আমেদাবাদ, ব্যাঙ্গালোর, বেলাপুর (নভি মুম্বাই), ভূপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, গুয়াহাটি, হায়দ্রাবাদ, জয়পুর, জম্মু, কানপুর, কলকাতা, মুম্বাই, নাগপুর, নতুন দিল্লী, পাটনা এবং থিরুভনন্তপুরম।
উপ কার্যালয় এবং কারেন্সী চেস্ট যথাক্রমে লক্ষ্ণৌ এবং কোচিতে অবস্থিত।
শহরাঞ্চল ব্যাংক বিভাগ প্রধান সমবায় ব্যাংকের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানের দায়িত্ব থাকেন। এই ব্যাংকগুলি যুক্ত রাষ্ট্রীয় গ্রামীণ ঋণ পরিকাঠামোর আয়ত্তের বাইরে থাকে। এদের তত্ত্বাবধানের দায়িত্ব ন্যাবার্ডের উপর ন্যস্ত আছে। এরা প্রাথমিকভাবে শহরাঞ্চলে কাজ করেন।
এই বিভাগটির কাজ চারটি বিভাগে বিভক্ত, যথা, ব্যবস্থা নিয়ন্ত্রণকারী, তত্ত্বাবধান, কার্য নির্বাহী এবং উন্নয়নমূলক।
শহরাঞ্চল ব্যাংক বিভাগ রাজ্য সরকারগুলির সমবায় সমিতির রেজিস্ট্রারদের সঙ্গে যৌথ উদ্যোগে প্রধান সমবায় ব্যাংক - যাদের বলা হয় “শহরাঞ্চল সমবায় ব্যাংকগুলি” - তাদের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানের কাজগুলি করে থাকেন।
ভারতীয় রিজার্ভ ব্যাংক সঞ্চয় এবং ঋণের সুদের হার নিয়ন্ত্রণ করেন এইভাবে যে তাঁরা একটি ন্যূনতম সুদের হার নির্দিষ্ট করে দেন। ন্যূনতম অর্থ মজুদ, অর্থ পরিশোধ ও অন্যান্য দায় পরিশোধ করার জন্য প্রয়োজনীয় অর্থ কত রাখতে হবে সেই সীমা এবং প্রধান সমবায় ব্যাংকের দ্বারা অন্যান্য সম্পত্তিতে বিনিয়োগের সীমাও ভারতীয় রিজার্ভ ব্যাংক নির্দিষ্ট করেন।
তাঁত এবং ক্ষুদ্র শিল্পে ২২টি বৃহত্ বিভাগকে যথাযথ আর্থিক অনুদানের সুবিধা দেওয়ার উদ্দেশ্যে ভারতীয় রিজার্ভ ব্যাংক শহরাঞ্চল সমবায় ব্যংকের হয়ে সমস্ত রকম সহযোগিতা করে থাকেন রাজ্য সমবায় ব্যাংকগুলিকে।
উন্নয়নের দিকে দৃষ্টি রেখে ভারতীয় রিজার্ভ ব্যাংক শহারাঞ্চল সমবায় ব্যাংকগুলির উচ্চ পদস্থ কর্মীদের পুণেতে অবস্থিত কলেজ অফ এগ্রিকালচারাল ব্যাংকিং-এ বিশেয় শিক্ষার ব্যাবস্থাও করে দেন।
শ্রী কে মাধব রাও, যিনি ভারতীয় রিজার্ভ ব্যাংকের কেন্দ্রীয় বোর্ডের একজন সদস্য, তাঁর প্রতিনিধিত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠিত হয়েছে সমবায় ব্যাংকের ক্ষেত্রে নতুন ব্যাংক লাইসেন্সিংয়ের নীতি এবং নিজেদের ক্ষেত্রে শাখা লাইসেন্সিংয়ের নীতিগুলি সম্বন্ধে যাদের সুপারিশগুলি ভারতীয় রিজার্ভ ব্যাংক সম্প্রতি পর্যালোচনা করেছেন।
