অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

বুদ্ধদেব দাশগুপ্ত

(জন্ম ১১ ফেব্রুয়ারি ১৯৪৪)

বিখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক ও কবি।

পশ্চিমবঙ্গের পুরুলিয়ার নিকটবর্তী আনারা গ্রামে বুদ্ধদেব দাশগুপ্ত জন্মগ্রহণ করেন। এঁর পিতা তর্কনাথ দাশগুপ্ত ভারতীয় রেলওয়ের এক জন ডাক্তার। পিতার বদলির চাকরির সূত্রে, তাঁর শৈশব কেটেছে নানান জায়গায়। পরে তাঁর পিতা সুস্থির ভাবে একটি জায়গায় লেখাপড়া করার জন্য, তাঁকে কলকাতার হাওড়ার দীনবন্ধু স্কুলে ভর্তি করে দেন। এই স্কুলের পাঠ শেষ করে তিনি কলকাতার স্কটিশ চার্চ কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি নিয়ে লেখাপড়া শেষ করেন।

তিনি কর্মজীবন শুরু করেছিলেন কলকাতার সিটি কলেজে অর্থনীতির শিক্ষক হিসাবে। এর পর তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ শ্যামসুন্দর কলেজে অধ্যাপনা করেন। অর্থনীতির সূত্রাদির সঙ্গে ভারতীয় আর্থ-সামাজিক অবস্থার বিস্তর দূরত্ব উপলব্ধি করে, তিনি হতাশ হয়ে পড়েছিলেন। সাধারণ মানুষের কাছে প্রকৃত আর্থ-সামাজিক অবস্থার তথ্য উপস্থাপনের মাধ্যমে, মানুষকে সচেতন করে তোলার জন্য, তিনি চলচ্চিত্রকে বেছে নেন। তিনি শুরু করেছিলেন ১০ মিনিটের একটি স্বল্পদৈর্ঘ্য ছবি তৈরির মাধ্যমে। ১৯৬৮ খ্রিস্টাব্দে নির্মিত এই ছবিটির গল্প এবং চিত্রনাট্যও তিনি রচনা করেছিলেন।

চলচ্চিত্রের প্রতি প্রথম তীব্র ভাবে আকৃষ্ট হন স্কুল জীবনে। এই সময় তিনি তাঁর কাকার সঙ্গে চার্লি চ্যাপলিনের বেশ কিছু ছবি দেখেন। এর পর তাঁকে মুগ্ধ করেছে বিশ্ববিখ্যাত কয়েক জন চলচ্চিত্র পরিচালকের ছবি। এঁদের ভিতরে ছিলেন আকিরা কুরসাওয়া, ভিক্টোরিয়া ডে সিচা, রোবার্টো রেসেলিনি এবং অ্যান্টনিয়োনি। পরবর্তী সময়ে বাস্তবধর্মী চলচ্চিত্র নির্মাণে তাঁকে বিশেষ ভাবে অনুপ্রাণিত করেছিলেন সত্যজিৎ রায়।

এখন পর্যন্ত তাঁর সৃষ্ট চলচ্চিত্র, তথ্যচিত্র এবং টেলিভিশন-চিত্রগুলোর তালিকা

কাহিনি চিত্র

  • সময়ের কাছে (১৯৬৮, স্বল্পদৈর্ঘ্য)
  • দূরত্ব (১৯৭৮)
  • নিম অন্নপূর্ণা (১৯৭৯)
  • গৃহযুদ্ধ (১৯৮২)
  • আন্ধি গলি (১৯৮৪)
  • ফেরা (১৯৮৮)
  • বাঘ বাহাদুর (১৯৮৯)
  • তাহাদের কথা (১৯৯২)
  • চরাচর (১৯৯৩)
  • লাল দরজা (১৯৯৭)
  • উত্তরা (২০০০)
  • মন্দ মেয়ের উপাখ্যান (২০০২)
  • স্বপ্নের দিন (২০০৪)
  • আমি, ইয়াসমিন আর আমার মধুবালা (২০০৭)
  • কালপুরুষ (২০০৮)
  • জানালা (২০০৯)

তথ্যচিত্র এবং টেলিভিশন চিত্র

  • দ্য কন্টিনেন্ট অফ লাভ (১৯৬৮)
  • ঢোলের রাজা খিরোদে নট্ট (১৯৭৩)
  • ফিশারম্যান অফ সুন্দরবন (১৯৭৪)
  • শরৎচন্দ্র (১৯৭৫)
  • রিদম অফ স্টিল (১৯৮১)
  • ইন্ডিয়ান সায়েন্স মারচেস অ্যাহেড (১৯৮৪)
  • বিজ্ঞান ও তার আবিষ্কার (১৯৮০)
  • স্টোরি অফ গ্লাস (১৯৮৫)
  • ইন্ডিয়া অন দ্য মুভ (১৯৮৫)
  • সেরামিক্স (১৯৮৬)
  • কনটেমপোরারি ইন্ডিয়ান স্কাল্পচার (১৯৮৭)
  • হিস্ট্রি অফ ইন্ডিয়ান জুট (১৯৯০)

পুরস্কার ও সম্মাননা

  • ১৯৮৯ খ্রিস্টাব্দে 'বাঘ বাহাদুর' ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
  • ১৯৯৩ খ্রিস্টাব্দে 'চরাচর' ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ।
  • ১৯৯৭ খ্রিস্টাব্দে'লাল দরজা' ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
  • ২০০০ খ্রিস্টাব্দে 'উত্তরা' ছবির জন্য শ্রেষ্ট নির্দেশনার জন্য পুরস্কার পান।
  • ২০০২ খ্রিস্টাব্দে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান- 'মন্দ মেয়ের উপাখ্যান' ছবির জন্য।
  • ২০০৫ খ্রিস্টাব্দে 'স্বপনের দিন' ছবির জন্য শ্রেষ্ট নির্দেশনার জন্য পুরস্কার পান।
  • ২০০৮ খ্রিস্টাব্দে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান- 'কালপুরুষ' ছবির জন্য।
  • ২০০৮ খ্রিস্টাব্দে অ্যাথেন্স ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল-এ পান গোল্ডেন অ্যাথেনা পুরস্কার।
  • ২০০৮ খ্রিস্টাব্দে ২৭ মে মাদ্রিদে অনুষ্ঠিত দ্য স্পেন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল-এ সমগ্র কাজের উপর সম্মাননা পান।

সূত্র: onushilon.org

সর্বশেষ সংশোধন করা : 1/28/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate