অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

'এদের সবার বিরুদ্ধে যুদ্ধ করতে হচ্ছে বইমেলাকে'

'এদের সবার বিরুদ্ধে যুদ্ধ করতে হচ্ছে বইমেলাকে'

বাংলালাইভ : এ বারের বইমেলায় স্টল কতগুলো থাকছে ?

ত্রিদিব চট্টোপাধ্যায় : সবমিলিয়ে সাড়ে সাতশো | বই...লিটল ম্যাগাজিন...সব কিছু নিয়ে |

বাংলালাইভ : ময়দানের তুলনায় মিলনমেলার বইমেলা কি সফল ?

ত্রিদিব চট্টোপাধ্যায় : দেখুন‚ সাফল্য তো ওইভাবে বিচার করা যাবে না | তবে এটুকু বলতে পারি‚ দুটো মেলার চরিত্র সম্পূর্ণ আলাদা |

বাংলালাইভ : কীরকম ?

ত্রিদিব চট্টোপাধ্যায় : প্রথমত বলব‚ আগের থেকে ধুলো এখন অনেক কম | বইমেলা এখন পরিষ্কার-পরিচ্ছন্ন |

বাংলালাইভ : শুধু এটাই ...?

ত্রিদিব চট্টোপাধ্যায় : বলছি | আমি শেষ করিনি এখনও | হ্যাঁ‚ একটা কথা স্বীকার করতেই হবে‚ ময়দানে যাতায়াত করা অনেক সহজ | কিন্তু এটাও দেখুন‚ বাইপাসের মিলনমেলাকে কিন্তু পুরোপুরি আউটস্কার্ট ভেন্যু বলা যায় না | কলকাতা কিন্তু এখন পূর্ব দিকে বাড়ছে | সেদিক দিয়ে দেখলে‚ ধীরে ধীরে ই এম বাইপাসও একদিন শহরের কেন্দ্রস্থল হবে |

বাংলালাইভ : কিন্তু বাণিজ্যিকভাবে কোন বইমেলা সফল? ময়দান‚ নাকি বাইপাস?

ত্রিদিব চট্টোপাধ্যায় : একটা পরিসংখ্যান দিলে বিষয়টি স্পষ্ট হবে | ময়দানে শেষ বইমেলা হয়েছিল ২০০৬-| এসেছিলেন ২৪ লক্ষ মানুষ | বই বিক্রি হয়েছিল ১২ কোটি টাকার | আর গত বছর‚ বইমেলায় এসেছিলেন ২০ লক্ষ মানুষ | বিক্রি হয়েছিল ২০ কোটি টাকার বই |

বাংলালাইভ : তাহলে মানুষ কি আগের থেকে বেশি বই কিনছেন ?

ত্রিদিব চট্টোপাধ্যায় : আমি বলতে চাইছি‚ আগে একজন মানুষ চারবার গিয়ে একবার বই কিনতেন | এখন একজন একবার গিয়েই বই কিনছেন |

বাংলালাইভ : তাহলে ? ফুটফল তো ময়দানেই বেশি হত ?

ত্রিদিব চট্টোপাধ্যায় : সে তো হবেই | যাতায়াতের সুবিধের জন্য অনেকেই একাধিকবার যেতেন | কিন্তু ময়দানে আসছেন প্রকৃত বইপ্রেমীরা | আগে বই ছাড়াও আড্ডা দেওয়া‚ প্রেম করা...বই মেলায় আসার নানা উদ্দেশ্য ছিল | আমরা তার বিরোধী নই | কিন্তু সেইসঙ্গে বলতে চাই‚ বইমেলায় প্রকৃত পুস্তকপ্রেমীদের আগমন অনেক বেড়েছে |

বাংলালাইভ : কিন্তু বইমেলায় বই-এর বিক্রি কি বেড়েছে ?

ত্রিদিব চট্টোপাধ্যায় : বই কিন্তু বিক্রি হয় | যে সংখ্যায় মানুষ বেড়েছে‚ যে গতিতে শিক্ষাহার বেড়েছে‚ সেই হারে বই বিক্রি বেড়েছে কি না‚ সেটা গবেষণাধর্মী এবং বিচার্য বিষয় | তবে‚ বই বিক্রির দিক দিয়ে‚ বইমেলাকে কিন্তু এখন আগের থেকে অনেক কিছুর সঙ্গে লড়াই করতে হচ্ছে |

বাংলালাইভ : ইন্টারনেট ?

