ধার ট্রাইবুনাল, আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয়ে গঠিত বিশষেজ্ঞ কমিটি/ওয়ার্কিং গ্রুপে আইন বিভাগের অফিসারেররাই মনোনীত হন।

মুদ্রা নীতি বিভাগ

কার্যকলাপ

মুদ্রা নীতি বিভাগের মূল উদ্দেশ্য মুদ্রা ও ঋণের নীতি নির্ধারণ, তার তদারকি ও বাস্তবায়ন। যদিও অর্থনীতির উন্নতির জন্য এই বিভাগ নিরন্তর নীতি নির্ধারণ করে চলেছে মুদ্রা নীতি ও মুদ্রা ব্যাবস্থা পরিচালনার দিকে দৃষ্টি রেখে, এই বিভাগের বর্তমানে অধিকতর গুরুত্ব আরোপ করছে বাজারের তথ্য/বিশ্লেষণ, নীতি নির্ধারণ এবং সেই সম্পর্কিত প্রায়োগিক তথ্য সমূহের সমীক্ষার উপর।

এই বিভাগ বহু উদ্দেশ্য সাধনকারী এক সংস্থা হিসাবে কাজ করে, বিশেষজ্ঞ ও কার্যকরী দুই বিভাগ থেকে কর্মী নিয়ে। বিভাগের প্রধান কার্যাবলীর অন্তর্গত:

 • মুদ্রা চাহিদার পুর্বানুমান ও মুদ্রা বাজেট তৈরী করে।
 • প্রধান মুদ্রা ও ব্যাংকের কার্যকলাপ সম্বন্ধীয় রাশির প্রধান অবস্থান সম্বন্ধে পর্যবেক্ষণ করে।
 • মুদ্রা ও ঋণের বিষয়ে সময়ে সময়ে পর্যালোচনা করে।
 • অর্থ মজুদ অনুপাত (ক্যাশ রিজার্ভ রেশিও) এবং বিধিবদ্ধ দায় অনুপাত (স্যাটুটরি লিকুইডিটি রেশিও) তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকেরা ঠিকঠাক মেনে চলা হচ্ছে কিনা তার তদারকি করে।
 • তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকের ক্ষেত্রে পুনর্ঋণ সীমা/ব্যবহার সম্বন্ধে মঞ্জুরী দেয় ও তদারকি করে।
 • মুদ্রা বাজার সম্পর্কে সর্বশেষ তথ্য সংগ্রহ, একত্র করা ও বিশ্লেষণ করে।
 • কিছু সর্বভারতীয় আর্থিক প্রতিষ্ঠানের অর্থ সংগ্রহের বিষয়ে তথ্য সংগ্রহ, একত্র ও বিশ্লেষণ করে।
 • ব্যাংকের অর্থ পরিচালনার পরিকল্পনা বিষয়ে বিশ্লেষণ ও আলোচনা করে।
 • কিছু বিশেষ স্পর্শকাতর দ্রব্যের বিষয়ে মূল্য ও ঋণের সীমার নিরন্তর পর্যালোচনা ও তদারকি করে।

বর্তমানের কার্যাবলী

বর্তমানে এই বিভাগটি একটি অত্যন্ত মজবুত স্বল্প মেয়দি কার্যকরী মডেল তৈরী করছে, যা আর্থিক ক্ষেত্রের বিভিন্ন শাখার মধ্যে ব্যবহারিক সম্পর্কের কথা মাথায় রেখে মুদ্রা নীতির প্রসারের বন্দোবস্তটি বুঝতে সাহায্য করে যা অন্তর্বর্তীকালীন সময়ে থেকে বৃহত্তর আর্থিক অখণ্ডতায় উত্তীর্ণ হতে সাহায্য করে। আন্তর্জাতিক আর্থিক মানদণ্ড ও বিধি (ইন্টারন্যাশানাল ফাইন্যান্সিয়াল স্ট্যান্ডার্ডস অ্যান্ড কোডস)-এর স্ট্যান্ডিং কমিটির জন্য এই বিভাগ সচিবের কাজও করে থাকে।

তথ্য সংকলন : ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক

রিজার্ভ ব্যাঙ্ক কর্মকর্তাদের তালিকা

গভর্নর

টেলিফোন

ফ্যাক্স নং

ডাঃ ওয়াই ভি রেড্ডি,

গভর্নর,

ভারতীয় রিজার্ভ ব্যাংক,

কেন্দ্রীয় কার্যালয়,

মুম্বাই ৪০০ ০০১।

২২৬৬০৮৬৮

২২৬৬১৭৮৪

ডেপুটি গভর্নরগণ

টেলিফোন

ফ্যাক্স নং

ডাঃ রাকেশ মোহন

ডেপুটি গভর্নর,

ভারতীয় রিজার্ভ ব্যাংক,

কেন্দ্রীয় কার্যালয় বিল্ডিং,

১৮ তল

শহীদ ভগত সিং মার্গ,

মুম্বাই ৪০০ ০০১।

২২৬১০৯৯০

২২৬৭৫৮৩১

শ্রী ভি লীলাধর,ডেপুটি গভর্নর,

ভারতীয় রিজার্ভ ব্যাংক,

কেন্দ্রীয় কার্যালয় বিল্ডিং,

১৮ তল

শহীদ ভগত সিং মার্গ,

মুম্বাই ৪০০ ০০১।

২২৬৬০৮০৮

২২৬৭৫২৭৭

শ্রীমতি এস গোপীনাথ,ডেপুটি গভর্নর,

ভারতীয় রিজার্ভ ব্যাংক,

কেন্দ্রীয় কার্যালয় বিল্ডিং,

১৮ তল

শহীদ ভগত সিং মার্গ,

মুম্বাই ৪০০ ০০১।

২২৬১৪২২৮

২২৬৫৭৬০৪

শ্রীমতি ঊষা থোরাট,ডেপুটি গভর্নর,

ভারতীয় রিজার্ভ ব্যাংক,

কেন্দ্রীয় কার্যালয় বিল্ডিং,

১৮ তল

শহীদ ভগত সিং মার্গ,

মুম্বাই ৪০০ ০০১।

২২৬১১০৮৩

২২৬৩২০৫২

 

এক্সিকিউটিভ ডাইরেক্টরগণ

টেলিফোন

ফ্যাক্স নং

ডাঃ আর বি বর্মন ,এক্সিকিউটিভ ডিরেক্টর ,ভারতীয় রিজার্ভ ব্যাংক, ,কেন্দ্রীয় কার্যালয় বিল্ডিং, ,১৭ তল ,শহীদ ভগত সিং রোড ,মুম্বাই ৪০০ ০০১।

২২৬৩৩১৪৬

২২৬৩৩১৪৫

শ্রী পি কে বিশ্বাস ,এক্সিকিউটিভ ডিরেক্টর ,ভারতীয় রিজার্ভ ব্যাংক, ,কেন্দ্রীয় কার্যালয় বিল্ডিং, ,১৭ তল ,শহীদ ভগত সিং রোড ,মুম্বাই ৪০০ ০০১।

২২৬৬৪৪০২

২২৬৬০৭৯৭

শ্রী ভি কে শর্মা ,এক্সিকিউটিভ ডিরেক্টর ,ভারতীয় রিজার্ভ ব্যাংক, ,কেন্দ্রীয় কার্যালয় বিল্ডিং, ,১৭ তল ,শহীদ ভগত সিং রোড ,মুম্বাই ৪০০ ০০১।

২২৬৩০৬৯৯

২২৬৫৯৬১০

শ্রী সি কৃষ্ণান ,এক্সিকিউটিভ ডিরেক্টর ,ভারতীয় রিজার্ভ ব্যাংক, ,কেন্দ্রীয় কার্যালয় বিল্ডিং, ,১৭ তল ,শহীদ ভগত সিং রোড ,মুম্বাই ৪০০ ০০১।

২২৬১১০৮০

২২৬৭৫০৯৪

শ্রী আনন্দ সিন্‌হা ,এক্সিকিউটিভ ডিরেক্টর ,ভারতীয় রিজার্ভ ব্যাংক, ,কেন্দ্রীয় কার্যালয় বিল্ডিং, ,১৭ তল ,শহীদ ভগত সিং রোড ,মুম্বাই ৪০০ ০০১।

২২৬১১০৮৯

২২১৮৩৭৮৫

শ্রী ভি এস দাস ,এক্সিকিউটিভ ডিরেক্টর ,ভারতীয় রিজার্ভ ব্যাংক, ,কেন্দ্রীয় কার্যালয় বিল্ডিং, ,১৭ তল ,শহীদ ভগত সিং রোড ,মুম্বাই ৪০০ ০০১।

২২৬৬০৮৫৪

২২৬৫৮৯৩৪

বিভাগভিত্তিক কর্মকর্তা

টেলিফোন

ফ্যাক্স নং

শ্রী এ পি হোতা,চীফ জেনারেল ম্যানেজার,অর্থ প্রদান ও বিনিময় ব্যবস্থাপক বিভাগ,ভারতীয় রিজার্ভ ব্যাংক ,১৪ তল ,কেন্দ্রীয় কার্যালয় বিল্ডিং, ,ফোর্ট,মুম্বাই-৪০০ ০০১।

 

 

শ্রী জি গোপালকৃষ্ণ ,চীফ জেনারেল ম্যানেজার-ইন-চার্জ ,ব্যাংকিং পর্যবেক্ষণ বিভাগ ,ভারতীয় রিজার্ভ ব্যাংক ,সেন্টার ১, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ,কাফে প্যারেড ,মুম্বাই-৪০০ ০০৫।

২২১৮২৫২৮

২২১৮০১৫৭,২২১৮৭৯৩২

শ্রী ইউ এস পালিওয়াল ,চীফ জেনারেল ম্যানেজার,মুদ্রা-ব্যবস্থা পরিচালন বিভাগ,ভারতীয় রিজার্ভ ব্যাংক,কেন্দ্রীয় কার্যালয় বিল্ডিং,২১ তল,মুম্বাই-৪০০ ০০১।

২২৬৬০০০৫

২২৬৭০৫৭০

শ্রীমতি গ্রেস ই কোশী ,চীফ জেনারেল ম্যানেজার ও সচিব ,সচিব বিভাগ ,ভারতীয় রিজার্ভ ব্যাংক ,কেন্দ্রীয় কার্যালয় বিল্ডিং ,১৬ তল ,মুম্বাই-৪০০ ০০১।

২২৬৬১৮৭০

২২৭০১০৩৪

শ্রী সন্দীপ ঘোষ ,চীফ জেনারেল ম্যানেজার ,মানব সম্পদ উন্নয়ন বিভাগ ,ভারতীয় রিজার্ভ ব্যাংক ,কেন্দ্রীয় কার্যালয় বিল্ডিং, ২০ তল ,মুম্বাই-৪০০ ০০১।

২২৬৬০৯৪০

২২৭০২৫২৪

শ্রী জি মহালিঙ্গম ,চীফ জেনারেল ম্যানেজার,আভ্যন্তরীণ ঋণ পরিচালন বিভাগ,ভারতীয় রিজার্ভ ব্যাংক ,কেন্দ্রীয় কার্যালয় বিল্ডিং, ১৬ তল ,মুম্বাই-৪০০ ০০১।

২২৬৬০৯৯৫

২২৬৫৯৬১০

শ্রী রমেশ চন্দর,চীফ জেনারেল ম্যানেজার ,ব্যয় ও বাজেট নিয়ন্ত্রণ বিভাগ ,ভারতীয় রিজার্ভ ব্যাংক ,কেন্দ্রীয় বিল্ডিং ,মুম্বাই-৪০০ ০০১।

২২৬৬১৯৪৫

২২৬৫৯০৩৬

শ্রী এম ডি পাত্র ,অ্যাডভাইজার-ইন-চার্জ ,মুদ্রা নীতি বিভাগ ,ভারতীয় রিজার্ভ ব্যাংক ,কেন্দ্রীয় কার্যালয় বিল্ডিং ,২৪ তল ,শহীদ ভগত সিং রোড ,মুম্বাই-৪০০ ০০১।

২২৬৬০২৮৮

২২৬৫১৬৮৫

শ্রী প্রবাল সেন ,চীফ জেনারেল ম্যানেজার-ইন-চার্জ,সরকারী ও ব্যাংক অ্যাকাউন্ট বিভাগ ,ভারতীয় রিজার্ভ ব্যাংক ,মুম্বাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনের বিপরীতে ,মুম্বাই ৪০০ ০০৮।

২২৬৭৭৬৭৮

২২৬৫৯৬২৪

শ্রী এন এস বিশ্বনাথন ,চীফ জেনারেল ম্যানেজার,শহরাঞ্চল ব্যাংক বিভাগ ,ভারতীয় রিজার্ভ ব্যাংক ,গারমেন্ট হাউস ,ডাঃ অ্যানি বেসান্ত রোড, ওরলি ,মুম্বাই-৪০০ ০১৮।

২৪৯৭৩০৫০

২৪৯৭৪০৩০

শ্রী পি কৃষ্ণমূর্তি ,চীফ জেনারেল ম্যানেজার-ইন-চার্জ ,ব্যাংক বহির্ভূত পর্যবেক্ষণ বিভাগ ,কেন্দ্রীয় কার্যালয় ,সেন্টার ১, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ,কাফে প্যারেড ,মুম্বাই-৪০০ ০০৫।

২২১৮৮৭০৩

২২১৫০৫৪০,২২১৬২৭৬৮

শ্রী সি এস মুর্তি,চীফ জেনারেল ম্যানেজার-ইন-চার্জ ,গ্রামীণ পরিকল্পনা ও ঋণ বিভাগ ,ভারতীয় রিজার্ভ ব্যাংক ,কেন্দ্রীয় কার্যালয় বিল্ডিং, ১৩ তল,মুম্বাই-৪০০ ০০১।

২২৬৭১৬৮৮

২২৬৫৮২৭৬

শ্রী কে এস আর রাও ,প্রিন্সিপাল অ্যাডভাইজার ,রাশিবৈজ্ঞানিক বিশ্লেষণ ও কম্পিউটার পরিষেবা বিভাগ,ভারতীয় রিজার্ভ ব্যাংক ,সি-৮/৯, বান্দ্রা-কুরলা কমপ্লেক্স ,পোস্ট বক্স নং ৮১২৮, বান্দ্রা (ইস্ট) ,মুম্বাই-৪০০ ০৫১।

২৬৫৪১২৫৩

২৬৫৪২৩১৯

অর্থনৈতিক বিশ্লেষণ ও নীতি বিভাগ,ভারতীয় রিজার্ভ ব্যাংক ,কেন্দ্রীয় কার্যালয় বিল্ডিং, ৭ তল ,মুম্বাই-৪০০ ০০১।

২৬৫৪১২৫৩

২৬৫৪২৩১৯

শ্রী করুণা সাগর ,চীফ জেনারেল ম্যানেজার-ইন-চার্জ ,নিরীক্ষণ বিভাগ ,ভারতীয় রিজার্ভ ব্যাংক ,সি-৭, বান্দ্রা-কুরলা কমপ্লেক্স ,বান্দ্রা (ইস্ট) ,মুম্বাই-৪০০ ০৫১।

২৬৫৪২৩০৮

২৬৫৪২০২৯

শ্রী এইচ ভট্টাচার্য ,চীফ জেনারেল ম্যানেজার ,বিদেশি বিনিয়োগ ও পরিচালন বিভাগ ,ভারতীয় রিজার্ভ ব্যাংক ,কেন্দ্রীয় কার্যালয় বিল্ডিং ,২২ তল ,মুম্বাই-৪০০ ০০১।

২২৬৩১০৪৫

২২৬৬৪৬৬৭

শ্রী জি পদ্মনাভন ,চীফ জেনারেল ম্যানেজার-ইন-চার্জ ,তথ্য প্রযুক্তি বিভাগ,ভারতীয় রিজার্ভ ব্যাংক ,কেন্দ্রীয় কার্যালয় বিল্ডিং ,১৪ তল ,মুম্বাই-৪০০ ০০১।

২২৬৪৪৯৯৫

২২৬৯১৫৫৭

শ্রী এম সেবাস্টিয়ান ,চীফ জেনারেল ম্যানেজার,বিদেশি মুদ্রা বিভাগ ,ভারতীয় রিজার্ভ ব্যাংক ,কেন্দ্রীয় কার্যালয় বিল্ডিং ,১০ তল ,মুম্বাই-৪০০ ০০১।

২২৬৬৩৫৯৬

২২৬১৫৩৩০

শ্রী দীপক সিঙ্ঘল ,চীফ জেনারেল ম্যানেজার,পরিসর বিভাগ ,ভারতীয় রিজার্ভ ব্যাংক ,কেন্দ্রীয় কার্যালয় বিল্ডিং ,৫ তল ,মুম্বাই-৪০০ ০০১।

২২৬৬১৫৫৫

২২৬৬০৮০৭

শ্রী এস সি গুপ্ত ,লিগাল অ্যাডভাইজার-ইন-চার্জ ,আইন বিভাগ,ভারতীয় রিজার্ভ ব্যাংক,কেন্দ্রীয় কার্যালয় বিল্ডিং,২৩ তল,মুম্বাই-৪০০ ০০১।

 

 

শ্রী এম পি কোঠারি ,চীফ জেনারেল ম্যানেজার ,ডিপোডিট ইন্সুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টী কর্পোরেশন ,ভারতীয় রিজার্ভ ব্যাংক বিল্ডিং ,মুম্বাই সেন্ট্রাল স্টেশনের বিপরীতে ,বাইকুল্লা ,মুম্বাই-৪০০ ০০৮।

২৩০১৯৬৭৫

২৩০১৫৬৬২

আলপনা কিল্লাওয়ালা ,চীফ জেনারেল ম্যানেজার ,প্রেস রিলেশন ডিভিশন ,ভারতীয় রিজার্ভ ব্যাংক ,কেন্দ্রীয় কার্যালয় বিল্ডিং ,মুম্বাই-৪০০ ০০১।

২২৬৬০৫০২

২২৬৬০৩৫৮,২২৬৫৮২৬৯

,

তথ্য সংকলন: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক

সর্বশেষ সংশোধন করা : 2/14/2020© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate