অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

বিমল কর

বিমল কর (১৯ সেপ্টেম্বর ১৯২১ - ২৬ আগস্ট ২০০৩) এক জন বিখ্যাত লেখক। তিনি উত্তর ২৪ পরগণার টাকীতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম জ্যোতিষচন্দ্র কর এবং মা নিশিবালা কর ।

বিমল কর জব্বলপুর, হাজারিবাগ, ধানবাদ, আসানসোল প্রভৃতি জায়গায় ছোটবেলা কাটিয়েছেন। তিনি বিদ্যাসাগর কলেজ থেকে বিএ পাস করেন। তার পর আসানসোল অ্যামিউনেশন প্রোডাকশন ডিপোয় এআরপি হিসাবে কর্মজীবনের শুরু হয়।

১৯৪৪ খ্রিস্টাব্দে তাঁর রচিত প্রথম ছোটগল্প অম্বিকানাথের মৃত্যু প্রবর্তক পত্রিকায় প্রকাশিত হয় । ১৯৪৬ খ্রিস্টাব্দে তিনি মণিলাল গঙ্গোপাধ্যায় সম্পাদিত পরাগ পত্রিকায় সহ সম্পাদকের কাজ পান। সহ সম্পাদক হিসাবে তিনি পশ্চিমবঙ্গ ও সত্যযুগ পত্রিকায় কাজ করেন। ১৯৫৪ খ্রিস্টাব্দে তাঁর রচিত প্রথম ছোটগল্প সংকলন বরফ সাহেবের মেয়ে প্রকাশিত হয়। সেই বছরেই দেশ পত্রিকার বিভাগীয় প্রধান হিসাবে যোগ দেন। এই পদে তিনি ১৯৮২ সাল অবধি ছিলেন। এ ছাড়া তিনি শিলাদিত্য এবং গল্পপত্র পত্রিকার সঙ্গেও যুক্ত ছিলেন। ছোটদের জন্য তাঁর রচিত একটি চরিত্র অবসরপ্রাপ্ত ম্যাজিসিয়ান কিঙ্কর কিশোর রায় বা কিকিরা। কিকিরার উপন্যাস পূজাবার্ষিকী আনন্দমেলায় প্রকাশিত হত। তাঁর রচিত বেশ কয়েকটি কাহিনীতে চলচ্চিত্র নির্মিত হয়েছে। যেমন বসন্ত বিলাপ, বালিকা বধূ, (যেটি হিন্দিতেও নির্মিত হয়েছিল) যদুবংশ, ছুটি (এটি তৈরি হয়েছিল তাঁর খড়কুটো উপন্যাসের উপর ভিত্তি করে)।

বিমল কর অসময় উপন্যাসের জন্য ১৯৭৫ খ্রিস্টাব্দে সাহিত্য অকাদেমি পুরস্কার পেয়েছিলেন। এ ছাড়া কলকাতা বিশ্ববিদ্যালয়ের শরৎচন্দ্র পুরস্কার, দিল্লি বিশ্ববিদ্যালয়ের নরসিংহ দাস পুরস্কার পান। তিনি দু’বার আনন্দ পুরস্কার লাভ করেছিলেন। তিনি বহু ছোটগল্প এবং কিশোর উপন্যাসও লিখেছিলেন।

বিমল কর ৮২ বছর বয়েসে তাঁর বিধাননগরের বাসভবনে মারা যান।

রচিত উপন্যাস

  • নিম ফুলের গন্ধ

  • কুশীলব

  • অসময়

  • সান্নিধ্য

  • দংশন

  • খড়কুটো

  • মোহ

  • দ্বীপ

  • প্রচ্ছন্য

  • এ আবরণ

  • স্বপ্নে

  • নিরস্র

  • অশেষ

  • বালিকা বধূ

  • দেয়াল

  • মল্লিকা

  • যদুবংশ

  • পূর্ণ অপূর্ণ

নাটক

  • ঘুঘু

সূত্র: উইকিপিডিয়া

সর্বশেষ সংশোধন করা : 12/8/2019



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate