অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

জয় গোস্বামী

জয় গোস্বামী (জন্ম- নভেম্বর ১০, ১৯৫৪) বাংলা ভাষার এক আধুনিক কবি এবং উত্তর জীবনানন্দ পর্বের অন্যতম জনপ্রিয় বাঙালি কবি হিসাবে পরিগণিত।

জয় গোস্বামীর জন্ম কলকাতা শহরে। ছোটবেলায় তাঁর পরিবার রানাঘাটে চলে আসে। তখন থেকেই তাঁর স্থায়ী নিবাস সেখানে। তাঁর পিতা রাজনীতি করতেন, তাঁর হাতেই জয় গোস্বামীর কবিতা লেখার হাতে খড়ি। ছয় বছর বয়সে তাঁর পিতার মৃত্যু হয়। তাঁর মা শিক্ষকতা করে তাঁকে লালন পালন করেন।

জয় গোস্বামীর প্রথাগত লেখাপড়ার পরিসমাপ্তি ঘটে একাদশ শ্রেণিতে থাকার সময়। সাময়িকী ও সাহিত্য পত্রিকায় তিনি কবিতা লিখতেন। এ ভাবে অনেক দিন কাটার পর দেশ পত্রিকায় তাঁর কবিতা ছাপা হয়। এর পর পরই তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে। কিছু দিন পরে তাঁর প্রথম কাব্য সংকলন ক্রিসমাস ও শীতের সনেটগুচ্ছ প্রকাশিত হয়। ১৯৮৯ সালে তিনি ঘুমিয়েছ, ঝাউপাতা কাব্যগ্রন্থের জন্য আনন্দ পুরস্কার লাভ করেন। ২০০০ সালের আগস্ট মাসে তিনি পাগলী তোমার সঙ্গে কাব্য সংকলনের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন।

কয়েকটি কাব্যগ্রন্থ

  • ক্রিসমাস ও শীতের সনেটগুচ্ছ (১৯৭৬)
  • প্রত্নজীব (১৯৭৮)
  • আলেয়া হ্রদ (১৯৮১)
  • উন্মাদের পাঠক্রম (১৯৮৬)
  • ভূতুমভগবান (১৯৮৮)
  • ঘুমিয়েছো, ঝাউপাতা ? (১৯৮৯)
  • আজ যদি আমাকে জিজ্ঞেস করো
  • বজ্র বিদ্যুৎ ভর্তি খাতা (১৯৯৫)
  • ওহ স্বপ্ন (১৯৯৬)
  • পাগলী, তোমার সঙ্গে (১৯৯৪)
  • পাতার পোশাক (১৯৯৭)
  • বিষাদ (১৯৯৮)
  • যারা বৃষ্টিতে ভিজেছিল (১৯৯৮)
  • মা নিষাদ (১৯৯৯),
  • সূর্য পোড়া ছাই (১৯৯৯)
  • জগৎবাড়ি (২০০০)
  • কবিতাসংগ্রহ (১৯৯৭-২০০১)
  • প্রেতপুরুষ ও অনুপম কথা (২০০৪)
  • উপন্যাস ও অন্যান্য
  • হৃদয়ে প্রেমের শীর্ষ (১৯৯৪)
  • মনোরমের উপন্যাস (১৯৯৪)
  • সেইসব শেয়ালেরা (১৯৯৪)
  • সুড়ঙ্গ ও প্রতিরক্ষা (১৯৯৫)
  • রৌদ্রছায়ার সংকলন (১৯৯৮)
  • সংশোধন বা কাটাকুটি (২০০১)
  • সাঁঝবাতীর রূপকথারা (২০০১)
  • দাদাভাইদের পাড়া
  • ব্রহ্মরাক্ষস
  • সব অন্ধকার ফুলগাছ
  • পুরস্কারসমূহ

  • বাংলা অ্যাকাডেমির অনিতা-সুনীল বসু অ্যাওয়ার্ড
  • আনন্দ পুরস্কার (১৯৯০, ১৯৯8)
  • বাংলা ভাষায় সাহিত্য রচনার জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার (২০০০)
  • ভারতীয় ভাষা পরিষদ পুরস্কার (২০১০)
  • রচনা সমগ্র পুরস্কার (২০১১)
  • পশ্চিমবঙ্গ সরকারের বঙ্গবিভূষণ (২০১২)
  • সূত্র: উইকিপিডিয়া

    সর্বশেষ সংশোধন করা : 6/18/2020



    © C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
    English to Hindi Transliterate