রাজ্য সমবায় দপ্তরগুলি এবং শীর্ষস্থানীয় সমবায় ব্যাংকগুলির সঙ্গে যৌথ উদ্যোগে ভারতীয় রিজার্ভ ব্যাংক সেইসব সমবায় ব্যাংকগুলির, যেগুলিকে অন্যান্য রাজ্যে ‘দুর্বল’ বলা হয়েছে, তাদের কার্যাবলীর নিরীক্ষণ করে থাকেন।
গ্রামীণ পরিকল্পনা ও ঋণ বিভাগটি গ্রামীণ ঋণদানের ক্ষেত্রে সমস্ত নীতি প্রণয়ন করে এবং এর সঙ্গে এই বিভাগ এটি দেখে যে ঋণটি সময়মত পরিচালনা করা হচ্ছে কিনা ও কৃষিভিত্তিক কার্যকলাপ ও গ্রামীণ কর্মনিয়োগ প্রকল্পের জন্য গ্রামের জনসাধারণকে যথেষ্ঠ পরিমাণে ঋণ দান করা হচ্ছে কিনা। এই বিভাগটি অগ্রাধিকারের ক্ষেত্রেও নীতি প্রণয়ন করছে, যার মধ্যে অন্তর্ভুক্ত আছে কৃষি, ক্ষুদ্র শিল্পগুলি, ছোট মাপের ও কুটির শিল্পগুলি, কারিগর, খুচরা বিক্রেতাগণ, পেশাদারগণ ও স্বনিযুক্ত ব্যক্তিগণ, তফশিলি জাতি ও উপজাতির জন্য রাজ্যের পোষিত সংস্থাগুলি, সরকার অনুমোদিত ঋণ প্রকল্প যেমন স্বর্ণজয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা (এস-জি-এস-ওয়াই), প্রধান মন্ত্রীর রোজগার যোজনা (পি-এম-আর-ওয়াই) ইত্যাদি। এটি অগ্রণী ব্যাংক প্রকল্প (লিড ব্যাংক স্কিম)-এর নিরীক্ষণ ও তা বাস্তবায়িত করে, যে প্রকল্পের লক্ষ্য হল ভারতে গ্রামাঞ্চলের সার্বিক উন্নতি সাধনে ব্যাংক ঋণের জন্য একটি সমন্বিত কমর্প্রণালীতে দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যাওয়া। এই বিভাগটি ব্যাংক ন্যায়পাল প্রকল্পটিকে বাস্তবায়িত করে।
(ক) এই বিভাগটি বৃহত্ কার্যকলাপ
(খ) যে কাজগুলিতে গুরুত্ব আরোপ করা হচ্ছে
১)ঋণদানের নতুন ক্ষেত্রগুলি
১.১ অনু ঋণ উদ্যোগ
১.২ কিসান ক্রেডিট কার্।
২) সমবায়ের পুর্নগঠন
৩) দুস্থ ক্ষুদ্র শিল্পগুলি পুনর্বাসনের জন্য নির্দেশাবলী তৈরী
তথ্য সংকলন ঃ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক
ভারতে কর্মরত দেশী ও বিদেশী ব্যাংকের জন্য অগ্রাধিকার ক্ষেত্রে ঋণ দেওয়ার ভিত্তিতে গঠিত লক্ষ্য ও উপ-লক্ষ্যগুলি হল:
ঋণের শ্রেণীবিভাগ |
দেশীয় ব্যাংক |
ভারতের মধ্যে বিদেশী ব্যাংক |
(১) অগ্রাধিকার ক্ষেত্রে মোট ঋণ |
মোট ব্যাংকঋণের ৪০ শতাংশ |
মোট ব্যাংকঋণের ৩২ শতাংশ |
(২) কৃষি ক্ষেত্রে ঋণ |
মোট ব্যাংকঋণের ১৮ শতাংশ |
কোন লক্ষ্য নেই |
(৩) দুর্বল ক্ষেত্রে ঋণ |
মোট ব্যাংকঋণের ১০ শতাংশ |
কোন লক্ষ্য নেই |
(৪) ক্ষুদ্র শিল্পে ঋণ |
কোন লক্ষ্য নেই |
মোট ব্যাংকঋণের ১০ শতাংশ |
(৫) রপ্তানীতে আর্থিক সাহায্য |
দেশীয় ব্যাংকের ক্ষেত্রে রপ্তানীতে আর্থিক সাহায্য অগ্রাধিকার ক্ষেত্রের মধ্যে পরে না। |
মোট ব্যাংকঋণের ১২ শতাংশ |
সাধারণভাবে, অগ্রাধিকার ক্ষেত্রের ভিতরে ব্যাংকগুলি যে কার্যপ্রণালী/উদ্দেশ্যে বিনিয়োগ করে, সেগুলি হল:
ক. কৃষি,
খ. ক্ষুদ্র শিল্প,
গ. ছোট মাত্রার সড়ক এবং জল পরিবহনকারীরা,
ঘ. খুচরো বিক্রেতা ও ছোট ব্যবসায়ী,
ঙ. পেশাদার এবং স্বনিযুক্ত ব্যক্তি,
চ. তফশিলী জাতি ও উপজাতির জন্য রাজ্য পোষিত সংস্থা,
ছ. শিক্ষাসংক্রান্ত ঋণ, দেশের মধ্যে শিক্ষার জন্য Rs. ৭.৫ লক্ষ ঋণএবং বিদেশে শিক্ষার জন্য Rs. ১৫ লক্ষ পর্যন্ত ঋণ
জ. গৃহ ঋণ, প্রত্যেকটি মানুষের জন্য Rs. ১৫ লক্ষ পর্যন্ত গৃহ ঋণ পাওয়া যাবে, গ্রাম/আধা-শহুরে অঞ্চলে Rs. ১লক্ষ পর্যন্ত এবং নগর/মহানগর অঞ্চলে Rs. ২ লক্ষ পর্যন্ত ঋণ পাওয়া যাবে (বর্তমান বাড়ির সংস্কার বাবদ) ,
ঝ. আর্থিকভাবে দুর্বল ব্যক্তিদের ক্ষেত্রে ভোগ্য-পণ্য ঋণ,
ঞ. স্বনির্ভর গ্রুপ/বেসরকারী সংস্থা,
ট. সফটওয়্যার শিল্প (ব্যাংকিং ব্যবস্থা থেকে Rs ১ কোটি পর্যন্ত ঋণের সীমা আছে)
ঠ. খাদ্য এবং কৃষিভিত্তিক প্রক্রিয়াকরণের ক্ষেত্র
ড. ঝুঁকিপূর্ণ মূলধনে বিনিয়োগ
“আর্থিকভাবে দুর্বল ক্ষেত্র”-এর অন্তর্গত ঋণ গ্রহীতাদের শ্রেণীবিভাগ:
(ক) ক্ষুদ্র ও প্রান্তিক চাষী যাদের পাঁচ একর বা তার চেয়ে কম জমি আছে, ভূমিহীন কৃষক, বর্গা চাষী এবং ভাগচাষী;
(খ) কারিগর, গ্রামীণ এবং কুটির শিল্পগুলি যেখানে ব্যক্তিগত ঋণের পরিমাণ কখনই Rs. ৫0,000‑এর বেশি নয়;
(গ) স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা, স্বর্ণ জয়ন্তী শহর রোজগার যোজনা, এবং ধাঙর মুক্তি ও পুনর্বাসন প্রকল্প [স্কিম ফর লিবারেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন অফ স্ক্যাভেঞ্জারস (এস-এল-আর-এস)]–এর প্রাপকগণ;
(ঘ) তফশিলী জাতি এবং তফশিলী উপজাতি;
(ঙ) ভিন্ন-ভিন্ন সুদ প্রকল্প [ডিফারেন্সিয়াল রেট অফ ইন্টরেস্ট (ডি-আর-আই) স্কিম]-এর প্রাপকগণ;
(চ) স্বনির্ভরশীল গ্রুপ।
(বছরের শেষ শুক্রবার পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে )
|
মার্চ ২০০৩ |
মার্চ ২০০৪ |
মার্চ ২০০৫* |
|||
রাষ্ট্রায়াত্ত ব্যাংকগুলি |
বেসরকারী ব্যাংকগুলি |
রাষ্ট্রায়াত্ত ব্যাংকগুলি |
বেসরকারী ব্যাংকগুলি |
রাষ্ট্রায়াত্ত ব্যাংকগুলি |
বেসরকারী ব্যাংকগুলি |
|
অগ্রাধিকার ক্ষেত্রে জাতীয় ব্যাংকিং কমিশনের দেওয়া ঋণের শতকরা পরিমাণ |
৪১.২ |
৪৪.১ |
৪৩.৬ |
৪৭.৩ |
৪৩.২ |
৪৩.৩ |
কৃষি ক্ষেত্রে জাতীয় ব্যাংকিং কমিশনের দেওয়া ঋণের শতকরা পরিমাণ |
১৪.৫ |
১২.০ |
১৫.১ |
১৪.২ |
১৫.৭ |
১২.১ |
আর্থিকভাবে দুর্বল ব্যাক্তিদের ক্ষেত্রে জাতীয় ব্যাংকিং কমিশনের দেওয়া ঋণের শতকরা পরিমাণ |
৬.৭ |
১.৭ |
৬.৯ |
১.৫ |
৮.৮ |
১.২ |
বিদেশি ব্যাংক
|
মার্চ ২০০৩ |
মার্চ ২০০৪ |
মার্চ ২০০৫* |
অগ্রাধিকার ক্ষেত্রে দেওয়া মোট ব্যাংকঋণের শতকরা পরিমাণ |
৩৩.১ |
৩৪.১ |
৩৫.৪ |
রপ্তানি ক্ষেত্রে দেওয়া মোট ব্যাংকঋণের শতকরা পরিমাণ (১২) |
১৮.৮ |
১৮.৫ |
১৭.৭ |
ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে দেওয়া মোট ব্যাংকঋণ শতকরা পরিমাণ (১০) |
৯.১ |
১০.১ |
১০.৩ |
* অপরীক্ষিত তথ্যাবলী |
তথ্য সংকলন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক
তথ্য প্রযুক্তি বিভাগ যে সমস্ত বিষযের প্রতি নজর দেয়:
১। ভারতীয় রিজার্ভ ব্যাংকের আঞ্চলিক ও কেন্দ্রীয় কার্যালয়গুলিকে কম্পিউটার পরিচালিত করা
২। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবহারযোগ্য প্রকল্পগুলির পরিকল্পনা ও উন্নয়ন
৩। ব্যংকে প্রযুক্তির অগ্রগমনে তদারকি।
(ক) ভারতীয় রিজার্ভ ব্যাংককে কম্পিউটার পরিচালিত করা
তথ্য প্রযুক্তি বিভাগ ব্যাংক কার্যকলাপ বিভাগ (আমানত অ্যাকাউন্ট বিভাগ, জনসাধারণ অ্যাকাউন্ট বিভাগ, জনসাদারণ ঋণ কার্যালয়, প্রতিষ্ঠান বিভাগ ও কেন্দ্রীয় অ্যাকাউন্ট বিভাগ) এবং মুদ্রা প্রচলন বিভাগ (কারেন্সী চেস্ট পরিচালনা ও হিসাব রক্ষণ)-এর সমস্ত কার্যাবলীগুলি কম্পিউটার পরিচালিত করার উপর কাজ করে চলেছে যা ভারতীয় রিজার্ভ ব্যাংকের ব্যালেন্স শীটের উপর তাদের প্রভাব বিস্তার করে। এই বিভগগুলি গ্রাহক পরিষেবাও দিয়ে থাকে। তাই এই বিভাগগুলিকে কম্পিউটার পরিচালিত করলে আরো বেশি বালোবাবে রক্ষণাবেক্ষণ ও গ্রাহক পরিষেবা দেওয়া যেতে পারে। যে সমস্ত কাজ নেওয়া হয়েছে তার মধ্যে যন্ত্র অধিগত করা, সফটওয়ার উন্নয়ন, তাদের রক্ষণাবেক্ষণ ও আরে উন্নত সংস্করণের ব্যবহার ইত্যাদি অন্তর্ভুক্ত আছে। এই কাজ মোটামুটি করা হয়ে গেছে এবং পরবর্তী পর্যায়ের উন্নয়নের কাজ চলছে।
বিশেষ কিছু বিভাগের সিস্টেম রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন (এস-আর-এস) ও রিকোয়েস্ট ফর প্রপোজাল (আর-এফ-পি) এবং তার উন্নয়ন ও সফটওযর আউটসোর্সিংয়ের প্রকল্প সফল প্রয়োগের জন্য সহায়তা প্রসারিত করা হয়েছে।
(খ) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবহারযোগ্য প্রকল্পগুলির পরিকল্পনা ও উন্নয়ন
এ পর্যন্ত তৈরী প্রকল্পসমূহ এবং তৈরীর জন্য তালিকাভুক্ত প্রকল্পগুলির যা সরাসরি পদ্ধতিগত দক্ষতায় সাহায্য করে সেগুলিকে নিচে দেওয়া হল :
ইতিমধ্যে তৈরী প্রকল্পসমূহ
যে সব প্রকল্প তৈরীর পথে
(গ) তদারকি
আইন বিভাগের মূল কাজ হলো ভারতীয় রিজার্ভ ব্যাংকের কার্যকারী বিভাগ/কার্যালয়/সহযোগীদের পেশ কর বিবিন্ন বিষয়ের উপর আইনি পরামর্শ দেওয়া। এই বিষয়গুলি মূলত ভারতীয় সংবিধান/প্রশাসনিক আইন, রিজার্ভ ব্যাংক অফ ইণ্ডিয়া, ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট (বাণিজ্যিক ও সমবায় দুই ধরনের ব্যাংকের ক্ষেত্রেই যা প্রযোজ্য)-র বিভিন্ন ধারার ও ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট, পাবলিক ডেট অ্যাক্ট, ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউটস অ্যাক্ট এবং বিভিন্ন কেন্দ্র ও রাজ্যের আইনের ব্যাখ্যা সংক্রান্ত। শিল্প সম্প৪কিত আইনি বিষয় ছাড়াও এই বিভাগ ভারতীয় রিজার্ভ ব্যাংকের কর্মী নিয়ন্ত্রণ আইনের ব্যাখ্যাও এই বিভাগকে দিতে হয়।
আইন বিভাগের উপর আর যে দায়িত্ব ন্যাস্ত আছে তার মধ্যে আইনের খসড়া প্রস্তুত বা ইতিমধ্যে যে সমস্ত আইন আছে তাদের উপর সংশোধনী প্রস্তুত করা, কিছু আইনের অধীনস্ত বিধির উপধারা প্রস্তুত করা এবং বাধ্যতামূলক বিজ্ঞপ্তি বা আদেশ জারী করা, যেগুলি ব্যাংকিং শিল্প সম্বন্ধে আইনের ক্ষেত্রে প্রযোজ্য।
ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফে বা বিরুদ্ধে মামলা মোকদ্দমা ক্ষেত্রে যে আইনজীবি আদলতে ভারতীয় রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত হবেন, আইন বিভাগ তার জন্য নির্দেশিকা তৈরী করবে, আবেদনের খসড়া তৈরী করবেএবং এই বিভাগ ভারতীয় রিজার্ভ ব্যাংক ও আইনজীবিদের মধ্যে সংযোগকারী হিসাবে কাজ করবে।
ব্যাংক দ্বারা পরিসর অধিগ্রহণের ক্ষেত্রে, আইন বিভাগ ব্যাংকের আইনজীবি/পরামর্শদাতার মাধ্যমে জমির দলিল সংক্রান্ত বিভিন্ন তথ্যাদি সংগ্রহ ও তদন্ত করবে, কিন্তু বাড়ি নির্মান করার ক্ষেত্রে দলিল-প্রমাণপত্রাদি আভ্যন্তরীণভাবে তদারকি ও তৈরী করবে।
রাষ্ট্রায়াত্ত ব্যাংকের সাথে বিবাদের ক্ষেত্রে অনধিক Rs.৫0,000-র ক্ষেত্রে আইন বিভাগের অফিসাররাই একমাত্র সালিশ হিসাবে নিযুক্ত হন।
ভারতীয় রিজার্ভ ব্যাংকের অভ্যন্তরীণ কাজকর্ম এবং অন্যান্য বিষয় যেমন বৈদ্যুতিন অর্থ বিনিময় ব্যবস্থা, লেনদেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে অর্থ উদ্ধার ট্রাইবুনাল, আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয়ে গঠিত বিশষেজ্ঞ কমিটি/ওয়ার্কিং গ্রুপে আইন বিভাগের অফিসারেররাই মনোনীত হন।
মুদ্রা নীতি বিভাগ
কার্যকলাপ
মুদ্রা নীতি বিভাগের মূল উদ্দেশ্য মুদ্রা ও ঋণের নীতি নির্ধারণ, তার তদারকি ও বাস্তবায়ন। যদিও অর্থনীতির উন্নতির জন্য এই বিভাগ নিরন্তর নীতি নির্ধারণ করে চলেছে মুদ্রা নীতি ও মুদ্রা ব্যাবস্থা পরিচালনার দিকে দৃষ্টি রেখে, এই বিভাগের বর্তমানে অধিকতর গুরুত্ব আরোপ করছে বাজারের তথ্য/বিশ্লেষণ, নীতি নির্ধারণ এবং সেই সম্পর্কিত প্রায়োগিক তথ্য সমূহের সমীক্ষার উপর।
এই বিভাগ বহু উদ্দেশ্য সাধনকারী এক সংস্থা হিসাবে কাজ করে, বিশেষজ্ঞ ও কার্যকরী দুই বিভাগ থেকে কর্মী নিয়ে। বিভাগের প্রধান কার্যাবলীর অন্তর্গত:
বর্তমানের কার্যাবলী
বর্তমানে এই বিভাগটি একটি অত্যন্ত মজবুত স্বল্প মেয়দি কার্যকরী মডেল তৈরী করছে, যা আর্থিক ক্ষেত্রের বিভিন্ন শাখার মধ্যে ব্যবহারিক সম্পর্কের কথা মাথায় রেখে মুদ্রা নীতির প্রসারের বন্দোবস্তটি বুঝতে সাহায্য করে যা অন্তর্বর্তীকালীন সময়ে থেকে বৃহত্তর আর্থিক অখণ্ডতায় উত্তীর্ণ হতে সাহায্য করে। আন্তর্জাতিক আর্থিক মানদণ্ড ও বিধি (ইন্টারন্যাশানাল ফাইন্যান্সিয়াল স্ট্যান্ডার্ডস অ্যান্ড কোডস)-এর স্ট্যান্ডিং কমিটির জন্য এই বিভাগ সচিবের কাজও করে থাকে।
তথ্য সংকলন : ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক
গভর্নর |
টেলিফোন |
ফ্যাক্স নং |
ডাঃ ওয়াই ভি রেড্ডি, গভর্নর, ভারতীয় রিজার্ভ ব্যাংক, কেন্দ্রীয় কার্যালয়, মুম্বাই ৪০০ ০০১। |
২২৬৬০৮৬৮ |
২২৬৬১৭৮৪ |
সর্বশেষ সংশোধন করা : 2/14/2020