সংশোধনাগারের কাজকর্মে স্বচ্ছতা আনতে গোয়া সরকার চালু করেছে তথ্য-প্রযুক্তি নির্ভর কারা পরিচালনা পদ্ধতি সংক্ষেপে যার নাম প্রিজম।
কর আদায়ের পদ্ধতিকে একটি নির্দিষ্ট মানে আনার জন্য কেন্দ্রশাসিত দমন-দিউতে চালু হয়েছে এই ই-গভর্ন্যান্স প্রকল্প। এখানে এই প্রকল্প সম্পর্কে বিশদে বলা হয়েছে।
সরকারি কাজের বিভিন্ন ক্ষেত্রে লাল ফিতের ফাঁস কাটাতে এই ই-গভর্ন্যান্স প্রকল্প নেয় গুজরাত সরকার। এখানে এই প্রকল্প সম্পর্কে বিশদে বলা হয়েছে।