অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

ই-জেলা

ই-জেলা কী?

জেলাগুলিই কার্যত সরকার-ভোক্তা সংযোগের (জি-টু-সি) একেবারে প্রথম পর্যায়। এই অভিজ্ঞতাকে আরও উন্নত করতে এবং জেলা স্তরে বিভিন্ন দফতরের কর্মদক্ষতা বাড়াতে ই-জেলা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সমস্ত কাজকর্ম স্বয়ংক্রিয় করে, সর্বস্তরে কমপিউটার ব্যবহার করে এবং অংশগ্রহণকারী সমস্ত দফতরের তথ্য ডিজিটাইজেশন করে জেলা প্রশাসনের মাধ্যমে নাগরিকদের সুসংহত ও অবাধ পরিষেবা দেওয়াই এর লক্ষ্য। জাতীয় ই-গভর্ন্যান্স পরিকল্পনার অন্তর্ভুক্ত ৩১টি মিশন মোড প্রকল্পের মধ্যে অন্যতম ই-জেলা প্রকল্প।

ই-জেলা মিশন মোড প্রকল্পের মূল উদ্দেশ্য

  • দক্ষতার সঙ্গে পরিষেবা প্রদান
  • কর্মীদের দক্ষতা বৃদ্ধি
  • দক্ষ, বিশ্বাসযোগ্য, স্বচ্ছ এবং দায়বদ্ধ পরিষেবা প্রদান
  • সরকার সম্পর্কে ধারণা এবং তার ভাবমূর্তি উজ্জ্বল করা

ই-জেলার রূপায়ণ

দু’টি ধাপে এই প্রকল্প রূপায়ণের পরিকল্পনা করা হয়েছে। প্রথম ধাপে প্রতিটি রাজ্যের দু’-একটি জেলায় পরীক্ষামূলক ভাবে (পাইলট) এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে পাইলট প্রকল্পের সফল রূপায়ণ দেখে রাজ্যের সবক’টি জেলায় এই প্রকল্প ছড়িয়ে দেওয়া হবে।

ই-জেলার অধীনে পরিষেবা

ই-জেলা রাজ্যের একটি মিশন মোড প্রকল্প। এই প্রকল্পে, কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে পূর্ণমাত্রায় নাগরিককেন্দ্রিক পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে। এই প্রকল্পের অন্তর্ভুক্ত কয়েকটি পরিষেবা হল

  • জন্ম, মৃত্যু, আয়, নাগরিকত্ব, স্থানীয়তা ইত্যাদির সার্টিফিকেট প্রদান
  • অস্ত্র ইত্যাদির লাইসেন্স
  • অনলাইনে আরটিআই-এর আবেদন জমা এবং তথ্য প্রাপ্তি
  • প্রবীণ নাগরিকদের পেনশন, পারিবারিক পেনশন ইত্যাদি সামাজিক কল্যাণমূলক প্রকল্প

বিস্তারিত জানতে দেখুন

https://edistrict.gov.in/

ই জেলা

জেলাগুলিই কার্যত সরকার-ভোক্তা সংযোগের (জি-টু-সি) একেবারে প্রথম পর্যায়। এই অভিজ্ঞতাকে আরও উন্নত করতে এবং জেলা স্তরে বিভিন্ন দফতরের কর্মদক্ষতা বাড়াতে ই-জেলা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সমস্ত কাজকর্ম স্বয়ংক্রিয় করে, সর্বস্তরে কমপিউটার ব্যবহার করে এবং অংশগ্রহণকারী সমস্ত দফতরের তথ্য ডিজিটাইজেশন করে জেলা প্রশাসনের মাধ্যমে নাগরিকদের সুসংহত ও অবাধ পরিষেবা দেওয়াই এর লক্ষ্য। জাতীয় ই-গভর্ন্যান্স পরিকল্পনার অন্তর্ভুক্ত ৩১টি মিশন মোড প্রকল্পের মধ্যে অন্যতম ই-জেলা প্রকল্প।

ই-জেলা মিশন মোড প্রকল্পের মূল উদ্দেশ্য

  • দক্ষতার সঙ্গে পরিষেবা প্রদান
  • কর্মীদের দক্ষতা বৃদ্ধি
  • দক্ষ, বিশ্বাসযোগ্য, স্বচ্ছ এবং দায়বদ্ধ পরিষেবা প্রদান
  • সরকার সম্পর্কে ধারণা এবং তার ভাবমূর্তি উজ্জ্বল করা

ই-জেলার রূপায়ণ

দু’টি ধাপে এই প্রকল্প রূপায়ণের পরিকল্পনা করা হয়েছে। প্রথম ধাপে প্রতিটি রাজ্যের দু’-একটি জেলায় পরীক্ষামূলক ভাবে (পাইলট) এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে পাইলট প্রকল্পের সফল রূপায়ণ দেখে রাজ্যের সবক’টি জেলায় এই প্রকল্প ছড়িয়ে দেওয়া হবে।

ই-জেলার অধীনে পরিষেবা

ই-জেলা রাজ্যের একটি মিশন মোড প্রকল্প। এই প্রকল্পে, কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে পূর্ণমাত্রায় নাগরিককেন্দ্রিক পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে। এই প্রকল্পের অন্তর্ভুক্ত কয়েকটি পরিষেবা হল

  • জন্ম, মৃত্যু, আয়, নাগরিকত্ব, স্থানীয়তা ইত্যাদির সার্টিফিকেট প্রদান
  • অস্ত্র ইত্যাদির লাইসেন্স
  • অনলাইনে আরটিআই-এর আবেদন জমা এবং তথ্য প্রাপ্তি
  • প্রবীণ নাগরিকদের পেনশন, পারিবারিক পেনশন ইত্যাদি সামাজিক কল্যাণমূলক প্রকল্প

বিস্তারিত জানতে দেখুন:e-district

সুত্রঃ পোর্টাল কন্টেন্ট টিম

সর্বশেষ সংশোধন করা : 2/16/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate