(জন্ম ১১ ফেব্রুয়ারি ১৯৪৪)
বিখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক ও কবি।
পশ্চিমবঙ্গের পুরুলিয়ার নিকটবর্তী আনারা গ্রামে বুদ্ধদেব দাশগুপ্ত জন্মগ্রহণ করেন। এঁর পিতা তর্কনাথ দাশগুপ্ত ভারতীয় রেলওয়ের এক জন ডাক্তার। পিতার বদলির চাকরির সূত্রে, তাঁর শৈশব কেটেছে নানান জায়গায়। পরে তাঁর পিতা সুস্থির ভাবে একটি জায়গায় লেখাপড়া করার জন্য, তাঁকে কলকাতার হাওড়ার দীনবন্ধু স্কুলে ভর্তি করে দেন। এই স্কুলের পাঠ শেষ করে তিনি কলকাতার স্কটিশ চার্চ কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি নিয়ে লেখাপড়া শেষ করেন।
তিনি কর্মজীবন শুরু করেছিলেন কলকাতার সিটি কলেজে অর্থনীতির শিক্ষক হিসাবে। এর পর তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ শ্যামসুন্দর কলেজে অধ্যাপনা করেন। অর্থনীতির সূত্রাদির সঙ্গে ভারতীয় আর্থ-সামাজিক অবস্থার বিস্তর দূরত্ব উপলব্ধি করে, তিনি হতাশ হয়ে পড়েছিলেন। সাধারণ মানুষের কাছে প্রকৃত আর্থ-সামাজিক অবস্থার তথ্য উপস্থাপনের মাধ্যমে, মানুষকে সচেতন করে তোলার জন্য, তিনি চলচ্চিত্রকে বেছে নেন। তিনি শুরু করেছিলেন ১০ মিনিটের একটি স্বল্পদৈর্ঘ্য ছবি তৈরির মাধ্যমে। ১৯৬৮ খ্রিস্টাব্দে নির্মিত এই ছবিটির গল্প এবং চিত্রনাট্যও তিনি রচনা করেছিলেন।
চলচ্চিত্রের প্রতি প্রথম তীব্র ভাবে আকৃষ্ট হন স্কুল জীবনে। এই সময় তিনি তাঁর কাকার সঙ্গে চার্লি চ্যাপলিনের বেশ কিছু ছবি দেখেন। এর পর তাঁকে মুগ্ধ করেছে বিশ্ববিখ্যাত কয়েক জন চলচ্চিত্র পরিচালকের ছবি। এঁদের ভিতরে ছিলেন আকিরা কুরসাওয়া, ভিক্টোরিয়া ডে সিচা, রোবার্টো রেসেলিনি এবং অ্যান্টনিয়োনি। পরবর্তী সময়ে বাস্তবধর্মী চলচ্চিত্র নির্মাণে তাঁকে বিশেষ ভাবে অনুপ্রাণিত করেছিলেন সত্যজিৎ রায়।
এখন পর্যন্ত তাঁর সৃষ্ট চলচ্চিত্র, তথ্যচিত্র এবং টেলিভিশন-চিত্রগুলোর তালিকা
সূত্র: onushilon.org
সর্বশেষ সংশোধন করা : 1/28/2020