অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

কালো টাকা রুখতে আয়করের ই-ফাইলিং

কালো টাকা রুখতে আয়করের ই-ফাইলিং

কালো টাকার বৃ‌দ্ধি রুখতে নতুন আইন প্রণয়নের প্রস্তাব করলেন অরুণ জেটলি৷ নয়া আইন কার্যকর হলে কালো টাকার লেনদেনে দশ বছর পর্যন্ত কারাবাস হতে পারে৷

ক্ষমতায় আসার আগে নির্বাচনী ইস্তাহারে বিদেশে জমা থাকা আয়কর বহির্ভূত টাকা ফিরিয়ে আনার উপর জোর দিয়েছিল বিজেপি৷ আর ক্ষমতায় আসার ন'মাস পরে প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এ বিষয়ে কঠোর আইন প্রণয়নের প্রস্তাব করলেন৷ জেটলি এদিন বলেন, "চলতি অধিবেশনে সংসদে ‘বেনামি লেনদেন প্রতিরোধ বিল' নামে একটি প্রস্তাব পেশ করা হবে৷ ওই বিলেই কালো টাকার প্রবাহ ও তার বৃদ্ধি রুখতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপের উল্লেখ থাকবে৷ দেশের ভিতরে ও বিদেশে থাকা কর-বহির্ভূত টাকার লেনদেনে দশ বছর পর্যন্ত কারাবাস প্রস্তাব করা হবে নতুন আইনে৷" এমনকী, বিদেশের ব্যাঙ্কে থাকা সম্পত্তির তথ্য গোপন করা হলেও সাজা মিলতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী৷

বেনামী লেনদেন রুখতে এই নতুন আইন কঠোর ও অত্যন্ত কার্যকর হবে বলে আশা প্রকাশ করেছেন অরুণ জেটলি৷ ২০ হাজার টাকা ও তার উপরে নগদে লেনদেন করা এমনকী কোনও পণ্য কেনাবেচা ক্ষেত্রেও ২০ হাজার টাকার উপর নগদে দেওয়া নিষি করা হয়েছে বাজেটে৷ ১ লক্ষ টাকার উপরে যে কোনও রকমের কেনাবেচায় প্যান কোড উল্লেখ বাধ্যতামূলক করা হচেছ৷ বিদেশি মুদ্রায় লেনদেন ও সীমান্তের ওপার থেকে যে কোনও রকমের টাকা-পয়সা আদান প্রদান করার ক্ষেত্রে কঠোর করা হবে আইন৷ আয়কর আইনের ২৬৯এসএস ও ২৬৯টি এই দুটি ধারায় বদল আনার প্রস্তাবও করা হয়েছে বাজেটে৷ শুল্ক বিভাগে কোনও লেনদেন বিষয়ে ভূয়ো তথ্য দিলে তা আইনবহির্ভূতভাবে সূদে টাকা খাটানো হিসাবেও গণ্য করা হতে পারে৷

কালো টাকা রুখতে আয়করের ই-ফাইলিং ব্যবস্হা ও আয়ের উপর সমস্ত রকম লেনদেনের নজরদারি চালাতে প্রযুক্তির সাহায্য নেওয়া হচেছ বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী৷ তিনি বলেছেন, "কোনও ক্ষেত্রে আয়করে বিশেষ ছাড় এবং পুরোপুরি কর মকুব করার বিষয়টি আরও যুক্তিগ্রাহ্য করা হবে৷" আগামী অর্থবর্ষে প্রত্যক্ষ করের হিসাবে ১৪.৪৯ লক্ষ কোটি টাকা সরকারের ঘরে জমা পড়বে বলে আশা প্রকাশ করেছেন তিনি৷ দেশে লগ্ণি বৃদ্ধি এবং  ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা করতেও উত্সাহ দিয়েছেন অর্থমন্ত্রী৷

সূত্র : সংবাদ প্রতিদিন, ১ মার্চ ২০১৫

সর্বশেষ সংশোধন করা : 2/14/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate