অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

শেখা ও শেখানো : পঠনপাঠনের নানা দিক

শেখা ও শেখানো : পঠনপাঠনের নানা দিক

  • হোক শিশুকেন্দ্রিক শিক্ষাদান
  • শিক্ষক শুধুমাত্র পথ প্রদর্শকের ভূমিকা পালন করছেন আর শিশুরা যা শিখছে সকলই হাতে নাতে।

  • আর্থসামাজিক অবস্থার প্রভাব
  • অনেক সময় দেখা গেছে যে, শিশুরা যে আর্থসামাজিক অবস্থা থেকে উঠে আসে তা তাদের পড়াশোনা করার ক্ষেত্রে অনুকূল নয়।

  • ইংরাজি শেখানো বড় চ্যালেঞ্জ
  • দিন আনা দিন খাওয়া পরিবারগুলি থেকে আসা শিশুদের ইংরাজি শেখানো একটা বড় চ্যালেঞ্জ।

  • খেলাধূলা ও সাংস্কৃতিক কাজকর্ম
  • শিশুদের শিক্ষাদানের কয়েকটি উল্লেখযোগ্য পদ্ধতি হল সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধূলা বা শিক্ষামূলক ভ্রমণ।

  • গৃহশিক্ষক সমস্যা সমাধানে প্রস্তাব
  • শ্রেণিকক্ষে ও বাড়িতে শেখানোর পদ্ধতির তফাৎটুকু মেটানোর জন্য কর্মসূচি নেওয়া অত্যন্ত প্রয়োজন।

  • গৃহশিক্ষকের গতানুগতিক পদ্ধতি
  • বেশির ভাগ গৃহশিক্ষকই পুরনো নিয়ম অনুসারে বাচ্চাদের শিক্ষা দেন যা বর্তমানে বিদ্যালয়ে নতুন পদ্ধতিগুলি থেকে সম্পূর্ণ ভিন্ন।

  • দক্ষতার নয়, মানসিকতার অভাব
  • মানসিক ভাবে শিক্ষকেরা আরও বেশি যুক্ত হলে এবং পাঠদানের চেষ্টা করলে সাফল্য আসবে।

  • নতুন পদ্ধতিতে কিছু সমস্যা
  • সংখ্যায় কম হলেও এ কথা অস্বীকার করার জায়গা নেই যে কিছু শিক্ষক বাস্তবিকই নতুন পদ্ধতিগুলি ব্যবহার করার ক্ষেত্রে সমস্যায় পড়ছেন।

  • নতুন পদ্ধতিতে শিক্ষাদান বিজ্ঞানসম্মত
  • শিক্ষকদের অভিজ্ঞতা অনুযায়ী নতুন পদ্ধতি অনেক বেশি বিজ্ঞানসম্মত।

  • পাশফেল প্রথা
  • ক্লাসে যতটুকু পড়ানোর কথা সেটা করতে পারলে কোনও শিশুর যে ফেল করার কথা নয় তা আমরা পৃথিবীর নানা দেশের অভিজ্ঞতা থেকে জানি।

  • প্রশিক্ষণ নিয়ে ক্ষোভ
  • শিশু শিক্ষা কেন্দ্রগুলির শিক্ষকদের অনেকেরই ক্ষোভ তাঁরা কোনও প্রকার প্রশিক্ষণই পান না।

  • প্রসঙ্গ পাঠ্যপুস্তক
  • পাঠ্যপুস্তকের অপ্রতুলতার বিষয়টি সরকারের যথেষ্ট মনোযোগ সহকারে দেখা প্রয়োজন।

  • প্রসঙ্গ পাঠ্যসূচি
  • অনেকেরই মতামত সিলেবাস শিশুদের পক্ষে উপযুক্ত নয়। তাঁদের উপর অযথা চাপ সৃষ্টি করা হচ্ছে।

  • বাধা যখন অভিভাবকরা
  • কিছু কিছু জায়গায় দেখা গেছে অভিভাবকরাই নতুন পদ্ধতি ব্যবহারের ঘোরতর বিরোধিতা করেছেন।

  • বাড়ির পড়ার ওপর জোর কেন
  • দুর্ভাগ্যবশত এখনও যেটা দেখা যাচ্ছে তা হল বাড়ির পড়ার ওপর জোর।

  • ভাষাগত সমস্যা
  • শিশুগুলিকে তার মাতৃভাষায় শিক্ষা না দিয়ে একটি অন্য ভাষা তাদের ওপর চাপিয়ে দেওয়া হয়।

  • ভাষায় আঞ্চলিকতার প্রাধান্য
  • ভাষার ক্ষেত্রে আর একটি সমস্যা যা শিক্ষকেরা প্রায়ই মোকাবিলা করে থাকেন তা হল ভাষায় আঞ্চলিকতার প্রাধান্য।

  • শাস্তি নয়, টেনে নিতে হবে কাছে
  • ছাত্রছাত্রীকে শাস্তি প্রয়োগেই পড়াশোনা শেখানো সম্ভব— এ কথা ঠিক নয় বলে অনেকেই মনে করছেন। তাঁরা মনে করছেন শিশুকে তার মতো করে কাছে টেনে নিয়ে শেখানো দরকার।

  • শিক্ষকের চেষ্টাই কি সব
  • নীতি-নির্ধারকরা এটা ধরেই নিয়েছেন যে শিক্ষকেরা প্রথমে অন্য ভাষাটি নিজেরা শিখে তার পর সেই ভাষায় শিশুগুলিকে পাঠ্য ভাষাটি শেখাবেন?

  • শিখছেন শিক্ষকরাও
  • নতুন পদ্ধতি শুধু মাত্র শিশুদের সাহায্য নয়, সাথে সাথে শিক্ষকদেরও কিছু মাত্রায় সাহায্য করেছে।

  • শিখন সামগ্রী ব্যবহারে উন্নতি
  • শিখন সামগ্রী ব্যবহার করে উন্নতি হয়েছে — এ কথা প্রায় সকল শিক্ষকই সমথর্ন করেছেন।

  • শিশুদের শাস্তি দেওয়া কি জরুরি
  • শিক্ষকদের একাংশ এখনও মনে করেন, যে শাস্তি ছাড়া লেখাপড়া হবে না।

  • শিশুদের স্বাস্থ্য সমস্যা
  • পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ন্যূনতম প্রচেষ্টাটুকু শিশুদের শিখিয়ে দেওয়া যায়। এবং অনেক শিক্ষকই সেই কাজটি করে চলেছেন।

  • শিশুদের স্বাস্থ্য সমস্যা মোকাবিলা
  • শিশুদের স্বাস্থ্য সমস্যা মোকাবিলা করার জন্য পঞ্চায়েতের জরুরি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

  • স্কুলের পড়া স্কুলে
  • স্কুলের পড়া স্কুলে শেষ হলে শিশু যে দক্ষতা ও আত্মবিশ্বাস অর্জন করে তা তাকে বাড়িতে অন্য বই পড়তে প্রণোদিত করে।

    © C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
    English to Hindi Transliterate