অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

বিমান সেবিকা/বিমান সেবক হয়ে ওঠার প্রতিষ্ঠানের খোঁজ

বিমান সেবক/সেবিকার প্রশিক্ষণ দেওয়া হয়, এমন প্রতিষ্ঠান ভারতে নিয়মিতই বাড়ছে। ভাল মাইনে, নানা জায়গা দেখার সুযোগ, বহু মানুষের সঙ্গে মেশার সুযোগ এবং সর্বোপরি গ্ল্যামারের লোভে অনেকেই বিমান সেবক বা সেবিকা হওয়ার প্রশিক্ষণ নিতে চাইছেন। পেশা হিসেবে এর গুরুত্বও বাড়ছে। কারণ, ভারতের মধ্যে বিমান চলাচলের হার যেমন ক্রমবর্ধমান, তেমনই ভারতীয় নাগরিকদের বিদেশ যাওয়া বা যাতায়াতের পরিমাণও বেড়েছে অনেক। তার সঙ্গে তাল দিয়ে বাড়ছে বিভিন্ন বেসরকারি বিমান পরিষেবা সংস্থার কার্যকলাপ। আর এই কার্যকলাপ বৃদ্ধি মানেই আরও বিমান সেবক বা সেবিকা বা কেবিন ক্রুর চাহিদা তৈরি।

প্রশিক্ষণের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়ছে প্রশিক্ষণের প্রতিষ্ঠানের সংখ্যা। বলতে গেলে আজকাল ব্যাঙের ছাড়ার মতই গড়ে উঠছে এই ধরনের প্রশিক্ষণ প্রতিষ্ঠান। না জেনে যেকোনও প্রতিষ্ঠানে বেশ কিছু টাকা খরচ করে ভর্তি হয়ে গেলে টাকা জলে যাওয়ার সম্ভাবনাও যথেষ্ট।

ভারতের সেরা দশটি বিমানসেবিকা প্রশিক্ষণ প্রতিষ্ঠানের হদিশ এখানে দেওয়া হল।

  1. Air Hostess Academy (AHA), Bangalore
  2. ফোন- 080-30578222/27-29

    ওয়েবসাইট- www.airhostessacademy.com

  3. Air Hostess Academy (AHA), Chandigarh
  4. ফোন- 0172-5074635-37, 5171263

    ওয়েবসাইট- www.airhostessacademy.com

  5. Air Hostess Academy (AHA), Delhi
  6. ফোন- 011 - 47096060, 9891984999

    ওয়েবসাইট- http://www.myindiancampus.com/aha-air-hostess-academy/

  7. Air Hostess Academy (AHA), Mumbai
  8. ফোন- 022-66611581-86, 66611590

    ওয়েবসাইট- http://www.minglebox.com/college/air-hostess-academy-aha-mumbai-chitale-path

  9. Air Hostess Academy (AHA), Pune
  10. ফোন- 020-66048421-29

    ওয়েবসাইট- www.airhostessacademy.com

  11. Frankfinn Institute of Air Hostess Training, Mumbai
  12. ফোন- 022 - 26706039,26706040

    ওয়েবসাইট- www.frankfinn.com/

  13. Frankfinn Institute of Air Hostess Training, Delhi
  14. ফোন- 011 - 26255061,26255064

    ওয়েবসাইট- www.frankfinn.com/

  15. Kingfisher Training Academy, Mumbai
  16. ফোন- 022-26262200

    ওয়েবসাইট- www.kingfishertrainingacademy.com

  17. Rajiv Gandhi Memorial College of Aeronautics, Jaipur
  18. ফোন- 0141- 2792359, 2791654

    ওয়েবসাইট- www.rgmca.co.in

  19. Universal Aviation Academy, Chennai
  20. ফোন- 044-42948000

    ওয়েবসাইট- uniaviation.com/UAA

কলকাতার কয়েকটি বিমানসেবিকা প্রশিক্ষণ প্রতিষ্ঠান

  1. ক্যামেলিয়া ইন্সটিটিউট অফ এভিয়েশন
  2. ওয়েবসাইট- http://www.camelliagroup.in/mainsite/aviation

  3. হরাইজন এভিয়েশন অ্যাকাডেমি
  4. ওয়েবসাইট- http://www.getit.in/kolkata/horizon-aviation-academy/sarat-bose-road/hindusthan-park/1822910.html

  5. ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অফ এয়ারলাইন্‌স
  6. ওয়েবসাইট- http://www.infinitecourses.com/InstituteDetails.aspx?Institute=International-Institute-of-Airlines-IIA&InstituteID=3561

  7. কিংফিশার ট্রেনিং একাডেমি
  8. ওয়েবসাইট- http://www.minglebox.com/college/kingfisher-training-academy-kolkata

  9. ফ্রাঙ্কফিন ইন্সটিটিউট অফ এয়ার হোস্টেস ট্রেনিং
  10. ওয়েবসাইট- http://www.tuugo.in/Companies/frankfinn-institute-of-air-hostess-training-sarat-bose-road/0150006792395

সুত্রঃ কনটেন্ট ডেভেলপমেন্ট টিম

সর্বশেষ সংশোধন করা : 7/2/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate