অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

পেইন্ট-এর উপকরণ

পেইন্ট-এর উপকরণ

  • এয়ার ব্রাশ ও ফিল উইথ কালার ব্রাশ
  • টুল বারে বাঁ দিকের সারিতে উপর থেকে পাঁচ নম্বরে থাকে এই উপকরণটি।

  • ইলিপ্স ও রাউন্ডেড রেক্টাঙ্গেল
  • টুল বারে বাঁ দিকের সারিতে উপর থেকে আট নম্বরে থাকে এই উপকরণটি।

  • ছবি আঁকা
  • এ বার আমরা এই সব উপকরণের সাহায্যে ছবি আঁকব।

  • টেক্সট বা হরফ
  • টুল বারে ডান দিকের সারিতে উপর থেকে পাঁচ নম্বরে থাকে এই উপকরণটি।

  • পেনসিল, ইরেজার ও ব্রাশ
  • টুল বারে দু’টি সারিতে এম এস পেইন্ট-এর উপকরণগুলি সাজানো আছে প্রতীকের মাধ্যমে।

  • ফ্রি ফর্ম সিলেক্ট
  • টুল বারে বাঁ দিকের সারিতে উপর থেকে এক নম্বরে থাকে এই উপকরণটি।

  • ম্যাগনিফায়ার ও পিক কালার
  • টুল বারে ডান দিকের সারিতে উপর থেকে তিন নম্বরে থাকে এই উপকরণটি।

  • রেক্টাঙ্গেল ও পলিগন
  • টুল বারে বাঁ দিকের সারিতে উপর থেকে সাত নম্বের থাকে এই উপকরণটি।

  • লাইন ও কার্ভ
  • টুল বারে বাঁ দিকের সারির উপর থেকে ছয় নম্বরে এই উপকরণটি থাকে।

  • সিলেক্ট বা আয়তাকার অংশ কেটে নেওয়ার উপকরণ
  • টুল বারে ডান দিকের সারিতে উপর থেকে এক নম্বরে থাকে এই উপকরণটি।

    © C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
    English to Hindi Transliterate