ত্রিদিব চট্টোপাধ্যায় : অবশ্যই | একে তো ইন্টারনেটের দৌলতে ইনফরমেটিভ বই-এর চাহিদা এবং বিক্রি খুব কমে গেছে | রইল বাকি সাহিত্য | সেখানেও আছে ই বুক এবং ই কমার্স | এদের সবার বিরুদ্ধে যুদ্ধ করতে হচ্ছে বইমেলাকে |

বাংলালাইভ : কিন্তু ইন্টারনেটের মাধ্যমে বইমেলার প্রচারও তো এখন অনেক যুগোপযোগী ?

ত্রিদিব চট্টোপাধ্যায় : হ্যাঁ সেটাও ঠিক | নতুন প্রজন্মকে আকৃষ্ট করতে অ্যাপস করা হয়েছে | আছে ঝকঝকে ওয়েবসাইট | আমরা বলছি‚ 'টেক স্যাভি' বুক ফেয়ার |

বাংলালাইভ : কিন্তু ডিসকাউন্ট তো সেই ১০ শতাংশই থাকবে ? কলেজ স্ট্রিটে গেলে তো এর থেকে বেশি পাওয়া যাবে | তাহলে কি বইমেলা শুধু গ্রন্থ তালিকা নেওয়ার জন্য আর বই কেনার জন্য কলেজ স্ট্রিট ?

ত্রিদিব চট্টোপাধ্যায় : এত রকমের বই একসঙ্গে বইমেলা ছাড়া অন্য কোথাও পাবেন ? কলেজ স্ট্রিটে গিয়ে বই কেনার সময় কিন্তু সবসময় এখন পাওয়াও যায় না | তাই‚ যাঁরা সত্যি বই ভালবাসেন‚ তাঁরা বই হাতে নিয়ে দেখতে বইমেলায় আসবেনই | আর কলেজ স্ট্রিটের সঙ্গে বইমেলার ডিসকাউন্টের পার্থক্য তো প্রথম থেকেই আছে | নতুন করে ভেবে তো আর লাভ নেই | তবে এ বার কিন্তু বইমেলায় ১৫ % ছাড়ের সুযোগও থাকছে |

বাংলালাইভ : সেটা কীভাবে?

ত্রিদিব চট্টোপাধ্যায় : CESC-র সঙ্গে সহযোগিতায় সম্ভব হয়েছে | জানুয়ারি মাসের বিল সঙ্গে থাকলে ১৫% ছাড় পাওয়া যাবে |

বাংলালাইভ : CESC তো শুধু কলকাতায় | বই পড়ায় তো কলকাতাকে টেক্কা দেবে অন্য জেলা | আর কলকাতা সংলগ্ন জেলা থেকেও বহু মানুষ বইমেলায় আসেন |

ত্রিদিব চট্টোপাধ্যায় : এটা তো প্রথম বার হচ্ছে | আমাদের ভাবনা চিন্তায় আছে‚ আগামী বছর থেকে যদি WBSEB-র সঙ্গে এরকম কোনও চুক্তি করা যায়...

বাংলালাইভ : ৩৯ তম কলকাতা বইমেলাকে আরও আকর্ষণীয় করতে আর কী উদ্যোগ নিচ্ছেন ?

ত্রিদিব চট্টোপাধ্যায় : এ বারেও প্রবেশ অবাধ | থাকছে পর্যাপ্ত পরিমাণে পরিশ্রুত পানীয় জলের পাউচ | আর সবথেকে বড় যে সমস্যা‚ সেই যাতায়াত নিয়েও অনেক উদ্যোগ নেওয়া হয়েছে | থাকছে শুধু বইমেলার জন্য নির্দিষ্ট বাস | দেখা হবে‚ রাত হয়ে গেলেও যাতে দূর দূরান্ত থেকে আসা বইপ্রেমীদের বাড়ি ফিরতে অসুবিধে না হয় | সব মিলিয়ে‚ এ বারেও সফল হবে কলকাতা বইমেলা‚ যা কি না বইপ্রেমী-সমাগমের নিরিখে এই মুহূর্তে বিশ্বের বৃহত্তম বইমেলা |

সুত্রঃ banglalive.com

সর্বশেষ সংশোধন করা : 2/14/2020© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate