অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

যেখানে কৃষক তার গরু-মোষকেও আদেশ দেয় সংস্কৃতে !

যেখানে কৃষক তার গরু-মোষকেও আদেশ দেয় সংস্কৃতে !

ধরুন‚ আপনি জানেন কেউ একজন বহুদিন আগেই মারা গিয়েছেন | কিন্তু শুনলেন‚ তিনি নাকি ফের বেঁচে উঠে বহাল তবিয়তে আছেন | কেমন লাগবে ? আমার লেগেছিল‚ যখন শুনেছিলাম‚ ভারতবর্ষে এমন কয়েকটি গ্রাম আছে যেখানে কৃষক তার গরু-মোষকেও আদেশ দেয় সংস্কৃতে ! সেই গ্রামের সাধারণ মানুষ তো বটেই | গৃহপালিত পশুরাও দিব্যি বোঝে দেবভাষা |

এর মধ্যে কিন্তু কাশ্মীরের সেই গ্রাম নেই | যেখানে নাকি বাস করেন খাঁটি আর্যরা | বরং এই গ্রামগুলো আছে তথাকথিত আর্যাবর্তের বাইরে | অন্যতম হল কর্নাটকের মাত্তুর‚ হোসাল্লি | মধ্যপ্রদেশের ঝিরি‚ মোহদ এবং রঘুওয়ার |

একদা দ্রাবিড় অধ্যুষিত এই জায়গাতেই এখন কথ্য ভাষা সংস্কৃত | প্রথমেই কর্নাটকের মাত্তুর | শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত সেই উপন্যাস 'তুঙ্গভদ্রার তীরে' | দুই নদী মিলে তো হল তুঙ্গভদ্রা | তার এক নদী তুঙ্গ | বিজয়নগর সাম্রাজ্যে সেই নদীর তীরে এসে বসত গড়েছিলেন সাঙ্কেথি ব্রাহ্মণ (Sankethi Brahmins ) সম্প্রদায় | যজন যাজনের জায়গাটিকে উপযুক্ত মনে হয়েছিল তাঁদের |

এই সম্প্রদায়ের আর একটি গোষ্ঠী একটু এগিয়ে বসত গড়েছিল হোসাল্লিতে | দুটি গোষ্ঠীই সম্রাটের দেওয়া জমি ও অন্যান্য সাহায্য নিতে অস্বীকার করেছিলেন | ধর্মচ্যুত হওয়ার ভয়ে | শেষে এক ব্রাহ্মণের হাত দিয়ে তাঁদের জমি দান করেন বিজয়নগর সাম্রাজ্যের রাজা |

মূলত কেরল থেকে আসা এই ব্রাহ্মণদের বংশধারা এখনও আছেন | তাঁরা সংস্কৃত ভাষার চর্চার ধারক ও বাহক | তবে কালক্রমে তাঁদের কথ্য ভাষাতে মিশে গেছে কন্নড়‚ তেলুগু‚ তামিল | তবে মূল ব্যাকরণ কিন্তু অনুসরণ করা হয় দেবভাষারই এবং হরফ অবশ্যই দেবনাগরী |

মাঝে সংস্কৃত চর্চায় ভাটা পড়েছিল | ফের স্থানীয় মঠের প্রধানের উদ্যোগে শুরু হয়েছে চর্চা | এবং সেই ধারা আজও চলেছে | শুধু ব্রাহ্মণ নয় | গ্রামের সব সম্প্রদায়ের সব পেশার মানুষ ঝরঝরে সংস্কৃত বলেন | বাদ যান না মুসলিমরাও | তাঁরাও আপন করে নিয়েছেন দেবভাষাকে |

গ্রামের ঘরে ঘরে শিশুরা জন্ম থেকেই সংস্কৃত শেখে তাদের মায়ের কাছে | পাঠশালাতে পাঠ শুরু হয় বৈদিক স্তোত্র পাঠ দিয়ে | এখানে সব স্কুলে সংস্কৃত প্রথম ভাষা |

দ্বিতীয় ভাষা হিসেবে থাকে ইংরেজি বা কন্নড় | তার মানে কিন্তু এই নয়‚ সবাই বড় হয়ে পুরোহিত হয় | গ্রামের নতুন প্রজন্ম দিব্যি শাসন করছে তথ্যপ্রযুক্তি দুনিয়া | এবং তারা বিনা দ্বিধায় স্বীকার করেছে‚ সংস্কৃত পড়ায় তাদের সুবিধে হয়েছে বিজ্ঞান শিক্ষা আয়ত্ত করতে |

সুত্রঃ banglalive.com

সর্বশেষ সংশোধন করা : 2/14/2020© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate