ই-আদালত একটি মিশন মোড প্রকল্প (এমএমপি) যার পেছনে ভাবনা ছিল, প্রযুক্তিকে ব্যবহার করে ভারতের বিচার বিভাগের ভোলবদল ঘটানো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে ব্যবহার করে বিচার বিভাগের ভোলবদল ঘটানোর উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের অধীনে ই-কমিটি একটি রিপোর্ট জমা দেয়। সেই রিপোর্টের উপর ভিত্তি করে সমগ্র রিপোর্টের পরিকল্পনা তৈরি করা হয়। ঠিক হয়, ই-কোর্ট এই মিশন মোড প্রকল্পটি বাস্তবায়ন করা হবে তিনটি ধাপে পাঁচ বছরের মধ্যে। এই এমএমপি-র লক্ষ্য ছিল, দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাইয়ের ৭০০ আদালতে স্বংয়ক্রিয় সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থা এবং সিদ্ধান্ত গ্রহণের সহায়ক ব্যবস্থা গড়ে তোলা। একই সঙ্গে ২৯ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৯০০ আদালতে এবং ১৩,০০০ জেলা ও নিম্ন আদালতে এই ব্যবস্থা চালু করা।
এই মিশন মোড প্রকল্পের স্পষ্ট উদ্দেশ্য হল, কর্মপ্রক্রিয়াকে ঢেলে সাজানো, বিচার বিভাগের গুণগত এবং পরিমাণগত ভাবে উৎপাদনশীলতা বাড়ানো। এর মাধ্যমে খরচের দিক থেকে সাশ্রয়ী, স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য একটি পরিষেবা ব্যবস্থা গড়ে তোলা। এই প্রকল্পের সুযোগ রয়েছে স্বংয়ক্রিয় সিদ্ধান্ত গ্রহণ এবং সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ব্যবস্থা গড়ে তোলার। এর পাশপাশি ই-আদালত ব্যবস্থায় সুযোগ রয়েছে শীর্ষ আদালত থেকে তালুক স্তরে আদালতের মধ্যে আন্তঃসংযোগ ব্যবস্থা গড়ে তোলা।
ই-আদালত যে পরিষেবাগুলি দেয়
ক্রমিক নং |
পরিষেবা |
বিস্তারিত |
১ |
কেস ম্যানেজমেন্ট প্রসেস অটোমেশন |
মামলা, সুবিবেচনা, নিবন্ধন, কেস বন্টন, কোর্টে মামলা, একটি মামলার বিবরণ এন্ট্রি, কেস নিষ্পত্তি ও পুন: প্রতিষ্ঠা, কেস ইত্যাদি স্থানান্তর |
২ |
অনলাইন পরিষেবা ব্যবস্থা |
আদেশ এবং রায়, কেসের অবস্থা, কোর্ট ফি এর ক্যালকুলেশন, কেসের তালিকা, ইনস্টিটিউশন খাতাপত্র, এবং আদালত ডায়েরির সার্টিফায়েড কপি |
৩. |
আদালত ও সরকারি সংস্থার মধ্যে তথ্য গেটওয়ে স্থাপন |
পুলিশ, জেলখানা, ভূমি রেকর্ড বিভাগের নিবন্ধন অফিস ইত্যাদি তথ্য বিনিময়; দূরবর্তী উৎপাদন / ভিডিও কনফারেন্সের মাধ্যমে অধীনে বিচার ও সাক্ষীদের পরীক্ষা |
4. |
জাতীয় জুডিশিয়াল তথ্য গ্রিড সংস্থা তৈরি |
আদালতে নির্ণয়কার্যকালের পর্যবেক্ষণ |
আইন বা বিচার বিভাগীয় সম্পদের গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি দেওয়া হল। যে লিঙ্কে ক্লিক করে সরাসরি সংশ্লিষ্ট আইন এবং বিচারবিভাগীয় সম্পর্কিত ওয়েব সাইটে সংযোগ করা যাবে।
আইনী / বিচারবিভাগীয় সম্পদ |
কলকাতা হাইকোর্টের যাবতীয় তথ্য পেতে হলে ক্লিক করুন http://calcuttahighcourt.nic.in/Cal_HC_Causelist_applink.htm
সর্বশেষ সংশোধন করা : 2/14/2020