পরীক্ষা পরিচালন সংস্থা একটি বিস্তৃত পরিচালন পদ্ধতি তৈরি করবে এবং টেট পরীক্ষার নির্দেশিকা বানাবে। সকল প্রার্থীকে পরিষ্কার ভাবে জানিয়ে দিতে হবে যে, যে কোনওর কম দুর্নীতির ক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়া হবে।পরীক্ষা পরিচালন সংস্থা একটি বিস্তৃত পরিচালন পদ্ধতি তৈরি করবে এবং টেট পরীক্ষার নির্দেশিকা বানাবে। সকল প্রার্থীকে পরিষ্কার ভাবে জানিয়ে দিতে হবে যে, যে কোনওর কম দুর্নীতির ক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
আইনি সমস্যা
টেট পরিচালন সংক্রান্ত যে কোনও আইনি সমস্যা সংশ্লিষ্ট সরকারের আইনি কর্তৃত্বের এলাকার আওতাধীন হবে।
নজরদারি
টেটের ব্যবস্থাপনা সামলানো ও গুণমান রক্ষার বিষয়ে নজরদারির জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলি করতে হবে।
টেটের জন্য সংশ্লিষ্ট সরকার এক জন নোডাল অফিসার নিয়োগ করবেন।
এনসিটিই, নোডাল অফিসারদের নিয়ে বছরে অন্তত একটি বৈঠক করবে।
সংশ্লিষ্ট সরকারগুলি প্রতিটি টেটের একটি রিপোর্ট নিয়ম করে এনসিটিই-কে পাঠাবে। এই রিপোর্ট এনসিটিই-র তৈরি করা ফরম্যাট অনুযায়ী তৈরি করতে হবে।
এনসিটিই-কে একটি তথ্য ভাণ্ডার তৈরি করতে হবে এবং যথেষ্ট পরিমাণ বিশেষজ্ঞকে সঙ্গে রাখতে হবে। টেট পরিচালনের জন্য যাবতীয় প্রযুক্তিগত ব্যবস্থাও তাকে নিতে হবে। প্রয়োজনে এই প্রযুক্তি দিয়ে এনসিটিই সংশ্লিষ্ট রাজ্য সরকারকে সাহায্য করবে।